কিস্তিতে ফোন কেনার উপায়

বাংলাদেশে ইএমআই / EMI বা কিস্তিতে ফোন কেনার অনেক উপায় রয়েছে। অনেক অনলাইন ও অফলাইন শপ কিস্তিতে ফোন কেনার সুবিধা প্রদান করে থাকে। এই পোস্টে কিস্তিতে মোবাইল কেনার একাধিক উপায় সম্পর্কে জানবেন।

গ্রামীণফোন থেকে কিস্তিতে মোবাইল কিনুন

গ্রামীণফোন অনলাইন শপ থেকে ইএমআই এর মাধ্যমে বা কিস্তিতে মোবাইল কেনার সুযোগ রয়েছে। গ্রামীণফোন অনলাইন শপে প্রবেশ করলে অনেক মোবাইল দেখতে পাবেন যা অনলাইনে কেনা যাবে। EMI Only ফিল্টার চালু করে দিলে ইএমআই দ্বারা বা কিস্তিতে কেনা যাবে যেসব ফোন সেগুলো দেখতে পাবেন।

গ্রামীণফোন শপ থেকে শুধুমাত্র গ্রামীণফোন সিম ব্যবহারকারীগণ কিস্তিতে ফোন কিনতে পারবে। ৩মাস থেকে শুরু করে ৩৬মাস পর্যন্ত কিস্তিতে গ্রামীণফোন শপ থেকে ফোন কেনা যাবে। উল্লেখ্য যে ইএমআই বা কিস্তি চলাকালীন সময়ে উক্ত গ্রামীণফোন সিম সচল রাখা বাধ্যতামূলক।

গ্রামীণফোন শপ থেকে ইএমআই বা কিস্তিতে কিনতে চান এমন ফোন সিলেক্ট করুন ও এরপর Available EMI offer এর পাশে থাকা ইনফো আইকনে ক্লিক করলে উক্ত প্রোডাক্টের ইএমআই বা কিস্তি সম্পর্কে সকল তথ্য দেখতে পাবেন। এখানে কোন কোন ব্যাংক উক্ত ফোনের জন্য কিস্তি প্রদান করবে ও টাকা কার্ডে কাটা হবে নাকি অন্য উপায়ে সে সম্পর্কে জানা যাবে। 

রবিশপ থেকে কিস্তিতে মোবাইল কেনার নিয়ম

মোবাইল এর পাশাপাশি আরো অনেক ধরনের পণ্য কিস্তিতে কেনার সুবিধা প্রদান করছে রবিশপ। অনলাইন শপিং প্ল্যাটফর্মটির যেসব পণ্যে ইএমআই বা কিস্তি প্রযোজ্য, সেগুলোর উপর আলাদা লেবেল দেখতে পাবেন।

রবিশপ থেকে কিস্তিতে কোনো প্রোডাক্ট কিনতে প্রথমে উক্ত প্রডাক্টের জন্য Add to cart অপশন সিলেক্ট করে, তারপর Proceed অপশনে ক্লিক করে অর্ডার নিশ্চিত করুন। এবার Payment Method অপশনে Pay in EMI সিলেক্ট করুন। প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করুন ও এরপর খুব সহজে রবিশপ থেকে পেয়ে যাবেন কিস্তিতে ফোন বা অন্য যেকোনো প্রোডাক্ট কেনার সুবিধা। এছাড়া অনেক পণ্যের পেজে প্রবেশ করে EMI Details অপশনে ক্লিক করলেও কিস্তির তথ্য পেয়ে যাবেন।

রবিশপ থেকে কিনতে পারবেন মোবাইল ছাড়াও আরো অনেক ধরনের প্রোডাক্ট। ৩মাস থেকে ৩৬মাসের কিস্তিতে বিভিন্ন পণ্য কেনা যাবে সরাসরি রবিশপ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।

দারাজ থেকে কিস্তিতে মোবাইল কিভাবে কিনবেন?

সর্বোচ্চ ১২মাসের কিস্তিতে এবং/অথবা কোনো ধরনের সুদ ছাড়াই সকল ব্র‍্যান্ডের স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে দারাজ। ৩মাস থেকে শুরু করে মোট ১২মাসের কিস্তিতে দারাজ থেকে মোবাইল কিনতে পারবেন নির্দিষ্ট ব্যাংকের গ্রাহকগণ।

দারাজ থেকে যেসব ব্যাংকের গ্রাহক কিস্তিতে মোবাইল কিনতে পারবেন, সেসন ব্যাংক হলোঃ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, লংকাবাংলা ফাইনান্স ও ব্র‍্যাক ব্যাংক। কিস্তিতে দারাজ থেকে মোবাইল নিতে চাইলে পেমেন্ট মেথড Installment সিলেক্ট করতে হবে। এরপর ব্যাংক ও কিস্তির মেয়াদ সিলেক্ট করে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য প্রদান করে কিস্তিতে প্রোডাক্ট নিতে পারেন। প্রোডাক্ট হাতে পেতে কিস্তির প্রথম টাকা ও ডেলিভারি চার্জ প্রদান করতে হবে। 

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

কিস্তিতে ফোন কেনার উপায়

👉 শাওমি মোবাইল এর দাম জানুন

👉 ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন

👉 ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন

👉 ২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

👉 ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন

ওয়ালটন মোবাইল কিনুন কিস্তিতে

দেশি ব্র‍্যান্ড, ওয়ালটন রেখেছে ইএমআই বা কিস্তিতে মোবাইল কেনার সুবিধা। অনলাইন প্ল্যাটফর্ম, ওয়ালটন প্লাজা থেকে ক্রেডিট কার্ড দ্বারা ইএমআই বা কিস্তিতে ফোন কেনা যাবে। এছাড়া ওয়ালটন ব্র‍্যান্ড আউটলেটেও কিস্তিতে ফোন কেনার সুব্যবস্থা রয়েছে।

মোবাইলসহ ১০হাজার টাকার চেয়ে দামি প্রায় যেকোনো ধরনের প্রোডাক্ট ইএমআই বা কিস্তির মাধ্যমে কেনা যাবে ওয়ালটন এর ওয়েবসাইট থেকে। পছন্দের পণ্য সিলেক্ট করে Buy Online বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে কিস্তিতে ফোন কেনা যাবে। 

প্রয়োজনীয় তথ্য প্রদানের পর প্রথমে Add to Cart ও এরপর Checkout অপশনে ক্লিক করতে হবে। এবার ওয়ালটন ইপ্লাজা একাউন্টে লগিন করে ডেলিভারি এড্রেস ও ডেলিভারির পদ্ধতি সিলেক্ট করতে হবে। প্রয়োজনীয় তথ্য প্রদান করে “EMI Payment” সিলেক্ট করুন ও ব্যাংকের নাম সিলেক্ট করে এগিয়ে যান।

এবার আপনার অর্ডার কনফার্ম করুন। ওয়ালটন এর প্রোডাক্ট কিস্তিতে নেওয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কল করতে পারেন 16267 বা 09612316267 নাম্বারে।

উল্লেখিত সকল অনলাইন শপ থেকে কিস্তিতে মোবাইল কেনা যাবে। এছাড়া দেশী অনেক থার্ড পার্টি সেলার ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই বা কিস্তিতে ফোন নেওয়ার সুবিধা প্রদান করে থাকে। উল্লেখিত যেকোনো অনলাইন প্ল্যাটফর্ম বা বিশ্বস্ত যেকোনো অফলাইন প্ল্যাটফর্ম থেকে কিস্তিতে কিনে ফেলতে পারেন আপনার পছন্দের ফোনটি।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

3 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *