২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন মোবাইল সিমের ওপর শুল্কের হার ৩০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকায় নামিয়ে আনার প্রস্তাব করেছেন। এর ফলে নতুন সিম কার্ডের মূল্য কমে আসতে পারে। তবে সিমকার্ড প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্টের ক্ষেত্রে শুল্ক হার ১০০ টাকাই অপরিবর্তিত থাকছে।
কিন্তু একই সাথে নতুন অর্থ বছরে মোবাইল সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবায় ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী।
মোবাইল ফোনের বিভিন্ন সেবা নিতে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট দিচ্ছেন গ্রাহকরা। অর্থাৎ, প্রতি ১০০ টাকার সেবা নিতে (কল কিংবা ইন্টারনেট ব্যবহার করতে) গ্রাহকদের ১১৫ টাকা খরচ হচ্ছে। সম্পূরক ৫ শতাংশ শুল্ক যোগ হলে এই খরচ আরও বাড়বে।
এছাড়া আগামীতে মোবাইল ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সারচার্জ প্রযোজ্য হতে পারে। বিডিনিউজ২৪ ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ফোন ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপের বিধান রেখে গত ৩০ মার্চ নতুন একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদে আইন পাস হলে গ্রাহকদের মোবাইল বিলের সঙ্গে এই ১ শতাংশ সারচার্জ যোগ হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মোবাইল অপারেটর কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে গ্রাহকদের ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এছাড়া সারচার্জ এক শতাংশ যোগ হলে ১০০ টাকার ব্যবহারে গ্রাহকদের মোট ২১ টাকা বেশি খরচ করতে হবে। এর ফলে কথা বলার প্রবণতা কমবে এবং অপারেটরদের আয় কমে যাবে।”
আপডেট ৩০ জুন ২০১৫
২৯ জুন সোমবার অর্থবিল পাস করার সময় চূড়ান্ত বাজেটে অর্থমন্ত্রী এই সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ থেকে দুই শতাংশ কমানোর কথা বলেন। সূত্রঃ দৈনিক ইত্তেফাক।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।