ওয়েব জায়ান্ট গুগলে প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত আমূল পরিবর্তন ঘটে গেছে। অনেকটা চুপিসারেই কোম্পানিটিকে ঢেলে সাজালেন এর দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন। এতদিন পর্যন্ত গুগল নিজে ছিল একটি ভিত্তি/মূল কোম্পানি যার অধীনে বিভিন্ন পণ্য ও সেবা সরবরাহ করা হত। জিমেইল, সার্চ, এন্ড্রয়েড, অ্যানালাইটিক্স প্রভৃতি সবই ছিল গুগলের আলাদা আলাদা সেবা।
কিন্তু গতকাল প্রকাশিত এক অফিশিয়াল ব্লগ পোস্ট অনুযায়ী, গুগল নিজেই এখন ‘অ্যালফাবেট’ নামের নতুন একটি কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান।
ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন নতুন এই অ্যালফাবেট নামক কোম্পানিটি চালু করেছেন যার অঙ্গ প্রতিষ্ঠান বা সাবসিডিয়ারি হচ্ছে গুগল। সুতরাং অতীতে গুগল যেরকম বড় কোম্পানি ছিল, এখন সেই একই আকারের কোম্পানি হচ্ছে অ্যালফাবেট। আর গুগল নিজে এই অ্যালফাবেটের একটি অংশ মাত্র।
ইতোপূর্বে পুঁজিবাজারে গুগলের যে পরিমাণ শেয়ার ছিল তা এখন অ্যালফাবেটের নামে রেকর্ড হয়ে গেছে। অর্থাৎ, আক্ষরিক অর্থে কোম্পানি হিসেবে ‘গুগল’ এখন আগের তুলনায় ছোট হয়ে গেছে। অ্যালফাবেট এখন গুগলের মূল প্রতিষ্ঠান, যেখানে গুগল হচ্ছে অ্যালফাবেটের একটি অংশ।
‘জায়ান্ট গুগলের’ নতুন রূপ ‘অ্যালফাবেট’ এর সিইও থাকছেন ল্যারি পেইজ ও প্রেসিডেন্ট হচ্ছেন সার্গেই ব্রিন। আর আকারে ছোট করে ফেলা (সাবসিডিয়ারি) গুগলের সিইও হচ্ছেন সুন্দর পিচাই। ভারতের চেন্নাইয়ে জন্ম নেয়া মিঃ পিচাই এর আগে গুগলে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন। এর সাথে সাথে নিজের কর্মদক্ষতা দিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনে একটি প্রোমোশন আদায় করে নিলেন সুন্দর পিচাই।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।