বন্ধ হয়ে যাওয়া ক্লাউড ফাইল শেয়ারিং সার্ভিস মেগাআপলোড এর প্রতিষ্ঠাতা কিম ডটকম ‘মেগা’ নামের নতুন একটি অনলাইন স্টোরেজ সার্ভিস চালু করেছেন ২০১৩ সালে। কিন্তু বর্তমানে মেগা ওয়েবসাইটটিতে নিউজিল্যান্ড সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় মেগা’য় তথ্যের গোপনীয়তা নিয়ে শঙ্কিত কিম ডটকম। মিঃ কিম বলেছেন, তিনি এখন আর মেগা’র ওপর ভরসা রাখতে পারছেন না। আর তাই এই বছরের শেষ নাগাদ মেগা’র সরাসরি প্রতিদ্বন্দ্বী আরেকটি সার্ভিস লঞ্চ করবেন কিম ডটকম।
নতুন সেই ক্লাউড স্টোরেজ সেবাটি হবে সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। এটি সকল ব্যবহারকারীকে ফ্রি আনলিমিটেড এবং এনক্রিপ্টেড ক্লাউড স্টোরেজ সার্ভিস দেবে। এর খরচ যোগাতে উইকিপিডিয়ার মত ডোনেশন-ভিত্তিক ফান্ডিং মডেল নির্মাণ করার কথা বলেছেন কিম। শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন তিনি।
I will issue a detailed statement about the status of #Mega next week. Then you can make an educated decision if you still want to use it.
— Kim Dotcom (@KimDotcom) July 31, 2015
কিম ডটকম দাবি করেছেন, একজন অসাধু চীনা বিনিয়োগকারী মেগা ক্লাউড সার্ভিস কোম্পানির শেয়ারের একটা বড় অংশ কিনে নিয়েছিলেন। উল্লিখিত চীনা বিনিয়োগকারী যেকোনো সময় মেগা’কে অনাকাঙ্ক্ষিতভাবে দখল করে নিতে পারতেন, যেটা ব্যবসায়িক পরিভাষায় ‘হোস্টাইল টেইকওভার’ হিসেবে পরিচিত। কিন্তু শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সরকার সেই চীনা শেয়ারহোল্ডারের নিকট থেকে মেগা’র সকল শেয়ার বাজেয়াপ্ত করে নিয়ে নেয়- ফলে মেগা’র সিংহভাগ নিয়ন্ত্রণও এখন নিউজিল্যান্ড সরকারের হাতেই রয়েছে। আর এটা নিয়েও উদ্বিগ্ন কিম ডটকম।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।