গুগল তাদের ডেভেলপার কনফারেন্সে নতুন একটি স্মার্ট ম্যাসেজিং অ্যাপ “অ্যালো” লঞ্চ করার ঘোষণা দিয়েছে। অ্যাপটি অনেকটা ফেসবুক মেসেঞ্জারের মত, তবে এর কিছুটা বিশেষত্ব আছে। গুগল অ্যালো আপনার হয়ে অবস্থা বুঝে সে অনুযায়ী মেসেজ লিখে দিতে পারে। এটি মেসেজের সাথে স্টিকার, ফটো প্রভৃতি পাঠাতে পারবে এবং আপনার ফোনে সংরক্ষিত কনটাক্টস বা নম্বরের সাথে কাজ করবে।
আপনি চাইলে আপনার বর্তমান গুগল একাউন্টের সাথেও একে লিঙ্ক করতে পারবেন যদিও তা বাধ্যতামূলক নয়।
অ্যালো নামক এই নতুন মেসেঞ্জারের মূল শক্তি হল, এর সাথে স্মার্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেটেড আছে যার ফলে এটি প্রতিনিয়ত আপনার আদান-প্রদানকৃত ম্যাসেজ থেকে শিখবে।
যেমন ধরুন, আপনার বন্ধু আপনাকে একটি পোষা প্রাণীর(কুকুরের) ছবি পাঠালো। সেখানে অ্যালো নিজ থেকেই উত্তর দিবে “cute dog” কেননা আপনি সাধারণত এ ধরনের মেসেজে এরকমই উত্তর দিয়ে থাকেন!
আপনি চাইলে স্বয়ং এই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট এর সাথেও আলাপ করতে পারবেন। যেমন মনে করুন, আপনি কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন; তখন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট আপনাকে আপনার আশেপাশের রেস্তোরাঁর ঠিকানা বলে দেবে। অ্যালো মূলত গুগলের সম্প্রতি ঘোষণাকৃত নতুন কনভার্সেশনাল স্মার্ট অ্যাসিস্ট্যান্ট এর সহায়তায় এ কাজগুলো করে থাকবে।
অ্যালোর ভিতর আপনি যত কথপকথন করবেন সবই এনক্রিপটেড থাকবে। এগুলো ইনকগনিটো মুডে এমনভাবে এনক্রিপটেড থাকবে যে গুগল নিজেও এগুলো পড়তে পারবে না।
গুগল প্লে স্টোরে ইতোমধ্যেই অ্যালো যোগ করা হয়েছে। এখনই অ্যাপটি আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন না। তবে অ্যাপটি নামানোর জন্য আপনি প্রি-রেজিস্টার করে রাখতে পারেন। ফলে যখনই এটি ডাউনলোডের জন্য উপলভ্য হবে, তখন গুগল আপনাকে নোটিফিকেশন দেবে। আর আইওএস এর জন্যও অ্যালো আসছে শীঘ্রই।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।