শাওমি ১৭ প্রো ম্যাক্স: ডুয়াল ডিসপ্লে ও দানবীয় ব্যাটারির নতুন অধ্যায়?

শাওমি বরাবরই সাশ্রয়ী দামে উন্নত প্রযুক্তি আনার জন্য বিশ্বব্যাপী আলোচিত। কিন্তু এখন মনে হচ্ছে তারা কেবল দাম নয়, বরং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ অভিজ্ঞতায়ও প্রতিযোগিতায় নামছে অ্যাপল ও স্যামসাংয়ের মতো জায়ান্টদের সঙ্গে। সেই ধারাবাহিকতায় আসছে শাওমি ১৭ প্রো ম্যাক্স। এটি এমন একটি স্মার্টফোন যা শুধুই নতুন চেহারা নয়, বরং নতুন কনসেপ্ট নিয়েও হাজির হচ্ছে। এর সবচেয়ে বড় চমক হলো ডুয়াল ডিসপ্লে সেটআপ এবং বিশাল ৭৫০০ mAh ব্যাটারি। যদিও এখন পর্যন্ত অফিসিয়ালভাবে ফোনটির বিস্তারিত তথ্য জানানো হয়নি, তবে বিভিন্ন সংবাদমাধ্যমে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী শাওমি ১৭ প্রো ম্যাক্স হতে যাচ্ছে বিশাল এক চমক।

ডুয়াল ডিসপ্লে: সামনেও স্ক্রিন, পেছনেও স্ক্রিন

শাওমি ১৭ প্রো ম্যাক্সের সবচেয়ে আলোচিত ফিচার হলো এর দুইটি ডিসপ্লে। সামনে থাকবে মূল ৬.৮ ইঞ্চির OLED ডিসপ্লে, ২কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থনসহ। সিনেমা, গেম কিংবা ওয়েব ব্রাউজিং—যে কোনো কনটেন্ট দেখা যাবে আরও উজ্জ্বল এবং স্মুথভাবে।

কিন্তু এর আসল ম্যাজিক লুকিয়ে আছে পিছনে। ক্যামেরা মডিউলের ভেতরেই শাওমি দিয়েছে একটি রিয়ার কভার ডিসপ্লে (Magic Back Screen)। এটি ব্যবহার করে সহজেই নোটিফিকেশন চেক করা যাবে, সময় দেখা যাবে, এমনকি ক্যামেরা ভিউফাইন্ডার হিসেবেও কাজে লাগবে। এর মানে, পেছনের শক্তিশালী ক্যামেরা দিয়েই আপনি সেলফি তুলতে পারবেন আর ফ্রেম ঠিক রাখতে পারবেন সেই ছোট্ট রিয়ার ডিসপ্লের মাধ্যমে। এটি নিঃসন্দেহে নতুন প্রজন্মের ইউজারদের কাছে একটি গেম-চেঞ্জার অভিজ্ঞতা হতে যাচ্ছে।

শক্তিশালী প্রসেসর ও পারফরম্যান্স

শাওমি ১৭ প্রো ম্যাক্স-এ ব্যবহার করা হয়েছে সর্বশেষ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, যা ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলোর একটি। এর ফলে হাই-এন্ড গেমিং, মাল্টি-টাস্কিং কিংবা এআই বেইসড অ্যাপ—সবকিছু চলবে বিদ্যুতের গতিতে। র‍্যাম ভ্যারিয়েন্ট হিসেবে পাওয়া যাবে ১২ জিবি এবং ১৬ জিবি অপশন, আর স্টোরেজ শুরু হবে ২৫৬ জিবি থেকে, সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত। যারা গেমার, তাদের জন্য থাকছে উন্নত কুলিং সিস্টেম এবং গেম টার্বো মোড, যা দীর্ঘক্ষণ গেম খেললেও ফোন ঠান্ডা রাখবে।

Leica ব্র্যান্ডেড ক্যামেরা সিস্টেম

ক্যামেরার ক্ষেত্রে শাওমি আগেই লেইকা’র (Leica) সঙ্গে অংশীদারিত্ব করেছে, আর ১৭ প্রো ম্যাক্সে সেটির পূর্ণ সুবিধা দেখা যাবে।

Xiaomi 17 Pro Max

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ:

  • প্রাইমারি লেন্স: উন্নত সেন্সরসহ ২০০ মেগাপিক্সেল
  • আল্ট্রা ওয়াইড লেন্স: ৫০ মেগাপিক্সেল
  • পারিস্কোপ টেলিফটো লেন্স: ৫০ মেগাপিক্সেল, যা ১০এক্স অপটিক্যাল জুম পর্যন্ত সমর্থন দেবে

এই ক্যামেরাগুলো একসাথে ব্যবহার করে পেশাদার মানের ছবি ও ভিডিও তোলা সম্ভব হবে। ভিডিও রেকর্ডিং-এ থাকবে ৮কে রেজোলিউশন সাপোর্ট, এআই স্ট্যাবিলাইজেশন এবং সিনেমাটিক মোড।

সবচেয়ে বড় চমক হলো, রিয়ার কভার ডিসপ্লে ব্যবহার করে আপনি এই শক্তিশালী ক্যামেরা দিয়েই সেলফি তুলতে পারবেন, ফলে ফ্রন্ট ক্যামেরার সীমাবদ্ধতা থাকবে না।

বিশাল ব্যাটারি ও সুপার ফাস্ট চার্জিং

ব্যাটারির ক্ষেত্রে শাওমি এবার যেন দানবীয় স্পেসিফিকেশন নিয়ে আসছে। ১৭ প্রো ম্যাক্স-এ থাকবে ৭৫০০ mAh ব্যাটারি, যা সহজেই দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

চার্জিং প্রযুক্তিও কম শক্তিশালী নয়। এতে থাকবে ১৫০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং। মাত্র ১৫–২০ মিনিটে ফোন পুরোপুরি চার্জ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া রিভার্স চার্জিং সুবিধাও থাকছে, যার মাধ্যমে অন্য ফোন বা ওয়্যারলেস ইয়ারবাডস চার্জ করা যাবে।

সফটওয়্যার ও ইউজার এক্সপেরিয়েন্স

ফোনটি আসবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কাস্টম ইন্টারফেস নিয়ে। নতুন এই ইন্টারফেসে থাকবে আরও স্মুথ অ্যানিমেশন, উন্নত এআই অ্যাসিস্ট্যান্ট, এবং উন্নত প্রাইভেসি কন্ট্রোল।

শাওমি এবার বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা দেওয়ার দিকে জোর দিচ্ছে, এবং অন্তত ৪ বছরের অ্যান্ড্রয়েড আপডেট ও ৫ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

👉 শাওমি হাইপার ওএস কি? ফিচার, সাপোর্টেড ডিভাইস ও আরো তথ্য জানুন

কানেক্টিভিটি ও অডিও

কানেক্টিভিটির ক্ষেত্রে শাওমি ১৭ প্রো ম্যাক্স হবে সর্বাধুনিক। এতে থাকছে ৫জি সাপোর্ট, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪ এবং উন্নত জিপিএস সিস্টেম। এছাড়া ইউএসবি টাইপ-সি ৪.০ পোর্ট দ্রুত ডেটা ট্রান্সফার ও ভিডিও আউটপুট উভয়ই সমর্থন করবে।

অডিওর ক্ষেত্রে থাকছে হারমান কার্ডন টিউনড ডুয়াল স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট। ফলে গান শোনা বা সিনেমা দেখার অভিজ্ঞতা হবে আরও উন্নত।

দাম ও প্রাপ্যতা

এখনও আনুষ্ঠানিক দাম ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে শাওমি ১৭ প্রো ম্যাক্স-এর বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হতে পারে প্রায় ৯০,০০০ টাকা থেকে। উচ্চতর স্টোরেজ ও র‍্যাম ভ্যারিয়েন্টগুলোর দাম সহজেই এক লাখ টাকার উপরে চলে যেতে পারে।

প্রথমে এটি চীনের বাজারে উন্মোচিত হবে, এরপর ধীরে ধীরে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

👉 আইফোন ১৭ সিরিজ উন্মোচন করলো অ্যাপল, সাথে চমকপ্রদ সব ফিচার

শেষ কথা

শাওমি ১৭ প্রো ম্যাক্স নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। ডুয়াল ডিসপ্লে সেটআপ, শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, Leica ক্যামেরা সিস্টেম এবং বিশাল ৭৫০০ mAh ব্যাটারি, সব মিলিয়ে এটি হতে যাচ্ছে ২০২৫ সালের অন্যতম আলোচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

যারা একসাথে ভিন্নধর্মী ডিজাইন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং প্রিমিয়াম পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য শাওমি ১৭ প্রো ম্যাক্স নিঃসন্দেহে একটি অসাধারণ চয়েস হতে চলেছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,416 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *