ওয়ালটন আনল ৭.৮৫ ইঞ্চি এন্ড্রয়েড ট্যাবলেট ‘ওয়ালপ্যাড ৮’

walpad 8ওয়ালপ্যাড সিরিজের নতুন ট্যাবলেট বাজারে আনল বাংলাদেশী কোম্পানি ওয়ালটন। কয়েক মাস আগে ওয়ালপ্যাড ৭ ট্যাব লঞ্চ করার পর এবার তারা ওয়ালপ্যাড ৮ নিয়ে এসেছে। ডিভাইসটিতে রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াডকোর সিপিইউ, ৭.৮৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, মেটাল বডি প্রভৃতি। চলুন দেখি এর বিস্তারিত স্পেসিফিকেশন।

  • > এন্ড্রয়েড ৪.২.২ জেলিবিন ওএস
  • > ২৮ ন্যানোমিটার কোয়াডকোর ১.২ গিগাহার্টজ সিপিইউ
  • > পাওয়ারভিআর এসজিএক্স ৫৪৪ এমপি জিপিইউ
  • > ১জিবি র‍্যাম, ৮জিবি স্টোরেজ, মাইক্রোএসডি স্লট (৩২জিবি পর্যন্ত বাড়ানো যাবে)
  • > থ্রিজি, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং
  • > ৫ মেগাপিক্সেল ব্যাক-২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং
  • > ৭.৮৫ ইঞ্চি টাচস্ক্রিন (১০২৪x৭৬৮পি)
  • > মোশন সেন্সর, লাইট সেন্সর, এজিপিএস
  • > ৪২০০ এমএএইচ ব্যাটারি

>>> রিলিজ ডেটঃ ১৫ নভেম্বর ২০১৩, শুক্রবার;

>>> মূল্যঃ ১৫,৯৯০ টাকা।

কেমন লাগল ওয়ালপ্যাড ৮? আপনি কি ওয়ালপ্যাড ৮ ট্যাবলেট কিনতে চান? 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *