৫ লক্ষ টাকার পুরস্কার দিচ্ছে বিডিঅ্যাপস হ্যাকাথন

বিডিঅ্যাপস ঘোষণা করলো ন্যাশনাল হ্যাকাথন ২০২২, যা দেশের সবচেয়ে বড় মোবাইল অ্যাপ হ্যাকাথন। অংশগ্রহণকারীগণ তাদের আইডিয়া / প্রোটোটাইপ / এমভিপি বা সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করে জিতে নিতে পারেন মোট ৫ লক্ষ টাকার পুরস্কার। এই পোস্টে ন্যাশনাল হ্যাকাথন ২০২২ সম্পর্কে বিস্তারিত জানবেন। 

ন্যাশনাল হ্যাকাথন ২০২২ কি?

বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন হলো লোকাল ডেভলপারদের তৈরী ইনোভেটিভ ও কাজের অ্যাপ খুঁজে বের করে তা লঞ্চ ও প্রোমোট করার উদ্দেশ্যে তৈরী একটি প্ল্যাটফর্ম। বিডিঅ্যাপস হচ্ছে মোবাইল অপারেটর রবির একটি উদ্যোগ। এটি একটি অ্যাপ স্টোর যেখান থেকে বিভিন্ন মোবাইল অ্যাপ ডাউনলোড করা যায়।

বিডিঅ্যাপস আয়োজিত এই হ্যাকাথনে অংশগ্রহণকারীগণ ২-৪ জনের টিম তৈরী করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে তারা নিজের অ্যাপের আইডিয়া ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সামনে উপস্থাপন করতে পারবেন। বিজয়ী টিমগুলো পাবে আর্থিক সহায়তা, কার্যকরী দিকনির্দেশনা ও তাদের অ্যাপ দেশে-বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় টুল। মূলত পরবর্তী ভাইরাল অ্যাপ তৈরীর সুযোগ করে দিচ্ছে বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন।

ইতিমধ্যে ন্যাশনাল হ্যাকাথন ২০২২ এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। জুলাই মাসের ৩১ তারিখের মধ্যে হ্যাকাথনে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ এর পাশাপাশি রবি, ব্যাসিস, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর মত অনেক প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় যুক্ত রয়েছে। আপনি যদি অ্যাপ তৈরি করেন বা আপনার কাছে একটি অসাধারণ আইডিয়া থাকে, তবে তা বাস্তবায়ন করার আল্টিমেট সুযোগ হলো এই ন্যাশনাল হ্যাকাথন ২০২২।

প্রাইজ মানি ও সুবিধা

মোট ১০টি দলের মধ্যে ৫ লক্ষ টাকা প্রাইজ মানি বা পুরস্কার হিসেবে প্রদান করা হবে। র‍্যাংক অনুসারে দলগুলোকে প্রাইজ মানি প্রদান করা হবে। ন্যাশনাল হ্যাকাথন ২০২২ এর প্রাইজ মানি নিম্নরুপঃ

  • ১ম স্থান অবস্থানকারী – ২লক্ষ টাকা
  • ১ম রানার আপ – ১লক্ষ ২৫হাজার টাকা
  • ২য় রানার আপ – ৭৫,০০০টাকা
  • ৪র্থ স্থান অবস্থানকারী – ৩০,০০০টাকা
  • ৫ম স্থান অধিকারী – ২০,০০০টাকা
  • ৬ষ্ঠ স্থান অধিকারী – ১০,০০০টাকা
  • ৭ম স্থান অধিকারী – ১০,০০০টাকা
  • ৮ম স্থান অধিকারী – ১০,০০০টাকা
  • ৯ম স্থান অধিকারী – ১০,০০০টাকা
  • ১০ম স্থান অধিকারী – ১০,০০০টাকা

ন্যাশনাল হ্যাকাথন ২০২২ এর উদ্দেশ্য যেহেতু লোকাল ডেভলপারদের একটি প্ল্যাটফর্ম প্রদান করা, তাই শুধুমাত্র প্রাইজ মানিতেই শেষ নয় এই প্রোগ্রামের পরিধি। বিজয়ী দলগুলো ভবিষ্যতে যাতে তাদের কাজ ঠিকমত বজায় রাখতে পারে সেই উদ্দেশ্যে কিছু এক্সক্লুসিভ সুবিধা পাবে বিজয়ী দলগুলো। বিজয়ী দলগুলো নিন্মোক্ত সুবিধাগুলা পাবে –

  • ইন্ডাস্ট্রি প্রফেশনাল ও এক্সপার্ট দ্বারা ৫ মাস ব্যাপী গ্রুমিং ও ট্রেনিং সেশন
  • দেশের সবচেয়ে বড় ডেভলপার কমিউনিটি এর সাথে নেটওয়ার্কিং এর সুযোগ
  • অ্যাপের উপর ভিত্তি করে ব্যবসা গড়ে তোলার প্রয়োজনীয় সরঞ্জাম
  • দেশের এডমিনিস্ট্রিটিভ ও বিজনেস লিডারদের সামনে জাতীয় পর্যায়ের এক্সপোজার
৫ লক্ষ টাকার পুরস্কার দিচ্ছে বিডিঅ্যাপস হ্যাকাথন

ন্যাশনাল হ্যাকাথন এর ধাপসমূহ

বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। চলুন জেনে নেওয়া যাক বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন ২০২২ এর ধাপগুলো সম্পর্কে বিস্তারিত।

  • অনলাইন রেজিস্ট্রেশন (২২জুন – ৩১জুলাই) – এই ধাপে আগ্রহী অংশগ্রহণকারীগণ নিজেদের টিম নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে ও অনলাইন ফর্ম এর মাধ্যমে তাদের আইডিয়া সাবমিট করতে পারবে
  • রিজিওনাল রাউন্ড (১আগস্ট – ২সেপ্টেম্বর) – বাছাইকৃত দলগুলো রিজিওনাল রাউন্ডে নিজেদের আইডিয়া / প্রোডাক্ট উপস্থাপন করবে ও সেরা ৫টি দল রিজিওনাল চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হবে
  • অনলাইন রাউন্ড (৩সেপ্টেম্বর – ২৪সেপ্টেম্বর) – রিজিওনাল রাউন্ডের বিজয়ীগণ মাসব্যাপী ট্রেইনিং ও এসেসমেন্ট সেশনে অংশগ্রহণ করবে, এবং তাদের আইডিয়া থেকে minimum viable product (MVP) তৈরী করবে বা ইতিমধ্যে থাকা আইডিয়াকে আরো উন্নত করবে
  • ন্যাশনাল রাউন্ড (৩০সেপ্টেম্বর – ০১অক্টোবর) – সকল রিজিওনাল চ্যাম্পিয়ন এই রাউন্ডে “National Champion” এর খেতাব অর্জনের লড়াইয়ে অংশগ্রহণ করবে
  • হ্যান্ড হোল্ডিং প্রোগ্রাম (অক্টোবর – ডিসেম্বর) – সেরা ১০টি দলকে ৫মাসব্যাপী ট্রেনিং ও মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রোডাক্ট বাস্তবায়নে সাহায্য করা হবে, এবং উল্লেখিত সুবিধাসমূহ প্রদান করা হবে

রিজিওনাল রাউন্ড এর তারিখ ও স্থান নিচের টেবিলে দেওয়া হলো।

রিজিওনতারিখস্থান
রাজশাহী ও রংপুরআগস্ট ৫রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঢাকা ও ময়মনসিংআগস্ট ১৩ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি
চট্টগ্রামআগস্ট ২০চিটাগং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
সিলেটআগস্ট ২৭শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা ও বরিশালসেপ্টেম্বর ৩খুলনা বিশ্ববিদ্যালয়

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

👉 মোবাইল ব্যাংকিংয়ে অটো টাকা কাটা বন্ধ করার নিয়ম

শর্ত ও নিয়মাবলী

এবার চলুন জেনে নেওয়া যাক বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন ২০২২ এর শর্ত ও নিয়মাবলী সম্পর্কে।

  • এই প্রতিযোগিতা দেশের যেকোনো বয়স, ধর্ম ও শিক্ষাগত যোগ্যতার নাগরিকের জন্য উন্মুক্ত
  • অংশগ্রহণকারীদের কমপক্ষে ২ ও সর্বোচ্চ ৪জন এর দল গঠন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে
  • নিজেদের ভ্রমণ ও থাকার খরচ নিজেদের বহন করতে হবে
  • আবেদন করলে হোস্ট ডিস্ট্রিক্টের বাইরে থেকে আসা দলের জন্য ট্রাভেল ইনসেনটিভ প্রদান করা হবে
  • রিজিওনাল রাউন্ডের ক্ষেত্রে নির্দিষ্ট ভেন্যুতে দলের সকল মেম্বার উপস্থিত থাকতে হবে
  • একট দলে সর্বোচ্চ ৪জন ও সর্বনিম্ন ২জন অংশগ্রহণ করতে পারবে
  • দলের মেম্বারগন যেকোনো ব্যাকগ্রাউন্ড / শিক্ষা প্রতিষ্ঠান / প্রতিষ্ঠান থেকে অংশ করতে পারবেন
  • রেজিস্ট্রেশন করার সময় সম্পূর্ণ সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক
  • রেজিস্ট্রেশন করতে কোনো ধরনের অর্থ প্রদান করতে হবেনা, অর্থাৎ বিনামূল্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে
  • একটি দল তাদের আইডিয়া / প্রোটোটাইপ / এমভিপি বা সম্পূর্ণ প্রোডাক্ট এর মাধ্যমে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে
  • তৈরী করা অ্যাপ যেকোনো ধরনের হতে পারে, এতে কোনো সমস্যা নেই
  • সম্ভাব্যতা, অরিজিনালিটিই, সম্ভাব্য ব্যবহারকারীর ভিত্তি, পরিকল্পনার গুণমান এর উপর ভিত্তি করে দলগুলোকে বিচার করা হবে
  • ন্যাশনাল রাউন্ডে দলগুলো নির্দিষ্ট ভেন্যুতে ২৮ঘন্টা দীর্ঘ হ্যাকাথনে অংশগ্রহণ করবে। এই রাউন্ডে নির্দিষ্ট ভেন্যুতে রাতে অবস্থান করতে হবে। দলের সকল মেম্বারকে উক্ত স্থানে অবস্থান করতে হবে। প্রয়োজনীয় খাদ্য ও নিরাপত্তা অংশগ্রহণকারীদের জন্য ব্যবস্থা করা হবে
  • ফাইনাইল রাউন্ড দুইটি সেগমেন্টে ভাগ করা হবে। প্রথম রাউন্ডে অ্যাপের উপর ভিত্তি করে বিচার করা হবে ও পরবর্তী রাউন্ডে অ্যাপ কতটা সম্ভাবনাময় সে বিষয়ের উপর বিচার করা হবে
  • বিজয়ী দলগুলোর প্রাইজমানি মাইলস্টোন অর্জন করার উপর ভিত্তি করে ধাপে ধাপে প্রদান করা হবে
  • ন্যাশনাল হ্যাকাথন ২০২২ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রদত্ত সকল শর্ত ও নিয়ামবলী মেনে চলা বাধ্যতামূলক

👉 হ্যাকাথনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। আরও তথ্য পাবেন এখানে

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,568 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *