হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই মেসেজ দেয়ার সুবিধা ‘গেস্ট চ্যাট’ আসছে

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য। চ্যাটিং অ্যাপ্লিকেশন হিসেবে এটি এতটাই জনপ্রিয় যে এখন অনেকে ইমেইলের পরিবর্তে হোয়াটসঅ্যাপ-ই বেশি ব্যবহার করেন। তবে এতদিন হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য একটি মোবাইল নম্বর এবং অ্যাকাউন্ট থাকা আবশ্যক ছিল। এই বাধা ভাঙতেই এখন WhatsApp কাজ করছে এক নতুন ফিচার নিয়ে, যার নাম Guest Chats

নতুন এই ফিচার ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই এনক্রিপ্টেড চ্যাট করার সুযোগ দিতে পারে। যারা এখনো WhatsApp অ্যাকাউন্ট খুলতে চান না কিংবা সাময়িকভাবে একটি নির্দিষ্ট চ্যাট করতে চান, তাদের জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ।

কী এই গেস্ট চ্যাট?

Guest Chats হচ্ছে হোয়াটসঅ্যাপ-এর একটি পরীক্ষাধীন ফিচার। এটি মূলত এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে, যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, কিন্তু তবুও তারা কোনো নির্দিষ্ট চ্যাটে অংশগ্রহণ করতে চান। উক্ত চ্যাটগুলো হবে end-to-end encrypted, অর্থাৎ হোয়াটসঅ্যাপ বা অন্য কেউ তা পড়তে পারবে না — শুধু প্রেরক ও গ্রহীতা দেখতে পারবে।

কোন ভার্সনে দেখা গেছে এই ফিচার?

WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি প্রথম পাওয়া গেছে এন্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ বেটা ভার্সন 2.25.22.13 এ। যদিও এটি এখনো ব্যবহারকারীদের জন্য চালু হয়নি, তবে কোড বিশ্লেষণে দেখা যাচ্ছে Meta ইতিমধ্যে ব্যাকএন্ডে কাজ শুরু করেছে।

কাদের জন্য সুবিধাজনক?

এই ফিচারটি সবচেয়ে বেশি উপকারে আসবেঃ

  • ব্যবসায়িক প্ল্যাটফর্মে, যেখানে কেউ একজন কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বরে চ্যাট করতে চান, কিন্তু নিজের WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে চান না।
  • গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে, যেখানে কোম্পানি একটি লিংক পাঠাবে এবং সেটি খুলেই গ্রাহক চ্যাট শুরু করতে পারবে।
  • টেম্পোরারি চ্যাটিং–এর ক্ষেত্রে, যেমন কোনো ইভেন্ট, কুইক কনসালটেশন বা ওয়ান-টাইম চ্যাটিংয়ের প্রয়োজন হলে।

কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপ গেস্ট চ্যাট?

WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কিছু UI (ইউজার ইন্টারফেস) পরিবর্তনের মাধ্যমে “গেস্ট চ্যাট” ফিচারকে সহজে ব্যবহারযোগ্য করার চেষ্টা করছে। একটি নির্দিষ্ট লিংক (chat link) দিয়ে ব্যবহারকারীকে “Guest” হিসেবে একটি চ্যাটে যুক্ত করা হবে।

whatsapp on a phone

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

এ সময়:

  • অপর প্রান্তের ব্যবহারকারীর ফোন নম্বর বা WhatsApp অ্যাকাউন্ট লাগবে না
  • তিনি তার নিজস্ব মোবাইলের নেটিভ ব্রাউজার বা WhatsApp ওয়েব ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করেই চ্যাট করতে পারবেন।
  • চ্যাটটি হবে সম্পূর্ণ এনক্রিপ্টেড এবং নিরাপদ।

তবে এটি হবে টেম্পোরারি, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে বা চ্যাট শেষে এই এক্সেস চলে যাবে।

হোয়াটসঅ্যাপ কী বলছে এই ফিচার নিয়ে?

WhatsApp (Meta) এখনো আনুষ্ঠানিকভাবে Guest Chats ফিচারটি ঘোষণা করেনি। তবে তাদের সাম্প্রতিক প্রাইভেসি-ফোকাসড ফিচার এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের দিকে লক্ষ্য করলে বোঝা যায় — Meta এখন চাচ্ছে WhatsApp-কে একটি অল-ইন-ওয়ান কমিউনিকেশন টুল হিসেবে গড়ে তুলতে। Guest Chats সেই উদ্যোগেরই অংশ।

👉 হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে

এটি কবে নাগাদ সবার জন্য আসতে পারে?

WABetaInfo-এর ভাষ্যমতে, এই ফিচার এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। তাই সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে আসবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যেহেতু এটা বেটা ভার্সনে দেখা গেছে, আশা করা যাচ্ছে ২০২৫ সালের মধ্যেই এটি ধীরে ধীরে রোলআউট হতে পারে।

এই ফিচারের সম্ভাব্য সুবিধা:

  • WhatsApp ব্যবহার না করেও চ্যাট করার সুযোগ
  • ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য গ্রাহক সাপোর্ট আরও সহজ হবে
  • টেম্পোরারি অথচ নিরাপদ যোগাযোগের মাধ্যম
  • এনক্রিপ্টেড চ্যাট সুবিধা বজায় থাকবে

ঝুঁকি বা চ্যালেঞ্জ কী কী?

  • কোনো ভেরিফিকেশন না থাকায় স্প্যাম বা ফিশিং সম্ভাবনা তৈরি হতে পারে
  • আইডেন্টিটি ম্যানেজমেন্ট চ্যালেঞ্জিং হতে পারে
  • গেস্ট ইউজারের অপব্যবহার ঠেকাতে প্রয়োজন হবে কড়াকড়ি নিয়ন্ত্রণ

👉 অন্ধকারেও স্পষ্ট ছবি তোলে এই স্মার্টফোন, আছে ২৮০০০ mAh ব্যাটারি

হোয়াটসঅ্যাপ-এর নতুন Guest Chats ফিচার প্রযুক্তিগত দিক থেকে একটি সাহসী ও আধুনিক পদক্ষেপ। যাদের WhatsApp অ্যাকাউন্ট নেই কিংবা যারা শুধুমাত্র একটি নির্দিষ্ট উদ্দেশ্যে যোগাযোগ করতে চান, তাদের জন্য এটি হতে পারে অত্যন্ত কার্যকরী ও নিরাপদ সমাধান।

এই ফিচার চালু হলে WhatsApp ব্যবহার আরও উন্মুক্ত হবে এবং একে শুধুমাত্র অ্যাকাউন্ট-ভিত্তিক প্ল্যাটফর্ম নয়, বরং একটি ওপেন ও টেম্পোরারি যোগাযোগ মাধ্যম হিসেবেও বিবেচনা করা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,483 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *