বিশ্বের প্রথম ৫৫ ইঞ্চি কার্ভড ওএলইডি এইচডি টিভি আনছে এলজি

বিশ্বের প্রথম ৫৫ ইঞ্চি বাঁকানো ওএলইডি হাইডেফিনিশন টিভি বাজারে আনতে যাচ্ছে কোরিয়ান কোম্পানি এলজি

জুন মাসে কোরিয়ায় এর বিক্রি শুরু হবে বলে কোম্পানিটির এক প্রেস রিলিজ থেকে জানা যায়

২৯ এপ্রিল টেলিভিশন সেটগুলোর প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে।

৫৫ ইঞ্চি সাইজের এই বিশাল টিভির পুরুত্ব মাত্র ৪.৩ মিলিমিটার, ওজন ১৭ কেজি এবং মূল্য প্রায় ১৩৫১৫ মার্কিন ডলার।

জানুয়ারিতে অনুষ্ঠিত সিইএস মেলায় এলজি প্রথমবারের মত তাদের কার্ভড টিভি প্রকাশ করে। আপাতত কোরিয়ায় পাওয়া গেলেও কবে নাগাদ বিশ্ববাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *