বিকাশে সেন্ড মানি চার্জ ছাড়াই ফ্রি টাকা পাঠানোর উপায়

বর্তমান সময়ে অনলাইনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। অনলাইনের মাধ্যমে এখন টাকা লেনদেন থেকে শুরু করে কোনো কিছু কেনা অথবা খাবারের অর্ডার করা সব কিছুই অনেক সহজ হয়ে গিয়েছে। মানুষ এখন ব্যাংকে সশরীরে না গিয়েই ঘরে বসে বিভিন্ন আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ লেনদেন করার সুযোগ পেয়ে থাকে। আমাদের দেশে টাকা লেনদেন করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। 

বাংলাদেশের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হলো বিকাশ। আমাদের দেশে এখন মোবাইল ব্যাংকিং ব্যবহার করে কিন্তু বিকাশ সম্পর্কে জানে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। বিকাশ তাদের সেবা প্রদান করে গ্রাহকের কাছে আস্থাভাজন হিসেবে নিজেকে গড়ে তুলেছে। 

বিকাশে লেনদেনের ক্ষেত্রে আমরা সাধারণত বিকাশ অ্যাপ কিংবা ইউএসএসডি অর্থাৎ *247# ডায়াল করে থাকি। বিকাশে ১০০ টাকা বা তার কম পরিমান টাকা সেন্ড মানি করার ক্ষেত্রে কোন চার্জ কাটা হয় না। এর বেশি টাকা সেন্ড মানি করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটা হয়। তবে আপনি চাইলে প্রতিমাসে ৫টি বিকাশ একাউন্ট নাম্বার প্রিয় নাম্বার সেট করে ফ্রি টাকা পাঠাতে পারেন। আমাদের আর্টিকেলে আমরা বিকাশের প্রিয় নাম্বার ফিচার সম্পর্কে এবং ফিচারটি ব্যবহার করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

প্রিয় নাম্বারে সেন্ড মানি করার সুবিধা সমূহ

  • প্রতি মাসে যেকোনো ৫ টি প্রিয় নাম্বারে মোট ২৫ হাজার টাকা পাঠাতে কোনো প্রকার চার্জ প্রদান করা লাগবে না। অর্থাৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা সেন্ড মানি করা ফ্রি। 
  • প্রতিমাসের প্রিয় নাম্বারের লেনদেন যদি ২৫ হাজার টাকার বেশি হয়ে যায় এবং তা ৫০ হাজার টাকার লেনদেন সীমা পার না করে তাহলে প্রতি লেনদেনে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।
  • প্রিয় নাম্বারে আপনার লেনদেন যদি ৫০ হাজার টাকার বেশি হয়ে যায়, তাহলে প্রতি লেনদেন এর ক্ষেত্রে ১০ টাকা করে চার্জ কাটা হবে।
  • এই লিমিট অনুযায়ী বর্ডার লেনদেনের ক্ষেত্রে উচ্চতর চার্জ প্রযোজ্য হবে। উদাহরণ স্বরুপ: মনে করুন- কোনো এক মাসে আপনি আপনার বিকাশের প্রিয় নাম্বারে ২৪,৫০০ টাকা সেন্ড মানি করলেন ফ্রি এবং এরপর যদি একটি প্রিয় নাম্বারে ৬০০ টাকা পাঠাতে চান তাহলে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।অনুরুপ কোনো মাসে ৪৯,৫০০ টাকা প্রিয় নাম্বারে সেন্ড মানি করার পর একটি প্রিয় নাম্বারে ৬০০ টাকা সেন্ড মানি করেন তাহলে ১০ টাকা চার্জ কাটা হবে।

বিকাশ অ্যাপে প্রিয় নাম্বার যুক্ত করার উপায়

প্রিয় নাম্বার যুক্ত করা বেশ সহজ।

  • বিকাশ অ্যাপ চালু করে হোম স্ক্রিনে থাকুন।
  • হোম স্ক্রিনে থাকা সেন্ড মানি অপশনে ট্যাপ করুন।
  • সেন্ড মানি অপশনে প্রবেশ করার পরে “ফ্রি সেন্ড মানির জন্য ট্যাপ করুন” অংশে ট্যাপ করুন।
  • এই পেজে আপনি আপনার প্রতি মাসের ফ্রি সেন্ড মানির লিমিটের কতটুকু ব্যবহার করেছেন সে সম্পর্কে তথ্য দেওয়া থাকবে। এছাড়া এখানে আপনার বিকাশ একাউন্টের প্রিয় নাম্বারের তালিকাও থাকবে। 
  • এবার স্ক্রিনের নিচের দিকে থাকা যোগ করুন অংশে ট্যাপ করুন।
  • প্রিয় নাম্বার যোগ করার জন্য প্রাপকের বিকাশ নাম্বার টাইপ করুন অথবা কন্ট্যাক্ট থেকে তার নাম্বার নির্বাচন করুন।
  • আপনি চাইলে আপনার প্রিয় নাম্বারের নাম এখানে সেভ করে রাখতে পারেন। আপনি আলাদা কোনো নাম সেভ না করলে আপনার কন্ট্যাক্টে যেই নামে সেভ করা আছে ঠিক একই নামে এখানে সেভ হয়ে যাবে।
  • পরবর্তী পেজে গেলে আপনাকে আপনার বিকাশের পিন প্রদান করে প্রিয় নাম্বার নিশ্চিত করতে বলা হবে।
  • আপনাকে এর পরের পেজে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রিয় নাম্বার সংযুক্ত হয়েছে এই মর্মে জানিয়ে দেওয়া হবে। 
bkash

ইউএসডি কোড ডায়াল করে প্রিয় নাম্বার যুক্ত করার উপায়

কোড ডায়াল করেও আপনি প্রিয় নাম্বার অ্যাড করতে পারবেন।

  • ইউএসএসডি কোড ডায়াল করে প্রিয় নাম্বার যুক্ত করার ক্ষেত্রে প্রথমে *247# এই নাম্বারে ডায়াল করে মাই বিকাশ হিসেবে 9 নাম্বার অপশন বেছে নিন।
  • মাই বিকাশ অপশন থেকে 4 নাম্বার অপশন হিসেবে থাকা প্রিয় নাম্বারস এ প্রবেশ করুন।
  • সেন্ড মানি অপশনে প্রবেশ করার জন্য 1 টাইপ করুন।
  • প্রিয় নাম্বার যুক্ত করার ক্ষেত্রে 1 টাইপ করে এড প্রিয় নাম্বারে প্রবেশ করুন।
  • এবার এখানে আপনার প্রিয় বিকাশ একাউন্টের নাম্বারটি টাইপ করুন।
  • আপনাকে এবার এই প্রিয় নাম্বারের জন্য একটি নাম নির্ধারণ করতে বলা হবে। তবে এক্ষেত্রে আপনি ৬ অক্ষরের বেশি ব্যবহার করতে পারবেন না এবং কোনো প্রকারের বিশেষ ক্যারেক্টার অথবা স্পেস ব্যবহার করতে পারবেন না। 
  • আপনার কাছে আপনার পিন চেয়ে কনফার্ম করতে বলা হবে।
  • এখন আপনাকে নতুন একটি প্রমট অথবা মেসেজের মাধ্যমে আপনার নতুন প্রিয় নাম্বার যুক্ত হওয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, প্রিয় নাম্বার কিন্তু প্রিয় এজেন্ট নাম্বার থেকে ভিন্ন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি করার নিয়ম

  • বিকাশ অ্যাপ চালু করে হোম স্ক্রিনে থাকুন।
  • হোম স্ক্রিনে থাকা সেন্ড মানি অপশনে ট্যাপ করুন।
  • সেন্ড মানি অপশনে প্রবেশ করার পরে “ফ্রি সেন্ড মানির জন্য ট্যাপ করুন” অংশে ট্যাপ করুন।
  • এখানে থাকা আপনার প্রিয় নাম্বারের তালিকা থেকে আপনি যেই নাম্বারে টাকা পাঠাতে চান সেটি নির্বাচন করুন।
  • আপনি যে কয় টাকা পাঠাতে চান সেটি টাইপ করুন।
  • আপনি চাইলে এখানে যেকোনো ধরনের রেফারেন্স টাইপ করতে পারেন। এটি সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করে। তবে রেফারেন্স নোট লেখার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ টি অক্ষর ব্যবহার করতে পারবেন।
  • আপনার বিকাশের পিন নাম্বার প্রদান করে তীর বাটনে ট্যাপ করুন।
  • এবার সেন্ড মানি নিশ্চিত করার জন্য স্ক্রিনের নিচের দিকে থাকা “সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন” অপশনে ট্যাপ করে ধরে রাখুন।

👉 বিকাশ সেন্ড মানি করার নিয়ম (ফ্রি সেন্ড মানি টিপস!)

বিকাশে প্রিয় নাম্বার যুক্ত করার ক্ষেত্রে প্রতি মাসে আপনি সর্বোচ্চ ৫ টি বিকাশ নাম্বার ব্যবহার করতে পারবেন। যে সকল বিকাশ একাউন্টের সাথে আপনার প্রতিনিয়ত লেনদেন হয় সেসকল বিকাশ একাউন্টকে প্রিয় নাম্বার হিসেবে সংযুক্ত করে রাখার মাধ্যমে আপনি ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানির ক্ষেত্রে আপনার সেন্ড মানি চার্জ বাঁচাতে পারবেন। আমাদের আজকের এই আর্টিকেল পড়ে আশা করা যায় আপনি প্রিয় নাম্বার সংযুক্ত করা সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। আমাদের এই আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনি আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিতে পারবেন। নিত্য নতুন টেকনোলজি বিষয়ক নানা ধরনের তথ্য এবং আপডেট সহ বিভিন্ন টিপস এন্ড ট্রিকস পেতে চোখ রাখুন আমাদের এই ওয়েবসাইটে। 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *