দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা হুন্দাই নতুন এক ব্যক্তিগত যানবাহন তৈরি করেছে। ই৪ইউ নামের ডিম্বাকৃতির এই গাড়ি অনুভূমিকভাবে ঘূর্ণয়মান একটি অর্ধগোলক ব্যবহার করে চলে থাকে। এর পেছনের দিকে আছে দুটি ছোট ছোট চাকা। জাপানী পত্রিকা নিক্কি জানাচ্ছে, ই৪ইউ শব্দের প্রথম অক্ষর নেয়া হয়েছে “ইকোলজি, ইভোলিউশন, এগ” প্রভৃতি থেকে।
ই৪ইউ ঠিক কোথা থেকে শক্তি সংগ্রহ করে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে যানটির ডেমো দেখে ধারণা করা হচ্ছে এটি অন্তত গ্যাস ব্যবহার করবে না।
গাড়িটির এক ড্রাইভারের ভাষ্য অনুযায়ী ই৪ইউ ধরেই যে কেউ চালাতে পারবে না। এজন্য অনুশীলন নেয়ার দরকার হবে। কেননা এর ব্রেক এবং নিয়ন্ত্রণে কিছুটা অন্যরকম কৌশল অবলম্বন করা প্রয়োজন।
ডিম্বাকৃতির মোটরযানটির গতি নির্ভর করে এর মধ্যকার মোটরের ঘূর্ণন এবং ভূমির সাথে এর অর্ধগোলক চাকার প্রতিক্রিয়ার ওপর। সিউল মোটর শো’তে প্রদর্শিত প্রথম ই৪ইউ ডেমোর গতি ছিল সাধারণ হাঁটাচলার মতই।
তবে মাত্রই অক্টোবর ২০১২ সালে উন্নয়নকার্য শুরু হওয়া এই গাড়িটি আদৌ খুচরা বাজারে বিক্রি হবে কিনা সেটি নিয়ে স্বয়ং হুন্দাই কোন মন্তব্য না করলেও অন্তত এর হেলমেটটি পেতে চা্ন অনেকেই!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।