এই ক্যামেরাটি রাতকে দিন করে দেয়

এক্স২৭ মডেলের একটি ইনফ্রারেড কালার নাইট ভিশন ক্যামেরা তৈরি করেছে সিয়েরা প্যাসিফিক ইনোভেশন (এসপিআই) কর্পোরেশন নামের যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি। এই লো-লাইট ক্যামেরাটি রাতের অন্ধকারেও রঙিন ভিডিও রেকর্ড করতে সক্ষম। এসব ভিডিও দেখলে আপনার মনে হবে যেনো দিনের আলোতে ভিডিও করা হয়েছে।

এ ধরনের ক্যামেরাকে নাইট ভিশন ক্যামেরাও বলা হয়, যেগুলো ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে অন্ধকারের মধ্যেও আশেপাশের বস্তুর ছবি তুলতে পারে।

কিন্তু এতদিন ইনফ্রারেড নির্ভর নাইটভিশন ক্যামেরায় সাধারণত সাদাকালো ছবি পাওয়া যেতো। এসপিআই এর নির্মিত নতুন এক্স২৭ ক্যামেরা অন্ধকারেও রঙিন ছবি তুলবে।

এই ক্যামেরাটি সেনাবাহিনী, নিরাপত্তা, ডকুমেন্টারি প্রভৃতি ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যার কার্যকর আইএসও রেটিং ৫০ লক্ষ। ক্যামেরাটির নামও বেশ লম্বা। এর নাম হচ্ছে “X27 Reconnaissance Day/Night high Fidelity true real time low light/low lux color night vision Imaging Security / Multi Purpose camera system”। ডিভাইসটির দাম কত, তা এখনো জানায়নি এর নির্মাতা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *