গ্যালাক্সি সিরিজের লেটেস্ট ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন গ্যালাক্সি এস৫ এর ‘মিনি ভার্সন’ লঞ্চ করল স্যামসাং। গ্যালাক্সি এস৫ মিনি হ্যান্ডসেটে থাকছে ৪.৫ ইঞ্চি (৭২০ x ১২৮০পি) স্ক্রিন, যা গ্যালাক্সি এস৪ মিনির ৪.৩ ইঞ্চি ডিসপ্লের চেয়ে কিছুটা বড়। নতুন গ্যালাক্সি স্মার্টফোনটি দেখতে জিএস৫ এর মতই।
তবে যেহেতু এটি একটি ‘মিনি’ হ্যান্ডসেট, তাই এতে মূল গ্যালাক্সি এস ফাইভ এর চেয়ে কিছুটা কম স্পেসিফিকেশন পাওয়া যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস৫ মিনি’তে পাবেন ৪.৫ ইঞ্চি স্ক্রিন, ১.৪ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ওএস, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, আল্ট্রা পাওয়ার সেভিং মুড, এস হেলথ, প্রাইভেট/কিডস মুড, ওয়াইফাই, এনএফসি, এলটিই, ব্লুটুথ ৪, জিপিএস, ইনফ্রারেড রিমোট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হার্ট রেট সেন্সর, ১.৫জিবি র্যাম, ১৬জিবি ইন্টারনাল মেমোরি, মাইক্রোএসডি কার্ড স্লট (৬৪জিবি সাপোর্ট), ২১০০ এমএএইচ ব্যাটারি প্রভৃতি।
সাদা, কালো, নীল ও সোনালী রঙে গ্যালাক্সি এস ৫ এর মিনি ভার্সন জুলাইয়ের প্রথম দিকে রাশিয়ার বাজারে আসবে। এরপর তা আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে। তবে ডিভাইসটির মূল্য কত হবে তা জানায়নি স্যামসাং।