রেডমি এ১ সিরিজ চলে এলো বাংলাদেশে। রেডমি এ১+ ও রেডমি এ১ ডিভাইস দুইটি থাকছে এই নতুন লাইন-আপে৷ এই পোস্টে বিস্তারিত জানবো এই দুইটি ফোন সম্পর্কে।
বাজেট ফোন, রেডমি এ১ ও রেডমি এ১+ এ রয়েছে প্রায় একই ধরনের ডিজাইন। এর মধ্যে আবার রেডমি এ১+ এ রয়েছে ব্যাক মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। এছাড়া দুইটি ফোনেই ওয়াটারড্রপ নচ, একাধিক কালার অপশন ও ডুয়াল ক্যামেরা সেটাপ রয়েছে। ফিচারের দিক দিয়ে এই ফোন দুইটি প্রায় একই ধরনের। আবার কম দামে ফোন দুইটির পলিকার্বনেট ব্যাক দেখতেও বেশ আকর্ষণীয় লাগে।
রেডমি এ১ ও রেডমি এ১+ দুইটি ডিভাইসেই ৬.৫২ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা এই দাম বিবেচনায় চলনসই বলা চলে। দুইটি ফোনেই অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন ব্যবহার করা হয়েছে। এছাড়া দুইটি ফোনেই পেয়ে যাবেন ৫০০০মিলিএম্প এর ব্যাটারির সাথে ১০ওয়াট চার্জার।
রেডমি এ১ ও রেডমি এ১+ দুইটি ফোনেই প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট ব্যবহার করা হয়েছে। ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ থাকছে রেডমি এ১ ফোনটিতে, ৩জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ থাকছে রেডমি এ১+ ফোনটিতে। এছাড়া দুইটি ফোনেই ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্লোনাস, ইত্যাদি ফিচার রয়েছে।
রেডমি এ১ ফোনটিতে ডুয়াল ক্যামেরা রয়েছে, ৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ এর পাশাপাশি ডেপথ সেন্সর রয়েছে। এছাড়া ফোনের ফ্রন্টে ৫মেগাপিক্সেল সেল্ফি শুটার রয়েছে। রেডমি এ১+ ফোনটিতেও একই ধরনের ক্যামেরা সেটাপ রয়েছে।
৩জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ এর রেডমি এ১+ পাওয়া যাবে ১১,৯৯৯টাকায়। অন্যদিকে রেডমি এ১ ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজে দারাজ ১১.১১ ক্যাম্পেইনে পাওয়া যাবে, যার দাম সম্পর্কে এখনো জানানো হয়নি।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।