প্রতিটি আইফোন ১০ বানাতে কত খরচ হয় অ্যাপলের?

আইফোন ১০ এর আলোচনা এখনো চলছে। যদিও অনেকেই এটা এখনই কিনতে পারছেন না (কারণ যা’ই হোক), তবুও প্রযুক্তির নতুন নতুন বিষয়ে আগ্রহী তো হতেই পারেন, তাইনা? হ্যাঁ, আর এজন্যই অ্যাপলের সবচেয়ে ব্যয়বহুল আইফোন মডেল ‘আইফোন ১০’ এর ব্যাপারে আপনার কৌতূহল থাকাটা মোটেই দোষের কিছু না। বরং এটাই স্বাভাবিক। আপনি যদি আমার নিয়মিত পাঠক হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন, বর্তমানে আইফোন ১০ ডিভাইসের সর্বনিম্ন দাম হচ্ছে ১ হাজার ডলার। বাংলাদেশ থেকে এটা কিনতে লাখ খানেক টাকা লাগবে। তাও ‘চাহিবা মাত্র’ পাবেন কিনা সন্দেহ আছে। আচ্ছা, এত দামী একটা স্মার্টফোন বানাতে অ্যাপলের কত খরচ হয়েছে, মনে প্রশ্ন জাগেনা? সেই প্রশ্নের উত্তর এই পোস্টে খুঁজব।

গবেষণা প্রতিষ্ঠান টেকইনসাইটস বলছে, তারা আইফোন ১০ এর সকল যন্ত্রাংশ পরীক্ষানিরীক্ষা করে এর উৎপাদন খরচ সম্পর্কে ধারণা পেয়েছে। আর তাদের বরাত দিয়ে রয়টার্স লিখছে, প্রতিটি আইফোন ১০ ডিভাইস উৎপাদন করতে অ্যাপলের সর্বনিম্ন ৩৫৭.৫০ ডলার খরচ হয়েছে। এটি হচ্ছে আইফোন ১০ এর ৬৪জিবি ভ্যারিয়েশন, যার বিক্রয়মূল্য ৯৯৯ ডলার। এখানে অ্যাপলের গ্রস প্রফিট মার্জিন ৬৪ শতাংশ। অপরদিকে আইফোন ৮ এর ক্ষেত্রে এই গ্রস প্রফিট মার্জিন ৫৯ শতাংশ বলেই জানাচ্ছে রয়টার্স।

অবশ্য অ্যাপল বরাবরই বলে আসছে, তারা ডিভাইসের সাথে এক্সপেরিয়েন্সও দিচ্ছে, যার মোট দাম শুধুমাত্র ডিভাইসটির চেয়ে বেশি হয়।

কী আছে আইফোন ১০ এ?

  • ৫.৮ ইঞ্চি সুপার রেটিনা (ওএলইডি) ডিসপ্লে (১১২৫ x ২৪৩৬পি, ৪৫৮পিপিআই)
  • গ্লাস ও স্টেইনলেস স্টিল ডিজাইন
  • ফেইস আইডি
  • পেছনের দিকে ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ডুয়াল টোন কোয়াড এলইডি ফ্ল্যাশ
  • সামনের দিকে ৭ মেগাপিক্সেল ক্যামেরা
  • ট্রুডেপ্‌থ ক্যামেরা
  • অ্যাপল এ১১ বায়োনিক চিপসেট
  • ৩জিবি র‍্যাম
  • এলটিই অ্যাডভান্সড
  • ব্লুটুথ ৫.০
  • ডুয়াল স্পিকার
  • ধূলা ও পানি প্রতিরোধী
  • ওয়্যারলেস চার্জিং
  • ফাস্ট চার্জিং
  • কালারঃ স্পেস গ্রে এবং সিলভার

আইফোন ১০ এর ৬৪জিবি ভ্যারিয়েশনের দাম ৯৯৯ ডলার, এবং ২৫৬জিবি ভ্যারিয়েশনের দাম ১১৪৯ ডলার।

  > >আরও পড়ুনঃ ৩ কোটি টাকার আইফোন ১০ চুরি গেল অ্যাপল স্টোরের সামনে থেকে!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *