মনের কথা অনুমান করবে গুগল ভয়েস সার্চ

google voice search ok google

শোরগোলপূর্ণ স্থানে মোবাইলের ভয়েস অ্যাসিস্ট্যান্টকে কমান্ড দিয়ে দেখেছেন কখনো? উত্তর হ্যাঁ বা না যাই হোক, বাইরের আওয়াজের কারণে ফোনের ভয়েস কমান্ড সঠিক ভাবে কাজ না করাটা অস্বাভাবিক নয়। আর এরকম সমস্যার সমাধানে গুগল ভয়েস সার্চ বা ওকে গুগল ফিচারের জন্য ভয়েস ইনপুট প্রসেসিং এর উন্নতি সাধনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

ফলে এটি এখন শোরগোলপূর্ণ স্থানেও আপনার কমান্ড সঠিকভাবে ও দ্রুততার সাথে গ্রহণ করতে পারবে। এমনকি আপনি আসলে কী বলতে চাচ্ছেন তা পুরোটা বলার আগে ধারণা করতে পারবে গুগল ভয়েস সার্চ সিস্টেম।

এটা সম্ভব হয়েছে একটি সফটওয়্যার এর মাধ্যমে যা ফোনেম (নির্দিষ্ট কোন ভাষার যে ধ্বনি গুচ্ছকে একই ধ্বনির ভিন্ন রুপ বলে মনে হয়) খুব ভাল ভাবে অনুমান করতে পারবে। এটি একটি বিশেষ প্রযুক্তি নির্ভর কৌশল ব্যবহার করে যা একই রকম শুনতে যে অক্ষর গুলো রয়েছে তার মধ্যে পার্থক্য করতে পারবে।

গুগলের এই আপডেটেড ডিজিটাল শ্রবণ শক্তি আপনি এখন এন্ড্রয়েড এবং আইওএসে ওকে গুগল বা গুগল ভয়েস সার্চের মাধ্যমে টেস্ট করে দেখতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *