অপেরা তাদের ওয়েব ব্রাউজার আরও ব্যবহার বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী করার ঘোষণা দিয়েছে। এটি নিজস্ব পাওয়ার সেভিং মুডে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ টাইম প্রায় ৫০% বাড়িয়ে তুলতে পারবে। অর্থাৎ আপনি অপেরার পাওয়ার সেভিং মুডে বাড়তি কয়েক ঘন্টা ব্রাউজিং করতে পারেন।
অপেরার নতুন ডেভেলপার ভার্সনে এ সুবিধাগুলো পাওয়া যাবে। ডেভেলপার ভার্সনে নির্দিষ্ট অপশন থাকবে যাতে করে ব্যাকগ্রাউন্ড ট্যাব এক্টিভিটি এবং ভিডিও প্লেব্যাক নিয়ন্ত্রণ করা যায়। অপেরার টেস্ট অনুসারে আপনি উইন্ডোজ ১০ ল্যাপটপে আগের অপেরা ভার্সন এবং গুগল ক্রোমের তুলনায় ৩ ঘণ্টা বেশি ওয়েব সার্ফিং করতে পারবেন।
ব্যাটারি ব্যাকআপ ও ব্রাউজারের মধ্যে সম্পর্ক আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন, যে ডিভাইস আপনি ব্যবহার করছেন তার ক্ষমতা, যে পেজ ভিজিট করছেন সেটির ওয়েট ইত্যাদি। আর এ ধরনের ব্রাউজারের পাওয়ার অপটিমাইজেশন নতুন নয়। অ্যাপল তাদের সাফারির জন্য OSx Yosemite এ যে আপডেট দিয়েছিল তাতে ব্যাটারি লাইফ এর দিকে নজর দিয়েছিল।
যাইহোক নতুন এই চেষ্টার মাধ্যমে অপেরা ব্যবহারকারীরা কিছুটা হলেও বেশি সময় ধরে ওয়েব ব্রাউজিং করতে পারবেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।