সকল মোবাইলের সিম পুনরায় রেজিস্ট্রেশনের নিয়ম

Bangladesh-Mobile-Operators and BTRC

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ দেশে নিবন্ধিত ও অনিবন্ধিত সকল মোবাইল ফোনের সিম পুনরায় নিবন্ধনের নির্দেশনা জানিয়েছে। আপনি খুব সহজেই মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ঘরে বসে আপনার মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া শুরু করতে পারবেন।

mobile sim re registration

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরা যেভাবে এসএমএসের মাধ্যমে সিম নিবন্ধনের জন্য তথ্য প্রদান করবেনঃ

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এভাবে এসএমএস লিখুনঃ

ইংরেজিতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ, পূর্ণ নাম

এবার ১৬০০ নম্বরে এসএমএস পাঠান (ফ্রি)।

 

ফরম্যাট উদাহরণঃ

xxxxxxxxxxxxxxxxx, 09 Oct 1988, Jobayer Ahmed

 

পাঠিয়ে দিন 1600 নম্বরে (ফ্রি)। ফিরতি এসএমএস (Your request has been accepted. Thank you for the information)-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার তথ্য গ্রহণ করা হয়েছে।

 

সিটিসেল গ্রাহকরা যেভাবে এসএমএসের মাধ্যমে সিম নিবন্ধনের জন্য তথ্য প্রদান করবেনঃ

মোবাইলের এসএমএস অপশনে গিয়ে U লিখে স্পেস দিয়ে ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে স্পেস দিয়ে পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ লিখে স্পেস দিয়ে পূর্ণ নাম লিখে মেসেজটি ১৬০০ নম্বরে এসএমএস করুন।

 

ফরম্যাট উদাহরণঃ

U xxxxxxxxxxxxxxxxx 09 Oct 1988 Jobayer Ahmed

 

পাঠিয়ে দিন 1600 নম্বরে (ফ্রি)। ফিরতি এসএমএস (Your request has been accepted. Thank you for the information)-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার তথ্য গ্রহণ করা হয়েছে।

অনলাইনেও তথ্য দেয়ার উপায় আছে। সেক্ষেত্রে আপনার মোবাইল অপারেটরের ওয়েবসাইটে খোঁজ নিন। বিস্তারিত জানতে আপনার মোবাইল অপারেটরের সাথে (কাস্টমার কেয়ারে) যোগাযোগ করুন।

শুধু এসএমএস পাঠালেই সিম পুনঃনিবন্ধনের কাজ সম্পন্ন হবে না। এরপর আঙুলের ছাপ দিয়েও সিমের তথ্য হালনাগাদ করাতে হবে। সে সম্পর্কে জানতে এই পোস্টটি দেখুন

সিম নিবন্ধনের পুরো প্রক্রিয়ার একটি অংশ ছিল এসএমএস পাঠানো, যা ১৫ নভেম্বর ২০১৫ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চলছিল। এখন পরবর্তী ধাপগুলোও সম্পন্ন করতে হবে। বায়োমেট্রিক্স বা আঙুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করানোর জন্য আপনার মোবাইল সিমের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। (আপডেট ১৫ নভেম্বর ২০১৫)।

যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা মোবাইলের হেল্পলাইনে যোগাযোগ করুন। 

এখানে বাংলাদেশের সকল মোবাইল ফোন অপারেটরের হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইটের ঠিকানা দেয়া হল।

গ্রামীণফোনঃ হেল্পলাইন ১২১, ওয়েবসাইট www.grameenphone.com

রবিঃ হেল্পলাইন ১২৩, ওয়েবসাইট www.robi.com.bd

বাংলালিংকঃ হেল্পলাইন ১১১, ওয়েবসাইট www.banglalink.com.bd

এয়ারটেলঃ হেল্পলাইন ৭৮৬, ওয়েবসাইট bd.airtel.com

টেলিটকঃ হেল্পলাইন ১২১, ওয়েবসাইট www.teletalk.com.bd

সিটিসেলঃ হেল্পলাইন ১২১, ওয়েবসাইট www.citycell.com

 

তথ্যসূত্রঃ  এটুআই – অ্যাক্সেস টু ইনফরমেশন, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, সিটিসেল

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *