কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার অভ্র’র নতুন সংস্করণ উন্মুক্ত!

Avro Keybord Softwareউইন্ডোজ ও ম্যাকের জন্য কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার অভ্র’র নতুন সংস্করণ Avro Keyboard 5.5 প্রকাশিত হয়েছে।

২১শে ফেব্রুয়ারি ২০১৪’তে রিলিজকৃত এই দু’টি আপডেটই মূলত “maintenance release”, তাই নতুন সংস্করণে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বাগ ফিক্স, কম্প্যাটিবিলিটি যোগ ইত্যাদির উপর।

সফটওয়্যারটিতে নতুন সংযোজিত সুবিধাগুলো আমাদের পোস্টে তুলে ধরা হয়েছে (অফিসিয়াল টেক্সট)।

  • অভ্রতে উইন্ডোজ ৮.১ কম্প্যাটিবিলিটি যোগ করা হয়েছে। উইন্ডোজ ২০০০ থেকে উইন্ডোজ ৮.১ পর্যন্ত সবগুলো ভার্শনে অভ্র এখন কম্প্যাটিবল।
  • ফনেটিক পদ্ধতিতে দশমিক লেখা সহজ করা হয়েছে। এর ফলে সংখ্যার উপস্থিতির ভিত্তিতে ডট(.) দিয়ে কোথায় দশমিক এবং কোথায় দাঁড়ি হতে পারে অভ্র সেটা বুঝতে পারবে।
  • ফায়ারফক্সে বাংলা রেন্ডারিং এ সমস্যার কারণে ইন্সটলার থেকে অটোমেটিক ফন্ট ফিক্স করার ধাপটি বাদ দেয়া হয়েছে। তবে ফন্ট ফিক্সার দেয়া হয়েছে সাথে, ইন্সটলের পরেও যেকোন সময় ফন্ট ফিক্সার দিয়ে ডিফল্ট বাংলা ফন্ট পরিবর্তন করা যাবে, এবং তারপর এই পোস্টে বর্ণিত পদ্ধতি অনুযায়ী ফায়ারফক্সের বাংলা ফন্টটি নির্দিষ্ট করে দিতে হবে।
  • কিছু ক্ষেত্রে অভ্রতে F12 চাপলে কিবোর্ড পরিবর্তন হতো না অথবা বাংলা লেখা যেত না, এটা সমাধান করা হয়েছে।
  • বাংলা ফন্টগুলোর সর্বশেষ সংস্করণ যোগ করা হয়েছে।
  • ৪টি নতুন স্কিন অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • স্পেল চেকারের শর্টকাট সংক্রান্ত একটি সমস্যা দূর করা হয়েছে।
  • অভ্রর প্রতিটি এক্সিকিউটেবল ফাইল (ইন্সটলারসহ) এখন ডিজিটাল সিগনেচারযুক্ত।

ডাউনলোড লিংক:

iAvro 1.1

  • মাইক্রোসফট ওয়ার্ডে লেখার সময় ইনপুট মেথড পরিবর্তন হয়ে যাওয়ার বাগটি ফিক্স করা হয়েছে।
  • Kalpurush এবং Siyam Rupali ফন্টদুটি ইন্সটলারে যোগ করা হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডে OS X এর সাথে আসা ফন্টটি (Bangla Sangam MN) কাজ করে না, সেক্ষেত্রে লেখার জন্য এই দু’টি ফন্ট ব্যবহার করা যাবে।

ডাউনলোড লিংক:

http://www.omicronlab.com/iavro-download.html

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,571 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *