মামলায় হেরে ‘স্কাইড্রাইভ’ নাম বদলে ‘ওয়ানড্রাইভ’ রাখল মাইক্রোসফট

onedriveযুক্তরাজ্যের স্যাটেলাইট টিভি কোম্পানি বিস্কাইবি’র সাথে মামলায় হেরে যাওয়ার ৬ মাস পরে অবশেষে ‘স্কাইড্রাইভ’ এর নাম পরিবর্তন করল মাইক্রোসফট। ২৭ জানুয়ারি একটি ব্লগ পোস্টের মাধ্যমে এই নতুন ব্র্যান্ডিংয়ের কথা নিশ্চিত করেছে রেডমন্ড। কোম্পানিটি বলেছে, তারা স্কাইড্রাইভের নাম বদলে এখন থেকে সেবাটিকে ‘ওয়ানড্রাইভ’ নামেই পরিচিত করবে।

আমাদের ব্লগটি নিয়মিত ভিজিট করে থাকলে হয়ত আপনার মনে আছে, গত বছর জুনে একটি ব্রিটিশ আদালত মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ সেবা ‘স্কাইড্রাইভ’ ব্র্যান্ডিংয়ের মাঝে বিস্কাইবি কোম্পানির ‘স্কাই’ নামের ট্রেডমার্কের লঙ্ঘন সঙ্ক্রান্ত রায় দেন। কোর্টের রায় পাওয়ার পরে প্রথম প্রথম মাইক্রোসফট এর বিরুদ্ধে আপিল করার কথা বললেও শেষ পর্যন্ত দুই কোম্পানির মধ্যে সমঝোতা হয়।

পরবর্তীতে স্কাই গ্রুপের সাথে মাইক্রোসফটের একটি যৌথ বিবৃতিতে উভয় কোম্পানি এ ব্যাপারে নিশ্চয়তা প্রদান করে।

জুন মাসে ইউকের হাইকোর্টের দেয়া রুল অনুযায়ী স্কাইড্রাইভ সেবাটির মালিক (স্কাই গ্রুপ নাকি মাইক্রোসফট) সম্পর্কে জনগণের মধ্যে দ্বিধা সৃষ্টি করে। এমনকি কোন কোন স্কাইড্রাইভ ব্যবহারকারী ক্লাউড সঙ্ক্রান্ত সমস্যায় টিভি চ্যানেল কোম্পানিটির হেল্পলাইনেও ফোন করেছে বলে জানা যায়!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *