৬৪-বিট চিপের সাথে আসলো কোয়ালকম এর নতুন মোবাইল প্রসেসর

qualcomm-liquid-leadকোয়ালকম এই প্রথম ৬৪-বিট চিপ এর সাথে আনলো তাদের মোবাইল প্রসেসর। তারা এর নাম দিয়েছে স্ন্যাপড্রাগন ৪১০,যেটি মূলত কমদামী ফোনগুলোর জন্য উপযোগী। তবে এটি দামী অথবা প্রিমিয়াম ফোনগুলোর জন্য উপযোগী নয়। কোয়ালকম বলেছে, তারা ২০১৪ সালের প্রথম ২-৩ মাসের মধ্যে নতুন ফোনগুলোর সাথে এই প্রসেসর বাজারে ছাড়বে।

এই প্রসেসরটির আরও কিছু ফিচারও রয়েছে। এটির সাথে এলটিই (LTE), ১০৮০পি ভিডিও প্লেব্যাক, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, ওয়াইফাই, এনএফসি ও ব্লুটুথ সাপোর্ট আছে। এই প্রসেসরটি এন্ড্রয়েড, উইন্ডোজ ফোন ও ফায়ারফক্স ওএস এর উপযোগী। কোয়ালকম মূলত এই প্রসেসরটি ১৫০০০ টাকার নিচের ফোনগুলোতে এলটিই সাপোর্টের জন্যই বাজারে ছাড়ছে!

Via: TechieRevive

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *