বর্তমান বাজারে ভাল একটি .com ডোমেইন নেম খুঁজে পাওয়া সত্যিই কঠিন। ডোমেইন নেম কিনতে গেলেই দেখা যায় তা হয়তো আগেই কারও মালিকানায় চলে গেছে এবং এখন কিনতে গেলে বেশি দামে মালিকের কাছ থেকে কিনতে হচ্ছে।
এই বাজারে যদি কেউ পৃথিবীর সবচেয়ে দামি ডোমেইন নেমগুলোর কথা বলেন তবে গুগল ডটকম এদেরর মধ্যে অন্যতম। সম্প্রতি এক ব্যক্তি Google.com ডোমেইন নেম কিনেছেন। ভাবছেন কত বিলিয়ন ডলারে ? না কোন বিলিয়ন, মিলিয়ন কিংবা হাজারেও নয়, মাত্র ১২ ডলারে কিনেছেন গুগল ডট কম। তাও আবার গুগলের নিজস্ব ডোমেইন রেজিস্ট্রেশন ও বিক্রয় করার সেবা গুগল ডোমেইনস থেকে!
ওই ব্যক্তি তার ক্রেডিট কার্ডে এর জন্য ১২ ডলার চার্জ করার রিসিপ্ট এক লিংকডইন পোস্টে পাবলিশও করেছেন এবং সেই সাথে রয়েছে গুগল এর পক্ষ থেকে ক্রয় নিশ্চয়তা মুলক দুটি ইমেইল।
আপনি নিশ্চই ভাবছেন এটা কীভাবে সম্ভব। আসলে এটা একটা দুর্ঘটনা মাত্র। তবে গুগলের নিজেদের ডোমেইন বিক্রয়ের সার্ভিস হওয়ার কারণে খুব দ্রুতই আবার ওই ব্যক্তির অর্ডার বাতিল করে গুগল এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরকম ভুল কীভাবে হল এ সম্পর্কে গুগল এখনো কোন মন্তব্য করেনি।
২০০৩ সালে মাইক্রোসফটেরও এরকম একটি ভুল হয়েছিলো। যেখানে hotmeil.co.uk এক ব্যক্তির কাছে বিক্রি হয়ে যায় এবং একই দিনে ওই ব্যক্তি নিজেই তা ফেরত দেন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।