টেক জায়ান্ট অ্যাপল ১২.৯ ইঞ্চি স্ক্রিনের বড় আকারের আইপ্যাড তৈরির কাজ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ। আগামী বছরের শুরুর দিকে এই নতুন সাইজের ট্যাবলেটগুলোর উৎপাদন শুরু হবে বলেই জানিয়েছে পত্রিকাটি। তবে বর্ধিক আকারের এই আইপ্যাড সিরিজ কবে বাজারে আসবে তা উল্লেখ করেনি ব্লুমবার্গ।
বর্তমানে প্রচলিত আইপ্যাড এয়ারের স্ক্রিন সাইজ হচ্ছে ৯.৭ ইঞ্চি এবং আইপ্যাড মিনি ৭.৯ ইঞ্চি। উল্লিখিত নতুন ১২.৯ ইঞ্চি মডেলের আইপ্যাডগুলো বাস্তবতার মুখ দেখলে তা ম্যাকবুক এয়ার ল্যাপটপের কাছাকাছি আকৃতির হবে।
শুধু আইপ্যাডের ক্ষেত্রেই নয়, অ্যাপল তাদের আইফোনের স্ক্রিন সাইজও বৃদ্ধি করতে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ব্লগের নিয়মিত পাঠক হয়ে থাকলে আমার অন্য পোস্ট থেকে নিশ্চয়ই জেনেছেন, সেপ্টেম্বরে অন্তত দুটি নতুন মডেলের আইফোন প্রকাশ করতে পারে অ্যাপল, যেগুলোর স্ক্রিন বর্তমান আইফোনের চেয়ে বড় হবে।
এছাড়া আইপ্যাডে ‘স্প্লিট স্ক্রিন মাল্টিটাস্কিং’ সুবিধা যুক্ত করার পরিকল্পনাও করছে অ্যাপল, যার ফলে আইপ্যাডকে আরও বেশি ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব হবে। মাইক্রোসফট প্রায়ই সার্ফেস ট্যাবলেটের ফিচার বলতে গিয়ে ডিভাইসটির মাল্টিটাস্ক সাপোর্টের কথা জোড় গলায় বলে, কারণ আইপ্যাডে এই সুবিধা নেই। আইপ্যাডে মাল্টিটাস্কিং সুবিধা দেয়নি অ্যাপল। আর তাই, এতে একই সাথে একাধিক অ্যাপ্লিকেশন চালানো যায়না। তবে জেইলব্রেক টুইকের মাধ্যমে আপনার আইপ্যাডেও মাল্টিটাস্কিং সুবিধা পাওয়া যায়, যদিও জেইলব্রেকে ঝুঁকি থেকে যায়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।