ইউটিউবে লাইভে যাওয়ার নিয়ম – YouTube Live Video টিউটোরিয়াল

বর্তমানে লাইভস্ট্রিম অডিয়েন্স এনগেজমেন্ট এর একটি জনপ্রিয় মাধ্যম। বিশেষ করে ইউটিউবে যেকোনো ধরনের লাইভস্ট্রিম করা যায়, যা অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায় বেশ অল্প সময়ের মধ্যে। সাধারণ আপলোড এর চেয়ে লাইভস্ট্রিম আরও বেশি উত্তেজনাপূর্ণ হওয়ায় ইদানিং কমবেশি সবাই লাইভস্ট্রিম দেখে থাকেন।

প্রতি মিনিটে যেখানে ইউটিউবে ৫০০ঘন্টা বা তার বেশি ভিডিও আপলোড হয়, সেখানে ভিউয়ার নিজের দখলে রাখতে ইউটিউব লাইভ এর মত ফিচার বেশ কাজে আসতে পারে। সাধারণ গেমিং সেশন থেকে লাইভ প্রশ্নোত্তর পর্যন্ত অসংখ্য ধরনের বিষয়ের উপর ভিত্তি করে লাইভস্ট্রিম করা যায়। এই পোস্টে ইউটিউব লাইভ সম্পর্কে বিস্তারিত জানবেন।

ইউটিউব লাইভ কি?

ইউটিউব লাইভ হলো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এর লাইভস্ট্রিম করার ফিচার। টুইচ এর পর ইউটিউব হলো দ্বিতীয় অধিক জনপ্রিয় লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম। টুইচ মূলত গেমিং এর জন্য সুপরিচিত হলেও ইউটিউবে সকল ধরনের লাইভস্ট্রিম হয়ে থাকে।

ইউটিউব লাইভ ফিচারটি ২০১১সালে অফিসিয়ালি লঞ্চ করা হয়। প্রথমে শুধুমাত্র নির্দিষ্ট কিছু পার্টনার ব্যবহার করতে পারতো লাইভ সুবিধা। বর্তমানে ১,০০০ বা তার বেশি সাবস্ক্রাইবার আছে এমন যেকোনো চ্যানেল ইউটিউবে লাইভস্ট্রিম করতে পারে।৩০% এর অধিক ইন্টারনেট ব্যবহারকারী প্রতি সপ্তাহে একটি হলেও লাইভস্ট্রিম দেখেন, এর মানে হলো লাইভস্ট্রিম এর মাধ্যমে অগণিত মানুষের কাছে বেশ সহজে পৌঁছে যাওয়া সম্ভব।

ইউটিউব লাইভ এর সুবিধা

অন্যদের থেকে নিজেকে আলাদা হিসেবে তুলে ধরতে ইউটিউব লাইভস্ট্রিম ফিচার ব্যবহার করতে পারেন। যেসব কারণে ইউটিউব লাইভ ফিচারটি ব্যবহার করা যাবে সেগুলো হলোঃ

  • ভিডিওকে ইভেন্টে পরিণত করা যায়
  • অপেক্ষাকৃত বৃহৎ অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়
  • ভিউয়ারদের সাথে রিয়েল-টাইমে সংযোগ স্থাপন করা যায়
  • লাইভস্ট্রিম টুলস এর সাহায্যে বেশ সহজে অসাধারণ ভিডিও এক্সপেরিয়েন্স তৈরী করা যায়।

ইউটিউবে লাইভস্ট্রিম করার নিয়ম

এবার প্রশ্ন হচ্ছে ইউটিউবে কিভাবে লাইভস্ট্রিম করতে হয়। প্রথমে আমরা লাইভস্ট্রিম ফিচার চালু করা শিখবো, এরপর মোবাইল ও কম্পিউটার থেকে ইউটিউবে কিভাবে লাইভস্ট্রিম করতে হয় তা জেনে নিবো।

লাইভস্ট্রিম ফিচার চালু করার নিয়ম

ইউটিউবে লাইভস্ট্রিম করতে চাইলে প্রথমে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে। ঘাবড়ে যাবেন না, এখানে ইউটিউব ভেরিফিকেশন ব্যাজ এর কথা বলা হচ্ছেনা। ইউটিউবে ফোন নাম্বার দ্বারা বেশ সহজে চ্যানেল ভেরিফাই করা যাবে।

ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে www.youtube.com/verify লিংকে প্রবেশ করে ফোন নাম্বার প্রদান করুন ও ফোনে আসা ভেরিফিকেশন কোড প্রদান করে ভেরিফিকেশন সম্পন্ন করুন। ভেরিফিকেশনের পর পরবর্তী ২৪ঘন্টার মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম ফিচারটি চালু হয়ে যাবে। ফিচারটি চালু করার পর যেকোনো এমাউন্টের সাবস্ক্রাইবার থাকলে ডেস্কটপ থেকে লাইভস্ট্রিম করা যাবে। তবে মোবাইল থেকে পুরোদমে লাইভস্ট্রিম করতে চাইলে কমপক্ষে ১,০০০সাবস্ক্রাইবার থাকতে হবে। ৫০+ সাবস্ক্রাইবার নিয়েও মোবাইল থেকে ইউটিউব লাইভ করা যাবে, তবে সেক্ষেত্রে ভিউয়ার লিমিটেশন আসতে পারে।

এবার আমরা জেনে নিবো কিভাবে ডেস্কটপ ও মোবাইলে লাইভস্ট্রিম ফিচারটি ব্যবহার করতে হয়।

ডেস্কটপ

  • www.youtube.com/dashboard লিংকে প্রবেশ করুন (ইউটিউবে সাইন ইন করতে হবে)
  • ডানদিকের টপ কর্নারে থাকা Create বাটনে ক্লিক করুন
  • এরপর Go Live অপশন সিলেক্ট করলে Youtube Live Control Room দেখতে পাবেন
  • এরপর আপনার সুবিধামত লাইভস্ট্রিম সেটিং করে ইউটিউবে লাইভ করতে পারবেন
  • আপনার ওয়েবক্যাম দ্বারা লাইভস্ট্রিম করতে চাইলে বামদিকে থাকা ওয়েবক্যাম সিলেক্ট করুন
  • এরপর টাইটেল, ডেসক্রিপশন ও প্রাইভেসি সেট করুন
  • More Options > Advanced Settings এ প্রবেশ করুন আরো সেটিংস এর জন্য
  • Next এ ক্লিক করে ক্যামেরা দ্বারা থাম্বনাইল সেট করুন
  • ঠিক মাইক্রোফোন ও ওয়েবক্যাম সিলেক্ট করা আছে কিনা তা নিশ্চিত করুন
  • Go Live এ ক্লিক করে লাইভস্ট্রিম শুরু করুন
  • Edit অপশনে ক্লিক করে প্রাইভেসি, মনিটাইজেশন, লাইভ চ্যাট, ট্যাগ, ইত্যাদি সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন
  • End Stream এ ক্লিক করে লাইভস্ট্রিম শেষ করতে পারবেন

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ইউটিউব

মোবাইল

  • ইউটিউব অ্যাপে প্রবেশ করুন
  • অ্যাপের বোটমে থাকা প্লাস আইকনে ট্যাপ করুন
  • এরপর Go Live সিলেক্ট করুন
  • এরপর ভিডিও টাইটেল, এজ রেস্ট্রিকশন, লাইভ চ্যাট, ইত্যাদি ফিচার এডজাস্ট করুন
  • পরবর্তী স্ক্রিনে থাকা Go Live অপশনে ট্যাপ করে লাইভ শুরু করুন
  • স্ট্রিম শেষ করতে Finish অপশনে ট্যাপ করুন

কম্পিউটার ও মোবাইল থেকে লাইভস্ট্রিম এর অনেক মাধ্যম রয়েছে। আপনি চাইলে সরাসরি ডিভাইসের বিল্ট-ইন ক্যামেরা দ্বারা লাইভস্ট্রিম করতে পারবেন। আবার চাইলে এক্সটারনাল ক্যামেরা দ্বারাও লাইভস্ট্রিম করা যাবে। এছাড়া চাইলে OBS Studio এর মত প্রোগ্রাম ব্যবহার করে স্ক্রিন শেয়ার করে অসাধারণ লাইভস্ট্রিম সেশনও হোস্ট করা যাবে।

ইউটিউব থেকে আয় করার উপায়গুলো জেনে নিনঃ

আরো জানুনঃ ফেসবুকে লাইভ ভিডিও করার নিয়ম

ইউটিউব লাইভ টিপস

ইউটিউব লাইভ হলো একটি স্বয়ংসম্পূর্ণ স্ট্রিমিং স্যুট। অডিয়েন্সের সাথে সেরা উপায়ে যুক্ত থাকতে ইউটিউব এর লাইভস্ট্রিমিং ফিচার বেশ কাজে আসবে। তবে লাইভস্ট্রিম শুরুর আগে চলুন জেনে নেওয়া যাক অসাধারণ কিছু লাইভস্ট্রিম টিপস সম্পর্কে।

  • ইন্টারনেট কানেকশন চেক করুনঃ ইউটিউবে লাইভস্ট্রিম করতে চাইলে কার্যকর ইন্টারনেট কানেকশন থাকা জরুরি। তাই লাইভের সময় কোনো ধরনের সমস্যা এড়াতে আগে থেকেই ইন্টারনেট স্পিড চেক করুন।
  • ইকুইপমেন্ট চেক করুনঃ আপনার ওয়েবক্যাম, মাইক্রোফোন বা অন্য যেকোনো ধরনের ইকুইপমেন্ট আগে থেকে চেক করে রাখুন যাতে লাইভস্ট্রিমের সময় কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়।
  • লাইভস্ট্রিম প্রোমোট করুনঃ লাইভস্ট্রিম হঠাৎ করে শুরু করার বদলে আগে প্রিমিয়ার শিডিউল করা, ট্রেইলার আপলোড করা ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আগে থেকে আপনার ফলোয়ারদের জানিয়ে রাখতে পারেন। এতে ইউটিউব লাইভস্ট্রিমে অধিক ভিজিটর পাবেন।

আপনি কখনো ইউটিউবে লাইভস্ট্রিম করেছেন কি? আপনার অভিজ্ঞতা আমাদের জানান কমেন্ট সেকশনে।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

3 comments

    • আরাফাত বিন সুলতান Reply

      Thanks for your kind comment!

  1. Pratap Ranjan Patra Reply

    I was on live a few months ago, but YouTube instantly prompted me that it’s copyright claim video. Actually a procession was going on with some music and recorded songs.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *