সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানি ফেসবুক সাইটটির নিউজফিডের পাশাপাশি নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে। ‘ট্রেন্ডিং’ নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আগ্রহের বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের একটি পার্সোনালাইজড লিস্ট পাবেন। এতে করে পুরো ফেসবুক জুড়ে আলোচিত টপিকসমূহ দেখা যাবে।
ডেস্কটপ ভার্সনে ফেসবুক হোমের উপরের দিকে ডানপাশে প্রতিটি ট্রেন্ডের একটি সংক্ষিপ্ত বর্ণনা থাকবে যাতে ক্লিক করে ব্যবহারকারীরা মূল বিভাগটি সম্পর্কে জানতে পারবেন এবং ঐ টপিকের সাথে সম্পর্কযুক্ত পোস্ট ও আর্টিকেল লিস্ট দেখতে পাবেন।
ট্রেন্ডিং টপিকগুলো নির্বাচনের ক্ষেত্রে বিশেষ একটি অ্যালগোরিদম ব্যবহার করবে ফেসবুক। এক্ষেত্রে পোস্টের সংখ্যা নয়- বরং এগুলোর জনপ্রিয়তা ও সংশ্লিষ্টতাই মূল উপজীব্য বিষয় হবে।
একজন ফেসবুক মুখপাত্র জানিয়েছেন, ফেসবুকে সব সময় সকল জনপ্রিয় পোস্টই যে ট্রেন্ডিং তালিকায় স্থান পাবে এমনটিও নয়। যখন বিষয়টি দ্রুত বর্ধিত হারে ম্যানশন পেতে থাকবে তখন এটি ট্রেন্ডিং লিস্টে চলে আসবে।
এই মুহুর্তে ট্রেন্ডিং পোস্টে কোনো স্পন্সরড কিংবা প্রোমোটেড কনটেন্ট আসবেনা। টুইটারের ট্রেন্ডিং লিস্টে প্রোমোটেড কনটেন্ট দেখা যায়। তবে ভবিষ্যতে ফেসবুকেও যে এমনটি হবেনা, তা নিশ্চিত করে বলা যায়না।
ট্রেন্ডিং টপিক লিস্টের মাধ্যমে টুইটার থেকে আরও একটি ফিচার কপি করল ফেসবুক। গত বছর টুইটারের বহুল জনপ্রিয় হ্যাশট্যাগ কপি করেছিল মার্ক জুকারবার্গের টিম। এর আগে টুইটারের ফলোয়ার টার্মটিও ব্যবহার শুরু করেছিল ফেসবুক।
বৃহস্পতিবার থেকে ফেসবুকে ট্রেন্ডিং ফিচারের অবমুক্তি শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি বিশ্বের অন্যান্য ফেসবুকারদের ডেস্কটপ ও মোবাইলে চলে আসবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।