বাংলাসহ মোট ১৪টি ভাষায় লাইভস্ট্রিম করা হবে এইবারের হজ এর খুতবা। গত বছর হজ এর খুতবা বাংলাসহ মোট ১০টি ভাষায় অনুবাদ লাইভস্ট্রিম করার সুযোগ ছিলো। এই বছর আরো নতুন চারটি ভাষার অনুবাদ যোগ হয়েছে, যার সুবাদে মোট ১৪টি ভাষায় হজ এর খুতবা ইন্টারনেট থেকে দেখা ও শোনা যাবে। সৌদি আরবের সরকারি ডিজিটাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যম থেকে বিভিন্ন ভাষায় এসব লাইভস্ট্রিম দেখা/শোনা যাবে।
করোনাভাইরাস এর তান্ডবের কারণে বিগত দুইটি বছর হজ এর আনুষ্ঠানিকতা বেশ সীমিত আকারে পালন করে সৌদি আরব। কোভিড-১৯ সংক্রমণ অনেকটা কমে আসায় এবার বিদেশীদের হজ পালনের অনুমতি প্রদান করা হয়েছে। ২০২২সালে মোট ১০লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন, যার মধ্যে ৮৫শতাংশ রয়েছেন বিদেশী নাগরিক ও বাকি দেড় লাখ হাজী সৌদি আরবের নাগরিক।
আরব নিউজ এর বরাতে জানা গিয়েছে এবার মোট ১৪টি ভাষায় হজের খুতবা শোনা যাবে। যেসব ভাষায় খুতবা লাইভস্ট্রিম দেখা ও শোনা যাবে, সেসব ভাষা হলোঃ
- ইংরেজি
- ফার্সি
- মালয়
- ফরাসি
- উর্দু
- রুশ
- চীনা
- বাংলা
- তুর্কি
- হাউসা
- স্প্যানিশ
- হিন্দি
- সোয়াহিলি
- তামিল
স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল, এই চার ভাষা এবারের হজের খুতবায় প্রথম যোগ হলো। বাংলা ভাষায় অনুদিত খুতবার প্রচলন রয়েছে আগে থেকেই।
এইবার সহ পঞ্চম বছরে পদার্পণ করতে যাচ্ছে আরাফাত দিবসের খুতবা, এমনটা জানিয়েছেন মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববির জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল সুদাইস। মূলত বিশ্ববাসীকে ন্যায়পরায়ণতা এবং ইসলামের বার্তা জানিয়ে দিতে এই অনুবাদ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান আবদুল আজিজ।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
প্রতি বছর হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আরবী জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। মহানবী হজরত মুহাম্মদ (স.) এই আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন যা ইসলাম ও বিশ্বের ইতিহাসের পাতায় স্মরণীয় একটি ঘটনা। এরই ধারাবাহিকতায় প্রতিবছর বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে হজ এ খুতবা প্রদান করা হয়।
সৌদি সরকার এর এই পদক্ষেপ আধুনিক প্রযুক্তির সুবাদে বিশ্বকে ইসলামের বার্তা জানান দিবে বলা জানান তিনি। মূলত সৌদি সরকারের এই বিশাল পদক্ষেপ এর মূল উদ্দেশ্য হলো বিশ্ববাসীকে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া। এই বিষয়টিকে প্রধান কারণ হিসেবে বিবেচনা করে মোট ১৪টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র হজ এর খুতবা।
আপনি কি পবিত্র হজ্বের এই লাইভ খুতবা বাংলায় শুনতে চান? কীভাবে হজ্বের খুতবা শুনবেন আশা করি আমরা আমাদের ওয়েবসাইটে সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে আরেকটি পোস্ট প্রকাশ করব। সর্বশেষ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন!
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।