বর্তমান বিশ্ব স্মার্টফোন এর কর্তৃত্বে চললেও ফিচার ফোনের ব্যবহার ঠিকই বিদ্যমান রয়েছে। এসব সিম্পল ও অ্যাফোর্ডেবল ডিভাইসের এখনো বেশ চাহিদা রয়েছে। এইচএমডি গ্লোবাল, অর্থাৎ নকিয়া’র বর্তমান লাইসেন্স পার্টনার কোম্পানি বেশ ভালোভাবেই জানে এই ধরনের নকিয়া বাটন ফোনের চাহিদার কথা। এই কারণেই নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ ৪জি নামে দুইটি ফোন নিয়ে এসেছে কোম্পানিটি। চলুন জেনে নেওয়া যাক ফোন দুইটি সম্পর্কে বিস্তারিত।
নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ ৪জি স্পেসিফিকেশন
নকিয়া ১০৫ (২০২৩) ফোনটিতে ১.৮ ইঞ্চি টিএফটি এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজ্যুলেশন ১২০ x ১৬০ পিক্সেলস। অন্যদিক নকিয়া ১০৬ ফোনটিতে ১.৮ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। দুইটি ফোনের মূল আকর্ষণ হতে যাচ্ছে এদের ব্যাটারি।
নকিয়া ১০৫ ফোনটিতে ১০০০ মিলিএম্প এর ব্যাটারি থাকছে যা ১২ ঘন্টা টক টাইম এর পাশাপাশি ২২ দিন স্ট্যান্ডবাই ব্যাকাপ দিতে পারবে। অন্যদিকে নকিয়া ১০৬ ৪জি ফোনটিতে ১৪৫০ মিলিএম্প এর ব্যাটারি রয়েছে, এটিও এক চার্জে কয়েক সপ্তাহ চলতে পারবে। এই দুইটি ফোনই চার্জ হবে মাইক্রো ইউএসবি পোর্ট দ্বারা। রয়েছে ৩.৫ মি.মি. হেডফোন জ্যাক।
নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ (৪জি) উভয় ফোন চলবে সিরিজ ৩০+ (এস৩০+) অপারেটিং সিস্টেমে যা নকিয়ার ফিচার ফোনগুলোর জন্য স্পেশালভাবে তৈরী। নকিয়া ১০৫ ফোনটির কানেকটিভিটি ৪জি পর্যন্ত পেতে পারেন (মার্কেট অনুযায়ী)। অন্যদিকে নকিয়া ১০৬ ৪জি ফোনটিতেও এলটিই সাপোর্ট রয়েছে যার ফলে আরো ফাস্ট ডাটা পাওয়া যাবে। পাশাপাশি আইপি৫২ সার্টিফাইড এই ফোন যার ফলে পানির ছিটেফোঁটা থেকে এটি রক্ষা পাবে।
বলে রাখা ভালো এখানে ওয়্যারলেস এফএম রেডিও সুবিধা পাওয়া যাবে, যার কল্যাণে কোনো ধরনের হেডফোন ছাড়াই রেডিও সুবিধা উপভোগ করা যাবে। এদিকে নকিয়া ১০৬ ৪জি ফোনটিতে এমপি৩ ফাইলে অডিও শোনা যাবে এসডি কার্ড ব্যবহার করে। বাটন ফোনে ৪জি ইন্টারনেট যারা খুঁজছেন তারা ফোনগুলো সম্পর্কে জেনে নিতে পারেন। কারণ অনেক সময় একই ফোনের ২জি এবং ৪জি ভ্যারিয়েন্ট আলাদাভাবে বিক্রি হয়।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ ৪জি দাম
নকিয়া ১০৫ (২০২৩) পাওয়া যাবে তিনটি কালার অপশনে: চারকোল, সায়ান, ও রেড টেরাকোটা। অন্যদিকে নকিয়া ১০৬ ৪জি পাওয়া যাবে চারকোল ও ব্লু কালারে। একাধিক কালার অপশন থাকায় ব্যবহারকারীগণ নিজের পছন্দের কালার বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
নকিয়া ১০৫ (২০২৩) এর দাম ১,২৯৯ ভারতীয় রুপি বা ১৬ মার্কিন ডলার। নকিয়া ১০৬ ৪জি পাওয়া যাবে ২,১৯৯ ভারতীয় রুপি বা ২৭ ডলার দামে। অর্থাৎ বেশ সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে নকিয়ার নতুন ফিচার ফোনের মডেলগুলো। এখানে আহামরি কোনো চমক রাখেনি নকিয়া, তবে এই ফোনগুলোর মূল আকর্ষণ হতে চলেছে এদের মাথানষ্ট ব্যাটারি ব্যাকাপ।
আপনার কেমন লেগেছে নকিয়া ১০৫ (২০২৩) ও নকিয়া ১০৬ ডিভাইস দুইটি? ডিভাইস দুইটি সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Good. Very Good.
Thank you for reading!