মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করা যাবে ২০১৬’র প্রথম দিকে

Bangladesh-Mobile-Operators and BTRC

বাংলাদেশে মোবাইল গ্রাহকদের ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ ২০১৬ সালের প্রথম দিকে অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই চালু হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) নামে পরিচিত এই সেবা নিতে ব্যবহারকারীদের মাত্র ৩০ টাকা বা আরও কম খরচ হতে পারে। একবার একটি অপারেটর পরিবর্তন করলে পরবর্তী ৪০ দিন পর আবারও অপারেটর পরিবর্তন করা সম্ভব হবে। বিডিনিউজ২৪ ডটকমের খবর।

অ্যামেরিকা, ইউরোপ সহ পার্শ্ববর্তী দেশ ভারত-পাকিস্তানেও মোবাইল নম্বর পোর্টেবিলিটি সুবিধা চালু আছে। এই ফিচারটি উপভোগ করতে হলে একটি নির্দিষ্ট ফি দিয়ে তা চালু করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ব্যবহার করার দরকার হয়। সেই সাথে নেটওয়ার্ক কোম্পানিগুলোর মধ্যে অর্থ ভাগাভাগির বিষয়টি তো থাকেই।

আপনি যদি বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম নিয়মিত ভিজিট করে থাকেন, তাহলে হয়ত আপনার মনে আছে, এর আগে ২০১৩ সালে বিটিআরসি বাংলাদেশে এমএনপি চালুর উদ্যোগ নিয়েছিল। কিন্তু তখন বিভিন্ন কারণে সেটি চালু হয়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,551 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *