টেক জায়ান্ট স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস৫’ নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। এরই মধ্যে সম্ভাব্য এই হ্যান্ডসেটের স্পেসিফিকেশনও প্রকাশ করেছে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম। কিন্তু অফিসিয়াল ঘোষণা ছাড়া এসবকিছু নিয়েই সন্দেহ থেকে যায়। এবার স্যামসাং নিজেই গ্যালাক্সি এস৫ উন্মোচনের ইঙ্গিত দিল।
কোম্পানিটির গ্লোবাল ব্লগে প্রকাশিত এক পোস্ট থেকে জানা যায়, আগামী ২৪ ফেব্রুয়ারি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘স্যামসাং আনপ্যাকড’ ইভেন্ট অনুষ্ঠিত হবে। ২০১৪ এপিসোড ১ লেখা ঐ ইভেন্ট ইনভাইটেশন কার্ডের ওপর বড় আকারে ‘আনপ্যাকড ৫’ লেখা রয়েছে। এজন্যই ধারণা করা হচ্ছে, ঐদিন গ্যালাক্সি এস৫ স্মার্টফোন ঘোষণা করবে স্যামসাং।
ইতোমধ্যেই গ্যালাক্সি এস ৫ এর বেশ কিছু তথ্য ‘ফাঁস’ হয়েছে। স্মার্টফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন জানতে চাইলে আমাদের এই পোস্টটি দেখতে পারেন। আর এই লিংকে গ্যালাক্সি এস৫ এর হোমস্ক্রিনের লিকড স্ক্রিনশট দেখা যাবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।