স্মার্টফোনে কোন অ্যাপ বেশি ব্যাটারি খরচ করছে জানার উপায়

বর্তমান সময়ে স্মার্টফোনের ক্ষেত্রে অধিকতর ব্যাটারি লাইফ এর গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। আপনার ফোনের ব্যাটারি যদি দ্রুত শেষ হয়ে যায় তাহলে আপনার কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহার করছে সেটি জানার মাধ্যমে আপনি আপনার ফোনে অ্যাপ গুলো সঠিকভাবে ব্যবহার করে ব্যাটারি লাইফ বৃদ্ধি করতে পারবেন।

চলুন আজকের এই আর্টিকেলে আপনার ফোনে কোন অ্যাপ বেশি ব্যাটারি ব্যবহার করছে সেটি জানার নিয়ম বিস্তারিত জেনে নেওয়া যাক।

কোন অ্যাপ কত ব্যাটারি ব্যবহার করছে তা জানার উপায়

আপনি আপনার ফোনের ব্যাটারি সেটিংস এ গিয়ে দেখতে পারবেন কোন অ্যাপ আপনার ফোনে বেশি ব্যাটারি খরচ করছে। সেখান থেকে জানা যাবে লাস্ট চার্জ দেওয়ার পর থেকে অথবা নির্দিষ্ট সময়কালে কোন অ্যাপ কতটুকু ব্যাটারি খরচ করেছে।

এছাড়া সেখানে ব্যাটারি ব্যবহার অপটিমাইজ করারও উপায় উল্লেখিত পেতে পারেন। কিছু কিছু অ্যান্ড্রয়েড মোবাইলে কোন অ্যাপ দিয়ে গত ২৪ ঘন্টা অথবা গত সপ্তাহে কতটুকু ব্যাটারি খরচ করা হয়েছে সে সম্পর্কেও জানা যায়। ব্যাটারি খরচ জানার উপায়- 

  • সেটিংস এ যান। 
  • এখানে নিচে থাকা ব্যাটারি অপশন এ যান। কিছু কিছু আলাদা স্মার্টফোন মডেলে ব্যাটারি এন্ড ডিভাইস ইউজ অথবা ব্যাটারি ইউজ নামেও এই অপশন টি থাকতে পারে।
  • ব্যাটারি তে ট্যাপ করুন।
  • এখানে আপনি আপনার ব্যাটারি খরচের তালিকা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। 

মনে রাখবেন, এন্ড্রয়েড ফোন এবং আইফোন উভয়েই সেটিংসে ব্যাটারি অপশন পাবেন। সেটি ওপেন করে আপনার কোন অ্যাপ কতটুকু ব্যাটারি খরচ করছে তা জানা যাবে। আপনার যদি কোনো অ্যাপ অতিরিক্ত পরিমাণ ব্যাটারি খরচ করে তাহলে সবচেয়ে ভালো উপায় হলো ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ব্যবহার বন্ধ করে রাখা। এটি করার উপায়- 

Smartphone app battery usage

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • সেটিংস এর মধ্যে অ্যাপস সেকশনে যান। 
  • যেই অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড ব্যাটারি ব্যবহার বন্ধ করতে চান সেটি খুঁজে বের করে ট্যাপ করুন। 
  • ব্যাটারি পর্যন্ত স্ক্রল করুন।
  • এখানে থাকা অপশন গুলোর মধ্যে রেস্ট্রিক্টেড অপশন তিনি নির্বাচিত করুন।

তবে খেয়াল রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ব্যবহার বন্ধ করে ফেললে অ্যাপটি আগের মতো কাজ নাও করতে পারে। যেমন আপনি হয়তো দেখতে পাবেন যে অ্যাপের নোটিফিকেশন আসতে দেরি হচ্ছে। আপনি যদি অ্যাপের ব্যাকগ্রাউন্ড এর ব্যবহার বন্ধ করে দেন এবং তারপরেও যদি অ্যাপটি অতিরিক্ত ব্যাটারি খরচ করছে তাহলে সেই অ্যাপকে জোরপূর্বক বন্ধ করে দিতে হবে। এটা মূলত এন্ড্রয়েডের অপশন। এটি করার নিয়ম –

  • সেটিংস এর মধ্যে অ্যাপস অপশনে যান।
  • যেই অ্যাপটি অতিরিক্ত ব্যাটারি খরচ করছে সেটি নির্বাচিত করুন। 
  • এখানে থাকা সকল অপশন গুলোর মধ্যে ফোর্স স্টপ অপশনটি নির্বাচিত করে জোরপূর্বক অ্যাপটি বন্ধ করুন। 
  • এতেও কাজ না হলে অ্যাপটি রিমুভ করে ফেলতে পারেন। অবশ্য অনেক সময় অ্যাপ আপডেট করলেও এ ধরনের সমস্যা সমাধান হয়ে যায়। 👉 ফোনের ব্যাটারি কখন পরিবর্তন করা উচিত জেনে নিন

মোবাইল ফোনের ব্যাটারি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের একটি হয়ে দাঁড়িয়েছে। তাই এর সঠিক ব্যবহার আমাদের জীবনকে আরো স্বাচ্ছন্দময় করে তুলবে। মোবাইল ফোনের ব্যাটারি সম্পর্কে তো আমাদের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন! 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *