বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়াতে ফ্রি ইন্টারনেট ও মিনিট প্রদান করছে দেশের সকল মোবাইল অপারেটর। এছাড়া এগিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং ও কলিং অ্যাপ, ইমো। চলুন জেনে নেওয়া যাক সিলেটবাসিদের জন্য এবং বন্যাদুর্গত এলাকা সমূহের জন্য ফ্রি মোবাইল ডাটা ও মিনিট অফারগুলো সম্পর্কে।
টেলিটক
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ, জামালপুর ও কিশোরগঞ্জের বন্যার্তদের জন্য ফ্রি মিনিট, ইন্টারনেট ও এসএমএস প্রদান করছে টেলিটক।
১৫মিনিট টকটাইম, ৫০০এমবি ইন্টারনেট ও ২০টি এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন বন্যা কবলিত এলাকার টেলিটক গ্রাহকগণ। এই ফ্রি অফার এর মেয়াদ ১০দিন বন্যার্ত এলাকায় ১৫মিনিট টকটাইম, ৫০০এমবি ইন্টারনেট ও ২০টি এসএমএস ফ্রি পেতে ডায়াল করতে হবে *111*2022*7# নম্বরে।
বাংলালিংক
১০০এমবি ইন্টারনেট ও ১০মিনিট টকটাইম প্রদান করছে বাংলালিংক। বন্যা কবলিত এলাকায় বাংলালিংক গ্রাহকরা ১০এমবি ও ১০মিনিট পাবেন বিনামূল্যে। অফারটি পেতে ডায়াল করুন *121*900*3# নম্বরে, আপনার বাংলালিংক মোবাইল থেকে।
রবি
রবি সিমে ১০মিনিট টকটাইম ও ১০০এমবি ইন্টারনেট প্রদান করা হচ্ছে বন্যা কবলিত এলাকাবাসীর জন্য। এই ফ্রি মিনিট ও ইন্টারনেট এর মেয়াদ ৩দিন। অফারটি পেতে ডায়াল করতে হবে *21291*1#
এয়ারটেল
বন্যা কবলিত এয়ারটেল গ্রাহকদের জন্য রয়েছে ১০মিনিট টকটাইম ও ১০০এমবি ইন্টারনেট, যার মেয়াদ ৩দিন। অফারটি পেতে ডায়াল করতে হবে *212*1#
গ্রামীণফোন
সিলেটে বন্যার্তদের জন্য ১০মিনিট ফ্রি টকটাইম প্রদান করছে গ্রামীণফোন। সিলেটের সকল গ্রামীণফোন গ্রাহকের ফোনে বিনামূল্যে পৌঁছে যাবে এই ফ্রি মিনিট অফার। ১০মিনিট ফ্রি মিনিট ব্যবহার করা যাবে দেশের যেকোনো অপারেটরে। এই মিনিট এর মেয়াদ ৩দিন।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
ইমো
৪০লক্ষ টাকার ফ্রি ইন্টারনেট প্রদান করছে ইমো অ্যাপ। সিলেটবাসীর জন্য ইমো অ্যাপের এই অফার প্রযোজ্য। আপনি যদি সিলেট এলাকায় না থাকেন, তবে দয়া করে এই ফ্রি ডাটা নিবেন না। এখানে যেহেতু ইন্টারনেট সীমিত আকারে প্রদান করা হচ্ছে। তাই আপনি যদি অকারণে ডাটা নিয়ে ফেলেন, তার কারণে বন্যা কবলিত এলাকার মানুষজন ফ্রি ইন্টারনেট পাবেনা। প্রতি গ্রাহককে ৩০০এমবি ফ্রি ইন্টারনেট প্রদান করছে ইমো। ইমো ফ্রি ইন্টারনেট নিতে
- ইমো অ্যাপে প্রবেশ করে প্রোফাইল পিকচারে ট্যাপ করুন
- Pray for Sylhet অপশনে ট্যাপ করুন
- এরপর Claim Data অপশনে ট্যাপ করলে পরবর্তী ২৪ঘন্টার মধ্যে ডাটা পেয়ে যাবেন
বন্যা কবলিত এলাকায় থাকা আপনার আত্মীয়দেরকে জানিয়ে দিন এসব অফার সম্পর্কে। প্রয়োজনের সময় তাদের বেশ কাজে আসতে পারে এসব অফার।
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।