এতদিন কার্ড বা ব্যাংক থেকে বিকাশে টাকা আনার সুবিধা ছিলো। এই ফিচার ব্যবহার করে ভিসা বা মাস্টারকার্ড এর পাশাপাশি ব্যাংক থেকেও বিকাশে টাকা আনার সুযোগ ছিলো। এমনকি বিকাশ থেকে ব্যাংকেও টাকা নেয়া যেত। অবশেষে একই ধরনের আরেকটি নতুন ফিচার নিয়ে এলো বিকাশ। তবে এবার বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর সুযোগ এসেছে। এই পোস্টে বিকাশ থেকে কার্ডে টাকা পাঠানোর ফিচার সম্পর্কে বিস্তারিত জানবেন।
বিকাশ টু কার্ড
বিকাশ থেকে কার্ডে ফান্ড ট্রান্সফার করা যাবে বেশ সহজে। বিকাশ অ্যাপের মাধ্যমে কয়েকটি সহজ ধাপে বিকাশ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আপনার ভিসা ডেবিট কার্ডে। বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার এর ক্ষেত্রে ফি প্রযোজ্য হবে।
বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ডে ২৫,০০০টাকা পর্যন্ত ফান্ড ট্রান্সফার করা যাবে ১.২৫% চার্জ এর বিনিময়ে। অন্যদিকে ২৫,০০০টাকা থেকে বেশি অর্থ বিকাশ থেকে ভিসা কার্ডে ট্রান্সফার করতে চাইলে সেক্ষেত্রে ১.৪৯% হারে চার্জ প্রযোজ্য হবে। বর্তমানে শুধুমাত্র বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ডে ফান্ড ট্রান্সফার এর সুযোগ রয়েছে।
বিকাশ থেকে কার্ডে ফান্ড ট্রান্সফার এর নিয়ম
বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশ থেকে কার্ডে ফান্ড ট্রান্সফার করা যাবে বেশ সহজে। বিকাশ থেকে কার্ডে ফান্ড ট্রান্সফার করতে নিচে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুনঃ
- প্রথমে পিন প্রদান করে বিকাশ অ্যাপে প্রবেশ করুন
- এবার “Transfer Money” অপশন সিলেক্ট করুন
- এরপর “কার্ড / Card” সিলেক্ট করুন
এবার “ভিসা ডেবিট কার্ড / Visa Debit Card” অপশন সিলেক্ট করুন
এবার আপনার ভিসা ডেবিট কার্ড এর নাম্বার লিখুন
- এরপর Terms & Condition এর সাথে সম্মত হতে Agree তে ট্যাপ করে এগিয়ে যান
- কত টাকা বিকাশ থেকে কার্ডে আনতে চান তার পরিমাণ লিখুন
- এবার পরবর্তী স্ক্রিনে বিকাশ একাউন্টের পিন প্রদান করে এগিয়ে যান
- সবশেষে ট্যাপ করে ধরে রাখুন
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
সফলভাবে ফান্ড ট্রান্সফার সম্পন্ন হলে কনফার্মেশন নোটিফিকেশন পেয়ে যাবেন। এভাবে সকল বিকাশ গ্রাহক বিকাশ একাউন্ট থেকে ভিসা কার্ডে ফান্ড ট্রান্সফার করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে। বিকাশ টু কার্ড ফান্ড ট্রান্সফার সম্পর্কে কোনো প্রশ্ন / জিজ্ঞাসা থাকলে আমাদের জানান কমেন্ট সেকশনে।
এছাড়া কার্ড বা ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে চাইলে নিচের পোস্টগুলো দেখতে পারেনঃ
👉 ব্যাংক থেকে বিকাশে টাকা নেয়ার পদ্ধতি
👉 কার্ড থেকে বিকাশে টাকা আনার উপায়
👉 বিকাশ একাউন্টে ভিসা কার্ড ব্যবহারের নিয়ম
👉 বিকাশের সাথে মাস্টারকার্ড ব্যবহারের উপায়
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।