ব্র‍্যাক ব্যাংকে কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার উপায়

স্মার্ট ব্যাংকিং এর জন্য ব্র‍্যাক ব্যাংকে একাউন্টধারীরা আস্থা অ্যাপ ব্যবহার করে থাকেন। এই অ্যাপ ব্যবহার করার মাধ্যমে খুব সহজে এবং যেকোনো সময় দ্রুত উপায়ে নিরাপদে টাকা লেনদেন করা সম্ভব। পৃথিবীর যেকোনো জায়গা থেকেই এই অ্যাপ ব্যবহার করা সম্ভব। 

সম্প্রতি ব্র‍্যাক ব্যাংক তাদের আস্থা অ্যাপ এর মাধ্যমে কোনো প্রকার এটিএম কার্ড ছাড়া যেকোনো ব্র‍্যাক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার সুবিধা নিয়ে এসেছে।

অনেক সময় আমরা বাইরে গেলে হঠাত টাকার দরকার হয়। তখন হয়ত আমাদের ডেবিট কার্ড বা ব্যাংকের এটিএম কার্ড সাথে থাকেনা। কিন্তু নিজের স্মার্টফোন ঠিকই সাথে থাকে। আবার অন্যকে টাকা দিতে গেলে সরাসরি কার্ড না দিয়ে বিকল্প ব্যবস্থার খোঁজ করেন অনেকেই। সেসব মুহুর্তে ব্র্যাক ব্যাংকের কার্ড বিহীন আস্থা ক্যাশ আউট বেশ উপকারে আসবে।

ব্র‍্যাক ব্যাংকের আস্থা অ্যাপ ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলার উপায়-

  • প্রথমে আপনার ব্র্যাক ব্যাংক আস্থা অ্যাপে লগইন করুন
  • ট্র্যান্সফার ট্যাব থেকে আস্থা ক্যাশআউট সিলেক্ট করুন
  • সোর্স একাউন্ট নির্বাচন করে মোবাইল নম্বর এবং কত টাকা উত্তোলন করতে চান তা এন্টার করুন
  • টার্মস এন্ড কন্ডিশন্স মেনে নিয়ে পে নাউ বাটন প্রেস করুন
  • পরের স্ক্রিনে ডিটেইলস চেক করে সেন্ড মানি বাটন ট্যাপ করুন
  • এরপর ওটিপি ভেরিফাই করে প্রথম ধাপ সম্পন্ন করুন
  • শুরুতে যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই নম্বরে একটি এসএমএসে একটি কোড পাবেন, সেই কোডটি টাকা তুলতে দরকার হবে
  • এবার ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করুন, সেখানে স্ক্রিনে কার্ডলেস ক্যাশ আউট সিলেক্ট করে আস্থা ক্যাশ আউট অপশন বাছাই করুন
  • এবার মোবাইল নম্বর টাইপ করে কনফার্ম বাটন প্রেস করুন
  • এরপর আস্থা ক্যাশ আউট কোড (যেটা এসএমএসে এসেছিল) সেই কোডটি এন্টার করে ইয়েস চেপে পরের ধাপে যান
  • টাকার পরিমাণ এন্টার করতে হবে, মোবাইলে নতুন একটি ওটিপি আসবে, সেটাও এন্টার করতে হবে
  • ইয়েস বাটন প্রেস করলেই এটিএম থেকে টাকা বের হয়ে আসবে (নিচের অফিসিয়াল ভিডিওতে আরও বিস্তারিত দেখতে পারেন)

ব্র‍্যাক ব্যাংকের এই সুবিধা চালু হবার মাধ্যমে কোনো প্রকার ফি ছাড়াই আপনি আপনার অর্থ উত্তোলন করতে পারবেন। এর জন্য আপনাকে বাড়তি কোনো এটিএম কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করতে হবে না। মোবাইলে আস্থা ক্যাশ আউট কোড আসার ৩ ঘণ্টার মধ্যে টাকা তুলতে হবে। অন্যথায় কোডটি আর কাজ করবেনা। সেক্ষেত্রে উপরের নিয়ম অনুযায়ী নতুন করে কোড জেনারেট করতে হবে।

ব্র‍্যাক ব্যাংক তাদের গ্রাহকদের সবসময় সেরা সার্ভিস প্রদান করে আসছে। এজন্য হাজারো গ্রাহকের আস্থার প্রতীক হিসেবে ব্র‍্যাক ব্যাংক নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। ব্র‍্যাক ব্যাংকের নতুন এই সেবা সম্পর্কে আমাদের এই আর্টিকেলটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

brac bank astha atm cashout

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *