টেলিটকে ফ্রি ৭১ জিবি ডাটা পাওয়ার উপায় (নতুন সিমে)

টেলিটকে কিছুদিন আগে ১৭টাকায় ২জিবি অফার বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকদিন ধরেই দেশের মোবাইল ডাটা ব্যবহারকারীদের মধ্যে ১৭ টাকায় ২ জিবি প্যাকেজটি তুমুল জনপ্রিয় ছিল। কিন্তু অফারটি বন্ধ হয়ে যাওয়ার পর অনেক টেলিটক গ্রাহক বেশ মনঃক্ষুণ্ণ হয়েছেন। যদিও এরপরে টেলিটক নতুন দুটি আনলিমিটেড মেয়াদের মোবাইল ডাটা প্যাকেজ প্রকাশ করেছে তারপরেও তুলনামূলক কম দামে আকর্ষণীয় ডাটা প্যাকেজ সবাই বেশ পছন্দ করে থাকেন। 

তবে যদি হয় বিনামূল্যে ডাটা পাওয়ার সুযোগ তাহলে তো কোন কথাই নেই। টেলিটক তাদের নির্দিষ্ট প্যাকেজের নতুন গ্রাহকদের জন্য দিচ্ছে এমনই অসাধারণ এক সুযোগ। আপনি যদি নতুন টেলিটক গ্রাহক হয়ে ৭১ জিবি পর্যন্ত ফ্রি ডাটা ব্যবহার করতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। পুরো পোস্টটি পড়ে জেনে নিন কীভাবে টেলিটকের ফ্রি ৭১জিবি ইন্টারনেট অফার গ্রহণ করবেন।

শুধু তা’ই নয়। বিনামূল্যে ইন্টারনেট ডাটার পাশাপাশি আপনি উপভোগ করতে পারবেন ২০টি এফএনএফ, ১ সেকেন্ড পালস, ৪৫ পয়সা/মিনিট (যেকোনো লোকাল অপারেটরে)।

টেলিটকের উক্ত অসাধারণ প্যাকেজের নাম টেলিটক স্বাধীন। নতুন টেলিটক স্বাধীন সিম কিনলে আপনি পাবেন সর্বোচ্চ ৭১ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট ডাটা ব্যবহারের সুযোগ। আমাদের পোস্টে আমরা পুরো অফারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো।

১৫০ টাকা দিয়ে টেলিটক স্বাধীন সিম কিনলে আপনি সিমে ১ মাস মেয়াদে ৫ টাকা ব্যালেন্স পাবেন। সেই সাথে ১জিবি ফ্রি ডাটা পাবেন যার মেয়াদ থাকবে ৭দিন। বায়োমেট্রিকভাবে সিম অ্যাক্টিভেট করার পর প্রথম ৪৮ টাকা রিচার্জ করলে আপনি পাবেন ৪০ টাকা মূল ব্যালেন্স, ফ্রি ১০ জিবি ডাটা (৭দিন মেয়াদ) এবং ১২ মিনিট টকটাইম (৭দিন মেয়াদ)। তো এই পেলেন প্রথম ১১জিবি ডাটার হিসাব। বাকি রইল ৬০জিবি।

teletalk free 71gb

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

এরপর প্রতি ৩০ দিনে একবার ১০০ টাকা রিচার্জে পাবেন ১০০ টাকা মূল ব্যালেন্স, ফ্রি ৫ জিবি ডাটা (৭দিন মেয়াদ)। এই অফারটি শুধুমাত্র রিচার্জে পাওয়া যাবে। অফারের মেয়াদ সিম অ্যাক্টিভেশন মাস থেকে ১২ মাস পর্যন্ত। সুতরাং সর্বোচ্চ ১২ বার আপনি এই অফার নিতে পারবেন। তাহলে প্রতি মাসে ৫জিবি ফ্রি পেলে ১২ মাসে পাবেন ৬০জিবি। আগে পেলেন ১১জিবি। সুতরাং এভাবে মোট ৭১ জিবি ফ্রি ডাটা পেয়ে যাবেন।

টেলিটক স্বাধীন প্যাকেজের উক্ত অফারটি কেমন লাগল? আপনার মতামত কমেন্টে জানান!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,569 other subscribers

2 comments

    • আরাফাত বিন সুলতান Reply

      আপনার নিকটস্থ সিম বিক্রির দোকানে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *