বাংলাটেক টোয়েন্টিফোর ডটকমের নিয়মিত ভিজিটর হয়ে থাকলে আপনার হয়ত মনে আছে, ২০১৪ সালের জানুয়ারিতে এক প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম, কিশোর কিশোরীরা ফেসবুকের প্রতি আগ্রহ হারাচ্ছে। একারনে ফেসবুকের বিনিয়োগকারীদের মধ্যে উৎকণ্ঠাও দেখা দিয়েছিল। আর এখন ২০১৪ সালের শেষ প্রান্তে এসে ব্লুমবার্গ বিজনেস উইক জানাচ্ছে, ১৩-১৭ বছর বয়সী (কিশোর) ব্যবহারকারীরা ক্রমাগত ফেসবুক ছেড়ে দিচ্ছে।
পত্রিকাটি লিখছে, ২০১৪ এর এক সমীক্ষা অনুযায়ী বর্তমানে অ্যামেরিকার মোট সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী কিশোর-কিশোরীদের ৮৮% ফেসবুক ব্যবহার করছে যা ২০১৩ তে ছিল ৯৪% এবং ২০১২ তে ছিল ৯৫%।
যদিও এই হ্রাস পাওয়ার হার ফেসবুকের জন্য খুবই কম কিন্তু চিন্তার বিষয় হল ফেসবুকের প্রতিদ্বন্দ্বীদের ব্যাবহারকারী বাড়ছে। যেমন টুইটারের ক্ষেত্রে অ্যামেরিকার মোট সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী কিশোর-কিশোরীদের হার ২০১৩ তে ছিল ৪৬% এবং ২০১৪ তে তা বেড়ে হয়েছে ৪৮%।
ফেসবুকের জনপ্রিয়তা কমে যাওয়ার কারন গুলোর মধ্যে রয়েছে নিরাপত্তা ও বিশ্বস্ততার অভাব। আবার অনেকেই মনে করেন এখন আর ফেসবুক অতোটা উপভোগ্য নয়। বরং তারা ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ প্রভ্রৃতি ব্যবহার করছে।
আরেকটি গবেষণায় দেখা গেছে, টিনএজাররা ফেসবুক ত্যাগ করার পেছনে এতে লোকজনের অতিরিক্ত শেয়ারিং এবং প্রাইভেসির অভাববোধই বেশি দায়ী। কোন কোন ফেসবুকার তাদের গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ডের ছবি পোস্ট করে, তুচ্ছ বিষয়ে স্ট্যাটাস দেয়- যা কিশোররা পছন্দ করেনা বলেও জানা গেছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।