ই-সিম আনছে বাংলালিংক! জানুন বিস্তারিত

প্রযুক্তির উন্নতির সাথে তাল মিলিয়ে দেশের টেলিকম কোম্পানিগুলোও সমানভাবে কাজ করে যাচ্ছে। ই-সিম প্রযুক্তি বিশ্বব্যাপী ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশে গ্রামীণফোন এর হাত ধরে ই-সিম এর যাত্রা শুরু হয়। এবার বাংলালিংক ই-সিম সুবিধা আনার ঘোষণা দিলো।

যারা ই-সিম সম্পর্কে জানেন না তাদের জন্য বলে রাখি, ই-সিম হলো ফোনের মধ্যে থাকা একটি এমবেডেড সিম। সাধারণ সিম এবং ইসিম এর মধ্যে পার্থক্য হলো, eSIM দ্বারা কোনো অপারেটর এর নেটওয়ার্ক ব্যবহার করতে ফিজিক্যাল চিপ ব্যবহার প্রয়োজন হয়না। অর্থাৎ ই-সিম এর কল্যাণে প্রচলিত সিম কার্ড ছাড়াই সিমের সুবিধাসমূহ পাওয়া যাবে।

পরিবেশগত সুবিধার পাশাপাশি দেশজুড়ে এক নতুন ডিজিটাল বিপ্লব নিয়ে আসা বাংলালিংক ই-সিম এর প্রধান লক্ষ্য। এই নতুন প্রযুক্তি দেশের অন্যান্য টেলিকম কোম্পানিগুলোও নিয়ে আসলে এর পুরো সুবিধা উপভোগ করা যাবে। আশা করা যায় খুব শীঘ্রই দেশের অন্যান্য অপারেটরগুলোও ই-সিম সুবিধা নিয়ে আসবে।

যেসব ডিভাইসে বাংলালিংক ই-সিম কাজ করবে

অ্যাপল, স্যামসাং ও গুগল এর একাধিক ডিভাইসে বাংলালিংক ই-সিম কাজ করবে। ব্র্যান্ডগুলোর যেসব ফোনে বাংলালিংক ই-সিম কাজ করবে সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

অ্যাপল 

  • আইফোন ১৪
  • আইফোন ১৪ প্লাস
  • আইফোন ১৪ প্রো ম্যাক্স
  • আইফোন ১৪ প্রো
  • আইফোন ১৩, ১৩ প্রো, ১৩ প্রো ম্যাক্স, ১৩ মিনি
  • আইফোন ১২, ১২ প্রো, ১২ প্রো ম্যাক্স, ১২ মিনি
  • আইফোন এসই
  • আইফোন ১১, ১১ প্রো, ১১ প্রো ম্যাক্স
  • আইফোন ১০এস, ১০এস ম্যাক্স
  • আইফোন ১০আর
  • আইপ্যাড প্রো ১২.৯ইঞ্চি (4th generation)
  • আইপ্যাড প্রো ১২.৯ইঞ্চি (3rd generation)
  • আইপ্যাড প্রো ১১ইঞ্চি (2nd generation)
  • আইপ্যাড প্রো ১১ইঞ্চি (1st generation)
  • আইপ্যাড এয়ার (4th generation)
  • আইপ্যাড এয়ার (3rd generation)
  • আইপ্যাড (8th generation)
  • আইপ্যাড (7th generation)
  • আইপ্যাড মিনি (5th generation)

স্যামসাং

  • স্যামসাং গ্যালাক্সি এস২২, এস২২ আলট্রা
  • স্যামসাং ফোল্ড এলটিই মডেল
  • স্যামসাং জি ফ্লিপ ৪
  • স্যামসাং জি ফোল্ড ৪
  • স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৩
  • স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ
  • স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ২
  • স্যামসাং গ্যালাক্সি ফোল্ড
  • স্যামসাং গ্যালাক্সি এস২১+ 
  • স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা
  • স্যামসাং গ্যালাক্সি নোট ২০ আলট্রা
  • স্যামসাং গ্যালাক্সি নোট ২০ এফই
  • স্যামসাং গ্যালাক্সি এস২০, এস২০+ ও এস২০ আলট্রা

গুগল

  • গুগল পিক্সেল ৭ প্রো
  • গুগল পিক্সেল ৭
  • গুগল পিক্সেল ৬ প্রো
  • গুগল পিক্সেল ৬
  • গুগল পিক্সেল ৬এ ৫জি
  • গুগল পিক্সেল ৫
  • গুগল পিক্সেল ৪এ
  • গুগল পিক্সেল ৪
  • গুগল পিক্সেল ৩ & এক্সএল
  • গুগল পিক্সেল ২

বাংলালিংক ই-সিম কিভাবে কিনবেন

বাংলালিংক ই-সিম কেনা যাবে নিকটতম বাংলালিংক সার্ভিস সেন্টার থেকে। সেখান থেকে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করে ইন্টারনেট ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে ই-সিম প্রোফাইল যুক্ত করে সিম একটিভ করা যাবে। বাংলালিংকের ওয়েবসাইটে এমনটিই জানা গেছে

বাংলালিংকে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

সাধারণ সিম থেকে চাইলে ই-সিমে মাইগ্রেট করা যাবে। সেক্ষেত্রে বাংলালিংক সার্ভিস সেন্টারে গিয়ে মাইগ্রেশন অনুরোধ করতে হবে ও এরপর সিম কিট ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে ই-সিম একটিভেশন সম্পন্ন করা যাবে।

হ্যান্ডসেট পরিবর্তন করলে ই-সিম ব্যবহারের প্রক্রিয়া একই থাকবে। নতুন ডিভাইসে কিউআর কোড স্ক্যান করে প্রোফাইল যুক্ত করে উক্ত সিম ব্যবহার করা যাবে। একই ডিভাইসে একাধিক ই-সিম ব্যবহার করা যাবে ও একই সাথে ২টি প্রোফাইল অর্থাৎ সিম একটিভ থাকবে।

এছাড়া আপনি চাইলে ই-সিম থেকে প্লাস্টিক সিমেও মাইগ্রেট করতে পারবেন। বাংলালিংক কাস্টমার কেয়ার থেকে এই সিম সংগ্রহ করতে পারবেন।

👉 ভিডিওঃ গ্রামীণফোন ই-সিম সম্পর্কে যেসব তথ্য আপনার জানা দরকার

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *