রিয়েলমি ফোনের দাম ২০২৪

বাংলাদেশের স্মার্টফোন বাজারে রিয়েলমি বেশ জনপ্রিয়। সাশ্রয়ী দামে অসাধারণ সব স্মার্টফোন বাজারে ছাড়ার মাধ্যমে শাওমির সাথে বেশ ভালোই প্রতিযোগিতায় রয়েছে রিয়েলমি। বাংলাদেশের বাজারে প্রায় প্রতিটি প্রাইস রেঞ্জেই অফিসিয়ালি রিয়েলমির কোনো না কোনো ফোন পাওয়া যাচ্ছে। রিয়েলমি ফোনের দাম তাই একটি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন।

চলুন জেনে নেওয়া যাক ২০২৪ সালে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন সব রিয়েলমি মোবাইল ফোনের দাম সম্পর্কে বিস্তারিত। এই তালিকায় রিয়েলমির সি লাইন-আপ, রিয়েলমি লাইন-আপ ও নারজো লাইন-আপের সকল অফিসিয়াল ফোন দামসহ দেওয়া রয়েছে।

রিয়েলমি নোট ৫০  – Realme Note 50

বাজেট স্মার্টফোন বাজারে নতুন পছন্দ হলো রিয়েলমি নোট ৫০। সাশ্রয়ী দামের মধ্যে প্রয়োজনীয় সকল ফিচার অফার করছে রিয়েলমির এই ফোনটি।

রিয়েলমি নোট ৫০ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭৪ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৬১২
  • র‍্যামঃ ৪ জিবি
  • স্টোরেজঃ ৬৪ / ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
realme note 50

রিয়েলমি নোট ৫০ এর দাম:

  • ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ: ১০,৯৯৯ টাকা
  • ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ১১,৯৯৯ টাকা

রিয়েলমি  সি৫৫ – Realme C55

৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এর মত অসাধারণ ফিচার পেয়ে যাচ্ছেন রিয়েলমি সি৫৫ ফোনটিতে, তাও ২০ হাজার টাকার বাজেটের মধ্যে। পাওয়ারফুল প্রসেসর এর সাথে এই ফোনে রয়েছে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে।

রিয়েলমি  সি৫৫ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭২ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮ 
  • র‍্যামঃ ৬ / ৮ জিবি 
  • স্টোরেজঃ ১২৮ / ২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ  ৬৪ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প
realme c55

রিয়েলমি  সি৫৫ এর দাম: 

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ১৯,৯৯৯ টাকা
  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ২৩,৯৯৯ টাকা

রিয়েলমি সি৫১ – Realme C51

৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরার মত হেডলাইনিং ফিচার নিয়ে বেশ ভালো একটি বাজেট ফোন রিয়েলমি সি৫১। ১৩ হাজার টাকার মধ্যে যেকোনো ধরনের ব্যবহারকারীর প্রয়োজন সুন্দরভাবে পূরণ করতে পারবে রিয়েলমি সি৫১ ফোনটি।

রিয়েলমি সি৫১ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭৪ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টাইগার টি৬১২
  • র‍্যামঃ ৪ জিবি 
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ  ৫০ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি সি৫১ এর দাম: ১২,৯৯৯ টাকা

রিয়েলমি সি৫৩ – Realme C53

১৬ হাজার টাকার মধ্যে কমপ্লিট একটি প্যাকেজ বলা চলে রিয়েলমি সি৫৩ ফোনটিকে। ৯০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লের পাশাপাশি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ফিচারও পেয়ে যাবেন এই ফোনে।

রিয়েলমি সি৫৩ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭৪ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টাইগার টি৬১২
  • র‍্যামঃ ৬ জিবি 
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি সি৫৩ এর দাম: ১৫,৯৯৯ টাকা

রিয়েলমি সি৩০এস – Realme C30s

১০ হাজার টাকার মধ্যে ফোনের সমাধান হিসেবে রিয়েলমি রেখেছে রিয়েলমি সি৩০এস ফোনটি। এই দামে এই ফোনে পেয়ে যাচ্ছেন যথেষ্ট র‍্যাম এবং স্টোরেজ এর পাশাপাশি সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সরও।

রিয়েলমি সি৩০এস ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ অক্টা-কোর
  • র‍্যামঃ ৩ জিবি 
  • স্টোরেজঃ ৬৪ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি সি৩০এস এর দাম: ৯,৯৯৯ টাকা

রিয়েলমি সি৬৭ – Realme C67

রিয়েলমি সি৬৭

৩৩ ওয়াট সুপারভুক চার্জিং এবং স্ন্যাপড্রাগন ৬৮৫ এর পাশাপাশি ১০৮ মেগাপিক্সেল এর নজরকাড়া সব ফিচার রয়েছে রিয়েলমি সি৬৭ ফোনটিতে। ২৩ হাজার টাকার মধ্যে বেশ কমপ্লিট একটি প্যাকেজ প্রদান করছে এই ফোনটি।

রিয়েলমি সি৬৭ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭২ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৮৫
  • র‍্যামঃ ৮ জিবি 
  • স্টোরেজঃ ১২৮ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১০৮ মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি সি৬৭ এর দাম: ২২,৯৯৯ টাকা

রিয়েলমি সি৫৫ – Realme C55

C55

রিয়েলমির বাজেট সি সিরিজের এ বছরের নতুন ফোন সি৫৫। এই ফোনটি বেশ প্রশংসা কুড়িয়েছে গ্রাহকদের মাঝে। মূলত ক্যামেরা ও আউটলুক দিয়ে নজর কেড়েছে ফোনটি। অত্যন্ত সুন্দর ও প্রিমিয়াম ডিজাইনের ফোনটির সামনে রয়েছে ৬.৭২ ইঞ্চির বিশাল এলসিডি ডিসপ্লে। ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেট সুবিধা পাবেন এতে। ফলে স্মুথ ও কন্টেন্ট ওয়াচিংয়ে খুবই ভালো অভিজ্ঞতা হবে এতে। পারফর্মেন্স দিতে আছে মিডিয়াটেকের হেলিও জি৮৮ চিপ। বাজেট এই চিপে দৈনন্দিন কাজ ও টুকটাক গেমিং ভালোভাবেই করা যায়। নজর কাড়বে এর র‍্যাম। ৬ জিবি ও ৮ জিবি দুটি র‍্যাম ভ্যারিয়েন্টে পাবেন ফোনটি। সফটওয়্যার দিয়ে র‍্যাম বাড়ানো যাবে আরও ৮ জিবি পর্যন্ত। তাই মাল্টিটাস্কেও থাকবে স্মুথ পারফর্মেন্স। ফোনটির সবথেকে আকর্ষণীয় দিক এর ৬৪ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। বাজেটের মধ্যেই এটি অসাধারণ ছবি তুলতে পারে। এছাড়া আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ ও ৫০০০ মিলিএম্প ব্যাটারি। সব মিলিয়েই ফোনটি অন্যতম সেরা একটি ফোন এই বাজেটে।

রিয়েলমি সি৫৫ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৭২ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৮ 
  • র‍্যামঃ ৬/৮ জিবি 
  • স্টোরেজঃ ১২৮/২৫৬ জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল (৬৪ + ২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮ মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০ মিলিএম্প

রিয়েলমি সি৫৫ এর দাম

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজঃ ১৯,৯৯৯ টাকা
  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজঃ ২৩,৯৯৯ টাকা

রিয়েলমি সি৩৩ – Realme C33

রিয়েলমি সি৩৩ – Realme C33

রিয়েলমি সি৩৩ বক্সি ডিজাইনের বেশ সুন্দর পাতলা একটি বাজেট ফোন। ১৫ হাজার টাকার নিচেই আপনি এতে পেয়ে যাবে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম দেয়া আছে। ৫০০০ মিলিএম্পের বড় ব্যাটারিও আছে এই ফোনে। মূলত ক্যামেরার দিকে ফোকাস করা এই ফোনের পারফর্মেন্সের জন্য আছে ইউনিসক টি৬১২ চিপ। দৈনন্দিন কাজ এই চিপ সামলে নেবে সহজেই। ইউএফএস ২.২ স্টোরেজও স্পিডি পারফর্মেন্সে সাহায্য করবে। বাজেটে যারা ভালো ক্যামেরা ফোন খুঁজছেন তারা দেখে নিতে পারেন রিয়েলমি সি৩৩ ফোনটি। 

রিয়েলমি সি৩৩ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টাইগার টি৬১২ 
  • র‍্যামঃ ৩/৪জিবি 
  • স্টোরেজঃ ৩২/৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ডুয়াল (৫০+০.৩ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি৩৩ এর দাম

  • ৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ১২,৯৯৯টাকা
  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৪,৯৯৯টাকা

রিয়েলমি ৯ প্রো+ – Realme 9 Pro+

রিয়েলমি ৯ প্রো+ – Realme 9 Pro+

বাজারে নতুন আসা এই ফোনটি মিড রেঞ্জ বাজেটে বেশ ভালো একটি ফোন। এটি পুরোপুরি ক্যামেরা ফোকাসড ফোন। এতে ফ্ল্যাগশিপ লেভেলের সনি আইএমএক্স ৭৬৬ সেন্সরের ৫০ মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্রিপল ক্যামেরা সিস্টেমে আরও আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। পারফর্মেন্সেও পিছিয়ে নেই ফোনটি। আছে মিডিয়াটেকের হাই এন্ড ডাইমেন্সিটি ৯২০ ৫জি প্রসেসর। ৯০ হার্টজের সুপার এমোলেড ডিসপ্লে, ৬০ ওয়াটের ফাস্ট চার্জসহ অনেক ফ্ল্যাগশিপ ঘরানার ফিচার দিচ্ছে এই ফোনটি।

রিয়েলমি ৯ প্রো+ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪ ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেন্সিটি ৯২০ ৫জি 
  • র‍্যামঃ ৮জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল (৫০+৮+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

রিয়েলমি ৯ প্রো+ এর দামঃ ৩৪,৯৯৯ টাকা

রিয়েলমি ৯ প্রো – Realme 9 Pro

রিয়েলমি ৯ প্রো – Realme 9 Pro

ক্যামেরা ও পারফর্মেন্সের ভালো একটি ব্যালান্স আছে এই ফোনে। যারা বাজেটের মধ্যে ভালো ক্যামেরা চান আবার পারফর্মেন্সেও ছাড় দিতে চান না এটি তাদের জন্য খুব ভালো একটি পছন্দ হতে পারে। ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা আছে এর পিছনে। পারফর্মেন্সের জন্য আছে স্ন্যাপড্রাগনের নতুন ৬৯৫ ৫জি প্রসেসর, স্মুথনেস দিতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও পাবেন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জ ও ৫০০০ মিলিএম্পের ব্যাটারি।

রিয়েলমি ৯ প্রো ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি
  • র‍্যামঃ ৮জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল (৬৪+৮+২ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি ৯ প্রো এর দামঃ ২৭,৯৯৯ টাকা

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম – Realme Narzo 50A Prime

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম – Realme Narzo 50A Prime

দাম অনুযায়ী এই ফোনটির চিপসেট একটু খারাপ। ইউনিসকের টি৬১২ প্রসেসর দেয়া আছে এতে। তাই ভারি কাজ করার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। তবে এতে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে। এছাড়া ফুল এইচডি ডিসপ্লে, ৫০০০ মিলিএম্প ব্যাটারি, ১৮ ওয়াট ফাস্ট চার্জ সবদিক থেকেই ফোনটি ঠিক আছে। ফোনটি দেখতেও বেশ সুন্দর আর স্টাইলিশ।

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টাইগার টি৬১২
  • র‍্যামঃ ৪জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ট্রিপল (৫০+২+০.৩ মেগাপিক্সেল)
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি নারজো ৫০এ প্রাইম এর দামঃ ১৭,৯৯৯ টাকা

রিয়েলমি ফোনের দাম – রিয়েলমি সি২০এ

রিয়েলমি ফোনের দাম - রিয়েলমি সি২০এ

বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন ফোনসমুহের মধ্যে রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন হলো রিয়েলমি সি২০এ। তবে দামে কম হলেও ফোনটি যথেষ্ট ব্যবহারযোগ্য। সাধারণ ব্যবহারের জন্য কিংবা সেকেন্ড ফোন হিসাবে যারা স্বল্প টাকায় ভালো একটি রিয়েলমি ফোন খুঁজছেন, তাদের জন্য রিয়েলমি সি২০এ দারুণ একটি পছন্দ হতে পারে।

রিয়েলমি সি২০এ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • মেইন ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি 
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি ফোনের দাম – রিয়েলমি সি২০এ

  • ২জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ৮,৯৯০টাকা

রিয়েলমি সি১১ ২০২১ এর দাম – Realme C11 2021 Price in Bangladesh

Realme C17 2021

২০২১ সালে মুক্তি পাওয়া রিয়েলমি সি১১ এর রিফ্রেশড ভার্সন বাজারে এনেছে রিয়েলমি। ৯হাজার টাকা প্রাস ট্যাগের রিয়েলমি সি১১ ফোনটিতে সাধারণ ব্যবহারকারীর জন্য যথেষ্ট কার্যকরী স্পেসিফিকেশন রয়েছে। এছাড়াও ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারির কল্যাণে অসাধারণ ব্যাকাপ প্রদান করবে এই ফোন।

রিয়েলমি  সি১১ ২০২১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫২ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক
  • মেইন ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি 
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি১১ ২০২১ এর দামঃ

  • ২জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ৮,৯৯০টাকা

রিয়েলমি সি৩০ – Realme C30

রিয়েলমির ১০ হাজার টাকার ফোন এলো শক্তিশালী ব্যাটারি নিয়ে

বেশ কমদামে সুন্দর দেখতে কাজ চালানোর মত একটি ফোনের খোঁজে থাকলে রিয়েলমি সি৩০ ফোনটি আপনার পছন্দ হবে। ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছে ফোনটিতে, আরো রয়েছে ৫০০০মিলিএম্প এর ব্যাটারি। ইউনিসক টি৬১২ প্রসেসর ও ইউএফএস ২.২ স্টোরেজ এর কল্যাণে অন্যান্য এন্ট্রি লেভেলের ফোনের চেয়ে ভালো পারফরমেন্স পাবেন এই ফোন থেকে।

রিয়েলমি সি৩০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৬১২
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • প্রাইমারি ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি৩০ এর দামঃ

  • ২জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ৯,৯৯৯টাকা

রিয়েলমি সি২১ এর দাম – Realme C21 Price in Bangladesh

রিয়েলমি সি২১

ফিচারস এর দিক দিয়ে রিয়েলমি সি১২ এর মতো একই ফোন হলেও রিয়েলমি সি২১ অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে এর ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের কারণে। সবচেয়ে কম দামে বেশি র‍্যাম ও স্টোরেজ অফার করায় ফোনটি অনেকের ভালো লাগতে পারে। আপনি যদি সাশ্রয়ী রিয়েলমি মোবাইল দাম জানতে চান তাহলে এটা একটা ভাল পছন্দ হতে পারে।

রিয়েলমি সি২১ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৩জিবি/৪জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প 

রিয়েলমি সি২১ ফোনের দাম

  • ৩জিবি র‍্যাম + ৩২জিবি স্টোরেজঃ ১০,৯৯০টাকা
  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১১,৯৯০টাকা

রিয়েলমি সি২১ওয়াই এর দাম – Realme C21Y Price in Bangladesh

Realme C21Y

রিয়েলমি সি২১ওয়াই ফোনটতে ব্যবহার করা হয়েছে ইউনিসক এর টি৬১০ এসওসি। পারফরম্যান্স এর দিক দয়ে এটি হেলিও জি৮০ বা স্ন্যাপড্রাগন ৬৬৫ এর প্রায় সমতুল্য। এছাড়াও ৪জিবি র‍্যাম ও এই ধরনের একটি প্রসেসরের সুবাদে ফোনটি থেকে ডিসেট পারফরম্যান্স পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটিতে রিয়েলমির সিগনেচার ৫০০০মিলিএম্প ব্যাটারি তো থাকছেই।

রিয়েলমি সি২১ওয়াই এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৬১০
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ  ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি২১ওয়াই এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১২,৯৯০টাকা

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

রিয়েলমি সি২৫ ফোনের দাম – Realme C25 Price in Bangladesh

রিয়েলমি সি২৫

রিয়েলমি সি২৫ অনেকের চোখেই ১৫হাজার টাকার মধ্যে সেরা ফোনের তালিকায় নিঃসন্দেহে স্থান করে নিবে। ফোনটিতে থাকা ভালো প্রসেসর, বিশাল ব্যাটারি, সব মিলিয়ে ফোনটিকে একটি দারুণ প্যাকেজে পরিণত করেছে। এছাড়াও রিয়েলমি সি২৫ এর ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অনেকের স্টোরেজের দরকার পূরণ করে তাদের পছন্দের স্মার্টফোনের তালিকায় নাম লেখাতে পারে।

রিয়েলমি সি২৫ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

রিয়েলমি সি২৫ এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৩,৯৯০টাকা
  • ৪জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৪,৯৯০টাকা

আরো জানুনঃ

রিয়েলমি সি৩১ – Realme C31

১৩ হাজার টাকায় নতুন রিয়েলমি সি৩১ স্মার্টফোন এলো

রিয়েলমি সি৩১ সুন্দর দেখতে একটি বাজেট স্মার্টফোন। ১৩হাজার টাকার এই ফোনে পেয়ে যাচ্ছেন ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজের পাশাপাশি ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ। এছাড়া ৫০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে ফোনটিতে। 

রিয়েলমি সি৩১ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টাইগার টি৬১২ 
  • র‍্যামঃ ৪জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি৩১ এর দাম

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৪,৯৯৯টাকা

রিয়েলমি সি২৫ওয়াই – Realme C25Y

রিয়েলমি সি২৫ওয়াই – Realme C25Y

কম দামে যাদের বেশি মেগাপিক্সেলের ক্যামেরা চাই, তাদের জন্য রিয়েলমি সি২৫ওয়াই ফোনটি অসাধারণ পছন্দ হতে পারে। মাত্র ১৪হাজার টাকায় ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা প্রদান করছে ফোনটি। ক্যামেরা প্রেমীদের কাছে এই ফোনটির স্পেসিফিকেশন অবশ্যই পছন্দ হবে।

রিয়েলমি সি২৫ওয়াই স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টি৬১০
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প 

রিয়েলমি সি২৫ওয়াই এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৪,৪৯৯টাকা

রিয়েলমি ফোনের দাম – রিয়েলমি সি২৫এস

রিয়েলমি সি২৫এস - রিয়েলমি ফোনের দাম

রিয়েলমি সি২৫ এর আপডেটেড ভার্সন হলো রিয়েলমি সি২৫এস। এই ফোনটিতে পূর্ববর্তী মডেলের চেয়ে প্রধান পরিবর্তন থাকছে এর অধিক শক্তিশালী প্রসেসরের ক্ষেত্রে। রিয়েলমি সি২৫ এর হেলিও জি৭০ প্রসেসরের বদলে রিয়েলমি সি২৫এস এ রয়েছে হেলিও জি৮৫। এই প্রসেসরটি অধিক শক্তিশালী হওয়ার পাশাপাশি ফোনটির ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অনেক ব্যবহারকারীর পছন্দ হতে পারে বেশি স্টোরেজের কারণে। মধ্যম বাজেটের রিয়েলমি ফোনের দাম জানতে চাইলে এই মডেলটি দেখতে পারেন।

রিয়েলমি সি২৫এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

রিয়েলমি সি২৫এস ফোনের দাম

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৪,৪৯০টাকা
  • ৪জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৬,৪৯০টাকা

রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন এর দাম – Realme C15 Qualcom Edition Price in Bangladesh

রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন

স্ন্যাপড্রাগন প্রসেসর ও রিয়েলমির ফোন, দুইটিই যাদের পছন্দ তাদের জন্য রিয়েলমি সি১৫ একটি দারুণ পছন্দ হতে পারে। বাজেটের মধ্যে ব্যবহারের জন্য সকল প্রয়োজনীয় ফিচার এর দেখা মিলবে রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন ফোনটিতে।

রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি/১২৮জিবি 
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

আরো জানুনঃ রিয়েলমি সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য

রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১২,৯৯০টাকা
  • ৪জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৪,৪৯০টাকা

রিয়েলমি সি১৭ এর দাম – Realme C17 Price in Bangladesh

রিয়েলমি সি১৭ ফোনটি অনেকটা সাধারণ ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরী। রিয়েলমি সি১৭ ফোনটির স্পেসিফিকেশন অসাধারণ কিছু না হলেও দাম বিবেচনায় এই ফোনটি সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি পারফেক্ট ফোন বলা চলে। তবে গেমার কিংবা তরুণ সমাজের এই ফোনটি পছন্দ না হতে পারে। যারা বাজেটের মধ্যে সুন্দর দেখতে বেশি র‍্যাম ও স্টোরেজ আছে এমন ফোন খুঁজছেন, তাদের চাহিদা পূরণে সক্ষম রিয়েলমি সি১৭ ফোনটি।

রিয়েলমি সি১৭ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালম স্ন্যাপড্রাগন ৪৬০ 
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ  ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি১৭ এর দামঃ

  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৫,৪৯০টাকা

রিয়েলমি সি৩৫ – Realme C35

বাংলাদেশে এলো রিয়েলমি সি৩৫ - দাম, ফিচার ও স্পেসিফিকেশন জানুন

২০হাজার টাকার মধ্যে রিয়েলমি সি৩৫ ফোনটি অফার করছে ৬.৬ইঞ্চি ডিসপ্লে, ইউনিসক টি৬১৬ প্রসেসর এবং ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ। ফোনটিতে আরো পেয়ে যাবেন ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ।

রিয়েলমি সি৩৫ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক টাইগার টি৬১৬
  • র‍্যামঃ ৪জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি সি৩৫ এর দাম

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৬,৯৯০টাকা

রিয়েলমি ৬ এর দাম – Realme 6 Price in Bangladesh

রিয়েলমি ৬

রিয়েলমি ৫আই এর পর রিয়েলমি ৬ দেশের বাজারে আনে রিয়েলমি। বাজেটের মধ্যে অল-রাউন্ডার একটি ফোন হওয়ার দরুণ এই ফোনটিও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে দেশের বাজারে। ফোনটির অসাধারণ ডিজাইন ও ৯০হার্জ ডিসপ্লের পাশাপাশি এর শক্তিশালী প্রসেসর ফোনটিকে দেশী ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে দিয়েছে।

রিয়েলমি ৬ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯০টি
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪৩০০মিলিএম্প

আরও জানুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো ১০টি স্মার্টফোন

রিয়েলমি ফোনের দাম – রিয়েলমি

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২২,৯৯০টাকা

রিয়েলমি ৬আই এর দাম – Realme 6i Price in Bangladesh

রিয়েলমি ৬আই

রিয়েলমি ৫আই এর হাইপ যেতে না যেতেই রিয়েলমি ৬আই দেশের বাজারে ছাড়ে রিয়েলমি। যারা বাজেটের মধ্যে সুন্দর দেখতে অল-রাউন্ডার একটি ফোনের খোঁজে ছিলো, তাদের সফলভাবে পূর্ণ করায়, এই ফোনটিও বেশ ভালো বিক্রি হয় দেশের বাজারে।

রিয়েলমি ৬আই এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮০
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি ৬আই এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৬,৯৯০টাকা

রিয়েলমি ৭আই এর দাম – Realme 7i Price in Bangladesh

সাধারণ সব স্পেসিফিকেশন নিয়ে অসাধারণ এক ফোন হলো রিয়েলমি ৭আই। প্রায় প্রতিটি ক্ষেত্রেই একটি পারফেক্ট ফোন বলা চলে রিয়েলমি ৭আই’কে। শক্তিশালী প্রসেসরের সাথে ৮জিবি র‍্যামের কম্বিনেশনে রিয়েলমি ৭আই ফোনটি  ১৮হাজার টাকার মধ্য সেরা একটি ফোনে পরিণত হয়েছে।

রিয়েলমি ৭আই এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি ফোনের দাম – রিয়েলমি ৭আই

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৭,৯৯০টাকা

আরও জানুনঃ ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

রিয়েলমি ৭ প্রো এর দাম – Realme 7 Pro Price in Bangladesh

রিয়েলমি ৭ প্রো

আপনার বাজেট যদি হয় ৩০হাজার টাকার মধ্যে, তাহলে রিয়েলমি ৭ প্রো ফোনটি আপনাকে সব দিক দিয়েই সন্তুষ্ট করতে সক্ষম। ফোনটিতে শক্তিশালী প্রসেসরের সাথে অসাধারণ ক্যামেরা সেটাপ গেমার থেকে শুরু করে ক্যামেরাপ্রেমী পর্যন্ত, যে কোনো ধরনের ব্যবহারকারীর প্রয়োজন মেটাতে সক্ষম।

রিয়েলমি ৭ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি 
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ  ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

রিয়েলমি ফোনের দাম – রিয়েলমি ৭ প্রো

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৭,৯৯০টাকা

👉 রিয়েলমির সবচেয়ে কম দামি ফোন কোনটা? জানুন এখানে

রিয়েলমি ৮ এর দাম – Realme 8 Price in Bangladesh

রিয়েলমি ৮

রিয়েলমি নারজো ৩০ এর আপডেটেড ভার্সন বলা চলে রিয়েলমি ৮ ফোনটিকে। ফোনটির অসাধারণ ডিসপ্লে ও ক্যামেরা সেটাপ ২৩হাজার টাকার মধ্যে ফোনটিকে অনন্য একটি পছন্দে পরিণত করেছে।

রিয়েলমি ৮ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৫
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

আরো জানুনঃ ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

রিয়েলমি ৮ এর দামঃ

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২২,৯৯০টাকা

রিয়েলমি ৮ প্রো এর দাম – Realme 8 Pro Price in Bangladesh

রিয়েলমি মোবাইল দাম -  রিয়েলমি ৮ প্রো

রিয়েলমি ৮ প্রো এর প্রধান আকর্ষণ হলো এর ১০৮মেগাপিক্সেল ক্যামেরা সেটাপ। ফোনটির অসাধরণ ক্যামেরা সেটাপ যেকোনো ক্যামেরাপ্রেমীকেই ফোনটির দিকে আকৃষ্ট করতে সক্ষম। এছাড়াও রিয়েলমি ৮ প্রো এর শক্তিশালী প্রসেসরের জন্য পারফরম্যান্স ডিপার্টমেন্টে কোনো সমস্যা থাকছেনা। ৮জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর মিলিয়ে ১০৮মেগাপিক্সেল ক্যামেরার ফোন, রিয়েলমি ৮ প্রো এই বাজেটের অন্য ফোন থেকে এগিয়ে থাকবে।

রিয়েলমি ৮ প্রো এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি
  • মেইন ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪৫০০মিলিএম্প

রিয়েলমি ৮ প্রো এর দামঃ

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৭,৯৯০টাকা

রিয়েলমি ৮ ৫জি এর দাম – Realme 8 5G Price in Bangladesh

রিয়েলমি ৮ ৫জি - রিয়েলমি ফোনের দাম

২৫হাজার টাকার মধ্যে ৫জি সুবিধা প্রদানের মাধ্যমে অসাধারণ একটি স্মার্টফোন ডিল প্রদান করছে রিয়েলমি ৮ এর ৫জি এডিশন। ফোনটিতে থাকা মিডিয়াটেক এর নতুন প্রসেসর, ডাইমেনসিটি ৭০০ প্রসেসরের কারণে ফোনটিতে ৫জি সুবিধা রয়েছে। যারা বাজেটের মধ্যে ৫জি সুবিধাযুক্ত ডিভাইস খুঁজছেন, তাদের জন্য রিয়েলমি ৮ ৫জি একটি দারুণ পছন্দ হতে পারে।

রিয়েলমি ৮ ৫জি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

আরও জানুনঃ বিশ্বের সেরা স্মার্টফোন

রিয়েলমি ফোনের দাম – রিয়েলমি ৮ ৫জি

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৪,৯৯০টাকা

রিয়েলমি ৯ – Realme 9

রিয়েলমি ৯ ফোনটিতে রয়েছে মাথানষ্ট ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ, তবে ফোনটিতে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের কারণে ফোনটি অনেকের অপছন্দ হবে। তবে ঠিকই ৮জিবি ও ১২৮জিবি স্টোরেজ পাচ্ছেন ফোনটিতে যা ভালো বিষয়। এছাড়া এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টও পেয়ে যাবেন।

রিয়েলমি ৯ ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৪ ইঞ্চি
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৬৮০ 
  • র‍্যামঃ ৮জিবি 
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি ৯ এর দাম

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ২৬,৯৯৯টাকা

রিয়েলমি ৯আই এর দাম – Realme 9i Price in Bangladesh

রিয়েলমি ৯আই

রিয়েলমি ৯আই ফোনটি ২০হাজার টাকার মধ্যে রিয়েলমি’র তরফ থেকে সেরা একটি ফোন বলা চলে। ফোনটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের পাশাপাশি ৫০মেগাপিক্সেলের ট্রিপল ব্যাক ক্যামেরা সেটাপ রয়েছে। এছাড়াও ফোনটির ৬.৬ইঞ্চির ডিসপ্লে ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে যা একটি অনন্য সংযোজন।

রিয়েলমি ৯আই এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি + ৯০হার্জ রিফ্রেশ রেট
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
  • র‍্যামঃ ৪জিবি / ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি ৯আই এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৭,৪৯০টাকা
  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৯,৯৯৯টাকা

রিয়েলমি নারজো ৫০আই – Realme Narzo 50i

রিয়েলমি নারজো ৫০আই – Realme Narzo 50i

১১হাজার টাকার ডিভাইস, রিয়েলমি নারজো ৫০আই ফোনটি দিয়ে বাজিমাত করে দিয়েছে রিয়েলমি। সর্বনিম্ন দামে ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ এই ফোনটিকে সাধারণ ব্যবহারের জন্য অসাধারণ একটি ফোনে পরিণত করেছে।

রিয়েলমি নারজো ৫০আই এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক এসসি৯৮৬৩এ 
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি নারজো ৫০আই এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১২,৪৯০টাকা

রিয়েলমি নারজো ২০ এর দাম – Realme Narzo 20 Price in Bangladesh

রিয়েলমি ফোনের দাম - রিয়েলমি নারজো ২০

দেশের বাজারে নারজো সিরিজের প্রথম ফোন, রিয়েলমি নারজো ২০ আনে রিয়েলমি। ফোনটি বাজারে আসার কিছুদিনের মধ্যেই দেশের বাজেট গেমারদের পছন্দের ফোনে পরিণত হয় রিয়েলমি নারজো ২০ ফোনটি। বাজেটের মধ্যে ভালো প্রসেসর ও ৪৮মেগাপিক্সেল ক্যামেরা প্রদানের মাধ্যমে ফোনটি দেশের তরুণ ক্রেতাদের মনে জায়গা করে নেয় সহজেই।

রিয়েলমি নারজো ২০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি 
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

রিয়েলমি নারজো ২০ এর দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১৩,৯৯০টাকা

আরো জানুনঃ সেরা ক্যামেরা ফোন

রিয়েলমি নারজো ৩০এ এর দাম – Realme Narzo 30A Price in Bangladesh

রিয়েলমি নারজো ৩০এ - রিয়েলমি ফোনের দাম
রিয়েলমি নারজো ৩০এ

রিয়েলমি নারজো ৩০এ ফোনটি দেশের বাজেট গেমারদের পছন্দের একটি ফোন। ফোনটিতে থাকা হেলিও জি৮৫ প্রসেসরের কল্যাণে ফোনটিতে অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। আবার ফোনটির ৬০০০মিলিএম্প এর ব্যাটারির কারণে লম্বা সময় ধরে গেমিং করা যায়।

রিয়েলমি নারজো ৩০এ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প

রিয়েলমি নারজো ৩০এ ফোনের দামঃ

  • ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজঃ ১২,৯৯০টাকা

রিয়েলমি ফোনের দাম – রিয়েলমি নারজো ৩০

রিয়েলমি নারজো ৩০

বাংলাদেশের বাজারে সম্প্রতি রিয়েলমি নারজো ৩০ ডিভাইসটি অফিসিয়ালি নিয়ে আসে রিয়েলমি। দেশের বাজারে কোনো ফোনে সবচেয়ে কম দামে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর থাকায় এই ফোনটিও গ্রাহকের মনে জায়গা করে নেয় অনেক সহজেই। মূলত গেমারদের কথা মাথায় রেখে তৈরী ফোনটির অসাধারণ পারফরম্যান্স ফোনটির প্রধান সেলিং পয়েন্ট।

রিয়েলমি নারজো ৩০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৫
  • মেইন ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৬জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

আরো জানুনঃ ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন

রিয়েলমি নারজো ৩০ এর দামঃ

  • ৬জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ১৯,৯৯০টাকা

রিয়েলমি নারজো ৫০ – Realme Narzo 50

রিয়েলমি নারজো সিরিজের ফোনগুলো গেমারদের কথা চিন্তা করে তৈরি, যার অন্যতম প্রমাণ রিয়েলমি নারজো ৫০ ফোনটি। ১২০হার্জ রিফ্রেশ রেট, শক্তিশালী প্রসেসর ও ফাস্ট চার্জিং এর এই ফোনটি বাজেট গেমারদের নতুন পছন্দ হতে যাচ্ছে।

রিয়েলমি নারজো ৫০ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি + ১২০হার্জ রিফ্রেশ রেট
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৯৬
  • র‍্যামঃ  ৪জিবি / ৬জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি / ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি নারজো ৫০ এর দামঃ ১৭,৯৯৯টাকা

রিয়েলমি জিটি মাস্টার এডিশন এর দাম – Realme GT Master Edition  Price in Bangladesh

Realme GT Master Edition

কম দামের মধ্যে অসাধারণ সব স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোনের মাধ্যমে প্রতিযোগিতায় সবসময় এগিয়ে থাকে রিয়েলমি। এরই ধারাবাহিকতায় প্রায় ৩৪হাজার টাকা দামের ফোন রিয়েলমি জিটি মাস্টার এডিশন দেশের বাজারে আনে রিয়েলমি।

রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনটিকে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে ছোটোখাটো একটি ফ্ল্যাগশিপ ফোন বলা চলে। ফোনটিতে রয়েছে ৫জি সুবিধা। পাশাপাশি রয়েছে ৬৫ওয়াট ফার্স্ট চার্জার যা মাত্র ৩৩মিনিটে ফোনটিকে ফুল চার্জ করতে সক্ষম। এছাড়াও ১২০হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লেতে থাকা ফিংগারপ্রিন্ট সেন্সর ফোনটির শোভা বাড়িয়ে দিয়েছে।

আরো জানুনঃ পোকো মোবাইলের দাম

রিয়েলমি জিটি মাস্টার এডিশন এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৪৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
  • মেইন ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল থ্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ  ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৪৩০০মিলিএম্প

রিয়েলমি জিটি মাস্টার এডিশন এর দামঃ

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৩৪,৯৯০টাকা

রিয়েলমি জিটি নিও ২ – Realme GT Neo 2

রিয়েলমি জিটি নিও ২ – Realme GT NEO 2

দেশের বাজারে ইতিমধ্যে ৫জি ফোনের আনাগোনা শুরু হয়ে গিয়েছে, যার ধারাবাহিকতাউ রিয়েলমি জিটি নিও ২ ফোনটি দেশের বাজারে আনে রিয়েলমি। শক্তিশালী প্রসেসর ও ৫জি কানেকটিভিটির ফোনটি ৪০হাজার টাকার বাজেট রেঞ্জের মধ্যে সেরা একটি ফোন বলা চলে।

রিয়েলমি জিটি নিও ২ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৬২ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ৫জি
  • ব্যাক ক্যামেরাঃ ৬৪মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • র‍্যামঃ ৮জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

রিয়েলমি জিটি নিও ২ এর দামঃ

  • ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজঃ ৪২,৯৯০টাকা

আপনার পছন্দের রিয়েলমি ফোন কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *