নিজের ও কোম্পানির ফেসবুক পেজ ডিলিট করলেন ইলন মাস্ক!

ইলন মাস্ককে কে না চেনে! মঙ্গলগ্রহে ও পৃথিবীর বাইরে-ভেতরে যাওয়ার জন্য ইলন মাস্কের রয়েছে নিজের রকেট কোম্পানি স্পেসএক্স। আর পৃথিবীর বুকে ঘুরে বেড়াতে তার নেতৃত্বে আছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরস এবং বোরিং কোম্পানি। সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে গ্রাহকদের ডেটা বিক্রির যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ ও সমালোচনার মধ্যে টুইটারে কিছু ফলোয়ারের চ্যালেঞ্জের মুখে নিজের ও কোম্পানির অন্তত তিনটি ফেসবুক পেজ মুছে ফেলেছেন ইলন মাস্ক।

টুইটারে একজন লোক ইলন মাস্ককে বলেন যে তিনি যদি ‘দি ম্যান’ হয়ে থাকেন তাহলে স্পেসএক্স এবং টেসলার ফেসবুক পেজ মুছে ফেলবেন। এখানে ‘দি ম্যান’ বলতে কি ‘আসল পুরুষ’ বুঝানো হয়েছে কিনা তা আমি নিশ্চিত নই :)

এর জবাবে মাস্ক বলেন, তিনি জানতেনই না যে স্পেসএক্সের কোনো ফেসবুক পেজ রয়েছে। এরপর তিনি নিজের ফেসবুক পেজ, টেসলার ফেসবুক পেজ এবং স্পেসএক্সের ফেসবুক পেজ মুছে ফেলেন। আপাতত সেগুলো আর এক্সেস করা যাচ্ছেনা। এখন সেগুলো চিরতরে মুছে ফেলা হল নাকি সাময়িক, তা জানা যাবে আরও পরে। স্পেসএক্স ফেসবুক পেজ: https://www.facebook.com/SpaceX/

তবে ফেসবুক মুছে ফেললেও ফেসবুকেরই মালিকানাধীন ইনস্টাগ্রামে ঠিকই এক্টিভ ইলন মাস্ক ও তার কোম্পানিগুলো।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *