বিকাশে ৪৬ টাকা পর্যন্ত বোনাস নিন এই নতুন অফার থেকে

বিকাশ মানেই অসাধারণ সব সুবিধা এবং অফার। ২০২৩ এর শুরুতেই তা আরও একবার প্রমাণ করে দিল কোম্পানিটি। নতুন বছরে কার্ড বা ব্যাংক থেকে এড মানি করলে বিকাশে পেয়ে যাবেন ক্যাশব্যাক। তাই বিকাশ ক্যাশব্যাক পেতে কার্ড বা বিকাশ থেকে এখনি এড মানি করুন। চলুন জেনে নেওয়া যাক নতুন বছরে বিকাশ এড মানি অফার সম্পর্কে বিস্তারিত।

বিকাশ নতুন বছর অফার ২০২৩

নতুন বছরের শুরুতে কার্ড বা ব্যাংক থেকে বিকাশে এড মানি করে পাবেন দারুণ ক্যাশব্যাক। নতুন বছরের শুরুতে বিকাশ নিয়ে এলো এড মানি অফার। ব্যাংক বা কার্ড থেকে বিকাশে ২,০২৩টাকা এড মানি করে পেয়ে যাবেন ২৩টাকা ক্যাশব্যাক বোনাস (দুইবার নেয়া যাবে)। বিকাশ ২০২৩টাকা এড মানি অফার চলবে ১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।

২৩টাকা বিকাশ ক্যাশব্যাক বোনাস পাওয়া যাবে ২,০২৩টাকা এড মানি এর ক্ষেত্রে। ২,০২৩টাকা এড মানি করে ২৩টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে মোট দুইবার, আলাদা আলাদা মাধ্যমে। অর্থাৎ কার্ড থেকে একবার, এবং ব্যাংক থেকে একবার।

  • বিকাশ অ্যাপ থেকে কার্ড টু বিকাশ-এ ২,০২৩ টাকা অ্যাড মানি-তে ২৩ টাকা ক্যাশব্যাক (ইনিশিয়েটর পাবেন)
  • বিকাশ অ্যাপ থেকে ব্যাংক টু বিকাশ-এ ২,০২৩ টাকা অ্যাড মানি-তে ২৩ টাকা ক্যাশব্যাক (রিসিভার পাবেন)

অর্থাৎ ব্যাংক বা কার্ড থেকে বিকাশে ২০২৩টাকা এড মানি করলে বিকাশ গ্রাহকগণ পেয়ে যাবেন ২৩টাকা করে ক্যাশব্যাক বোনাস। বিকাশ ২৩টাকা অফার সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যঃ

  • অফারঃ ক্যাশব্যাক বোনাস
  • বোনাস এমাউন্টঃ ২৩টাকা
  • মেয়াদঃ ১ থেকে ৩১ জানুয়ারী
  • মাধ্যমঃ ব্যাংক বা কার্ড টু বিকাশ
  • লেনদেনের পরিমাণঃ ২০২৩টাকা
  • কার্ড থেকে ২০২৩ টাকা বিকাশে অ্যাড মানি করলে ১ বার ২৩ টাকা বোনাস
  • ব্যাংক থেকে ২০২৩ টাকা বিকাশে অ্যাড মানি করলে ১ বার ২৩ টাকা বোনাস
  • অর্থাৎ পুরো অফারটিতে মোট ২ বারে সর্বমোট ২৩x২ = ৪৬ টাকা বোনাস পেতে পারেন

বিকাশ নতুন বছর ২৩টাকা ক্যাশব্যাক বোনাস অফার এর শর্তসমূহ নিম্নরুপঃ

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

  • ২৩টাকা ক্যাশব্যাক অফার পেতে বিকাশ অ্যাপের মাধ্যমে কার্ড বা ব্যাংক থেকে ২০২৩টাকা এড মানি করতে হবে
  • বিকাশ নতুন বছর ক্যাশব্যাক অফার সকল গ্রাহকের জন্য প্রযোজ্য
  • কার্ড টু বিকাশ এর ক্ষেত্রে যিনি এড মানি করবেন তার বিকাশ একাউন্টে ক্যাশব্যাক যাবে
  • ব্যাংক টু বিকাশ এড মানি এর ক্ষেত্রে যার একাউন্টে এড মানি করা হবে তার একাউন্টে ক্যাশব্যাক যাবে
  • লেনদেন সম্পন্ন হওয়ার পরবর্তী কার্যদিবস এর মধ্যে ক্যাশব্যাক পেয়ে যাবেন
  • লেনদেন সম্পন্ন হওয়ার পর ক্যাশব্যাক পেতে একাউন্ট একটিভ থাকতে হবে
  • অজানা কারণে কিংবা সিস্টেমের সমস্যার কারণে বোনাস প্রদান করা না গেলে ক্যাম্পেইন শেষ হওয়ার ৭ দিন পর একবার ক্যাশব্যাক প্রদানের চেষ্টা করবে বিকাশ। তারপরও ক্যাশব্যাক প্রদান করা না গেলে উক্ত গ্রাহক বোনাস পাবেন না
  • কোনো গ্রাহক সর্বোচ্চ একবার এই অফার উপভোগ করতে পারবেন ক্যাম্পেইন চলাকালীন সময়ে
  • কোনো পূর্ব ঘোষণা ছাড়া ক্যাম্পেইনের মেয়াদ কমানো বা বাড়ানো বা ক্যাম্পেইনের নিয়ম বা শর্ত পরিবর্তন বা সংশোধনের সম্পূর্ণ অধিকার রাখে বিকাশ
  • কোনো গ্রাহক কোনো ধরনের যুক্তিসংগত সংশয় তৈরি করেছে বলে প্রমাণিত হলে উক্ত গ্রাহক অফারের অপব্যবহার করেছেন বলে ধরে নেওয়া হবে ও উক্ত গ্রাহক ক্যাশব্যাক সুবিধা পাবেন না 

উল্লেখিত উপায়ে বেশ সহজে ২০২৩টাকা বিকাশে কার্ড বা ব্যাংক থেকে এড মানি করে পেয়ে যেতে পারেন ২৩টাকা ক্যাশব্যাক বোনাস, যা দুইবারে আলাদা আলাদা মাধ্যম থেকে নেয়া যাবে। অর্থাৎ মোট ৪৬ টাকা বোনাস নিতে পারবেন। ব্যাংক বা কার্ড থেকে বিকাশে এড মানি করার নিয়ম জেনে নিতে পারেন নিছে লিংক করা পোস্ট থেকে।

👉 ব্যাংক থেকে বিকাশে টাকা নেয়ার পদ্ধতি

👉 কার্ড থেকে বিকাশে টাকা আনার উপায়

ব্যাংক বা কার্ড থেকে বিকাশে এভাবে বেশ সহজে এড মানি করতে পারবেন ও পেয়ে যাবেন ক্যাশব্যাক অফার। সঠিকভাবে অফার পেতে হলে ব্যাংক ও কার্ড থেকে এড মানি এর সঠিক নিয়ম জেনে নিন ও অফার উপভোগ করুন কোনো ঝামেলা ছাড়াই। অফারটি সম্পর্কে বিকাশের পেজ থেকেও বিস্তারিত জানতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

4 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *