চুরি ঠেকাতে কর্মীদের ব্যাগ চেক করতে পারবে অ্যাপল

আপনি হয়ত জানেন না, অ্যাপলের খুচরা বিক্রয় কেন্দ্রের কয়েকটিতে কর্তৃপক্ষ চুরি ঠেকাতে কর্মীদের ব্যাগ অনুসন্ধান করত/করে। অ্যাপল স্টোর কর্মীরা স্টোর থেকে বাইরে যাওয়ার সময় তাদের ব্যাগ অনুসন্ধান করা হত। এমনকি তারা যদি বাইরে খাওয়াদাওয়ার জন্যও বের হয় তখনও তাদের ব্যাগ চেক করে দেখা হয় যে কর্মীরা কোনো আইফোন/আইপ্যাড বা অন্যকিছু সরিয়ে নিলো কিনা। সকল অ্যাপল স্টোরে এমনটি না ঘটলেও খোদ ক্যালিফোর্নিয়ার কিছু কিছু অ্যাপল স্টোরের কর্মীরা এমনটিই অভিযোগ করেছেন।

এই নিয়ে একজোট হয়ে আদালতে মামলাও করেছিলেন ১২ হাজারের বেশি অ্যাপল স্টোর কর্মী। তারা বলেছেন, অ্যাপল যখন তাদেরকে সার্চ করত তখন কর্মীদের নিজেদের নিকট অপরাধী মনে হত।

কিন্তু শেষ পর্যন্ত অ্যাপলের পক্ষেই রায় এলো। ফলে অ্যাপল এখন আইনসম্মতভাবেই কর্মীদের ব্যাগ হাতড়ে দেখতে পারবে।

অ্যাপল স্টোর কর্মীদের জন্য ব্যাগ আনা বাধ্যতামূলক নয়, সুতরাং ব্যাগ না নিয়ে এলেই বোধহয় ভালো করবেন অ্যাপল স্টোর কর্মীরা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,545 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *