
সফটওয়্যারটি সম্পর্কে জানতে ও ডাউনলোড করতে ওমিক্রনল্যাব যে ওয়েবপেইজগুলো ডিজাইন করেছে সেগুলো ভিজিট করলেই আপনি ম্যাকে বাংলা লেখার একটা ফ্লেভার পেয়ে যাবেন। এখানে আইঅভ্রের ফিচারগুলোর অফিসিয়াল টেক্সট তুলে দেয়া হল।
যা যা আছে iAvro –তে:
- ১০০% অভ্র ফোনেটিকে লেখার সুবিধা। ফলে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক – সব প্লাটফর্মেই এখন থেকে বাংলা লেখা যাবে একই ফোনেটিক স্কিমে, একই রকম স্বাচ্ছন্দ্যে।
 - অভ্রের অন্য সংস্করণের মত এই সংস্করণেও আছে ‘অভিধান সাহায্য’ সুবিধা। এটি ফোনেটিকে বাংলা লেখার সময় কাছাকাছি বাংলা শব্দগুলো নির্ণয় করতে এবং পরামর্শ হিসেবে সঠিক শব্দের তালিকা দেখাতে পারে। এর ফলে সঠিক বানানে বাংলা লেখা বেশ সহজ।
 - ফোনেটিকে লেখার সময় প্রিভিউ উইন্ডোতে কি লেখা হচ্ছে তা দেখার সুবিধা। ফলে কি লেখা হবে তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে ব্যবহারকারীর হাতে।
 - আরো রয়েছে অটো-কারেক্ট সুবিধা।
 - এটি প্রায়শ ব্যবহৃত ইংরেজি শব্দগুলো ইংরেজি বানান থেকে সরাসরি বাংলায় রূপান্তর করতে পারে। যেমন; Facebook, Download প্রভৃতি শব্দগুলো মূল ইংরেজি বানানে লিখলে স্বয়ংক্রিয়ভাবেই তা বাংলায় ‘ফেসবুক’, ‘ডাউনলোড’ প্রভৃতি বানানে রূপান্তর করতে পারে।
 - সর্বোপরি অভ্রের অন্য সংস্করণের মত iAvro ও প্রকাশিত হয়েছে মুক্ত সফটওয়্যার হিসেবে। যে কেউই প্রয়োজনমাফিক এর পরিমার্জন, পরিবর্ধন ও পরিশীলন করতে পারবেন।
 
ম্যাক অপারেটিং সিস্টেমের কোন কোন ভার্সনে চলবে?
এটি ম্যাক ওএস এক্স ১০.৭ (লায়ন), ওএস এক্স ১০.৮ (মাউন্টেন লায়ন) এবং সর্বশেষ সংস্করণ ওএস এক্স ১০.৯ (ম্যাভেরিকস) –এ চলবে।
ডাউনলোড:
ইন্সটলেশনের বিস্তারিত তথ্যসহ বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: http://www.omicronlab.com/iavro.html
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
 - বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
 - বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
 - গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
 - বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
 - প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
 

 
			আমাদের যেকোনো প্রশ্ন করুন!