যান্ত্রিক ত্রুটির কারণে ধানক্ষেতে নামল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান

বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে যশোরে ধানক্ষেতের মধ্যে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। উড়োজাহাজটিতে থাকা দুই পাইলট অক্ষত ও সুস্থ রয়েছেন। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ২২ মিনিটে অনুশীলনের সময় কারিগরি ক্রুটির কারণে পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি যশোর বিমান বন্দরের কাছে মাইদী গ্রামে জরুরি অবতরণ করে। এর দুই বৈমানিক স্কোয়াড্রন লিডার ফারুক ও পাইলট অফিসার জামী নিরাপদভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টারযোগে দুই পাইলটকে বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটি ধানক্ষেতেই ছিল এবং অবতরণের সময় এর একটি ডানা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইমেজ ক্রেডিটঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *