বিনামূল্যে গ্যালাক্সি এস৬ দিচ্ছে স্যামসাং (টেস্ট ড্রাইভ – এক মাসের জন্য)

samsung galaxy s6 5 phones

আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হয়ে থাকেন আর স্যামসাং গ্যালাক্সি সিরিজের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলোর প্রতি আগ্রহ অনুভব করেন, তাহলে আপনার জন্য দারুণ এক সুযোগ এনেছে স্যামসাং।

কোম্পানিটি আইফোন ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মাত্র ১ ডলার প্রসেসিং ফি’র বিনিময়ে ৩০ দিনের জন্য একটি গ্যালাক্সি ফোন দিচ্ছে। এটি হচ্ছে একটি ‘টেস্ট ড্রাইভ’, অর্থাৎ এই এক মাস আপনি স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ, এস৬ এজ+ কিংবা গ্যালাক্সি নোট ৫ পরখ করে দেখতে পারবেন। শুধু তাই নয়, হ্যান্ডসেটের সাথে একটি সচল সিমকার্ডও দেবে স্যামসাং!

এই অফারটি পেতে চাইলে আপনার আইফোন থেকে এই স্যামসাং প্রোমোশনস ওয়েবসাইট ভিজিট করুন। এরপর আপনার কাঙ্ক্ষিত স্যামসাং ফোন বাছাই করুন ও ১ ডলার প্রসেসিং ফি দিয়ে ৩০ দিনের পরীক্ষামূলক ব্যবহারকাল চালু করুন। একমাস টেস্ট ড্রাইভ শেষে আপনি যদি একটি স্যামসাং ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনেন তাহলে আপনার জন্য আরও চমক অপেক্ষা করছে।

গ্যালাক্সি স্মার্টফোন টেস্ট করার জন্য এর চেয়ে ভালো উপায় আর হয়না। কী বলেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.google.com/recaptcha/api.js?ver=1.23