আবারও ফেসবুক ডাউন!

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের সাথে দিনে দিনে ‘সার্ভার এরর’ বা ‘প্রবলেম’ শব্দটি যেন অতি পরিচিত হয়ে উঠছে। গতকাল পহেলা আগস্ট বাংলাদেশ সময় রাত দশটার দিকে হঠাত করেই ফেসবুক লোড নিচ্ছিলনা। ফেসবুকে লগইন করতে গেলেই এরর মেসেজ দেখাচ্ছিল। এতে লেখাঃ ‘সরি, সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিজ ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান।’

ফেসবুক কর্মকর্তারা একাধিকবার এই আউটেজের কথা স্বীকার করেছেন। কোনও কোনও ব্যবহারকারী অবশ্য অভিযোগ করেছেন যে, ঐসময় ফেসবুকের মালিকানাধীন ফটো শেয়ারিং সেবা ইনস্টাগ্রামও সাময়িকভাবে ডাউন ছিল।

যাইহোক, বর্তমানে ফেসবুক ও ইনস্টাগ্রাম সেবা স্বাভাবিকভাবেই চলছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *