বাংলাটেক ব্লগে টাকা ইনকাম বিষয়ক পোস্ট নিয়ে সবচেয়ে বেশি অনুরোধ পাওয়া যায়। এমন একটি বিষয় হলো বাংলাদেশে টাকা ইনকাম করার সহজ বিষয় কি সে সম্পর্কে। এই পোস্টে আমরা অনলাইনে টাকা ইনকাম করার সহজ কিছু উপায় সম্পর্কে আলোচনা করব।
উল্লেখ্য যে পোস্টে উল্লেখিত টাকা আয়ের উপায়গুলো সহজ বলা হলেও অবশ্যই আয় করতে চাইলে প্রয়োজন হবে দক্ষতা, ধৈর্য ও সময়ের। বুঝতে হবে কেউ আপনার জন্য বিনামূল্যে টাকা নিয়ে বসে নেই। তাই নিজের দক্ষতা ও সময়কে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে হবে। চলুন এবার বাংলাদেশে টাকা ইনকাম করার সহজ উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।
ব্লগ পোস্ট লিখে টাকা ইনকাম
আপনার যদি লেখালেখির হাত ভালো হয়ে থাকে, তবে ব্লগ পোস্ট লিখে আয় করতে পারেন। ব্লগ পোস্ট লেখা যেতে পারে নিজের ওয়েবসাইটে কিংবা অন্য কোনো ওয়েবসাইটে। নিজের ওয়েবসাইট তৈরী করে ব্লগ পোস্ট করে সেখান থেকে বিভিন্নভাবে আয়ের ব্যবস্থা করা যেতে পারে। তবে এইক্ষেত্রে অধ্যাবসায়ের প্রয়োজন রয়েছে।
অন্যদিকে অন্যের ওয়েবসাইটে ব্লগ পোস্ট করে আয় করতে চাইলে সেক্ষেত্রে যেসব ওয়েবসাইট লেখক খুঁজছেন সেসব ওয়েবসাইটে প্রদত্ত কনটাক্ট ইনফো ব্যবহার করে যোগাযোগ করুন। এছাড়া ফেসবুক, লিংকডইনসহ অনেক জব বোর্ডে ব্লগ পোস্ট রাইটার এর খোঁজে পোস্ট করা হয়।
অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়
অনলাইনে আয়ের আরেকটি জনপ্রিয় পদ্ধতি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, যার কথা ইতিমধ্যে অনেক পোস্টে উল্লেখ করেছি। অন্যের সেবা বা প্রোডাক্টের প্রোমোশন চালিয়ে সেলস থেকে পাওয়া কমিশন এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করা যায়।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভালো বিষয় হলো যেকেউ এর মাধ্যমে আয় করতে পারে। আবার তুলনামূলক কম পরিশ্রমে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করা যায়। এই ধরুন আপনার পছন্দের ১০মিনিট স্কুল কোর্স বা দারাজ প্রোডাক্ট নিয়ে ছোট একটা ফেসবুক পোস্ট লিখলেন, আর সেখানে আপনার অ্যাফিলিয়েট লিংকটি যুক্ত করে দিলেন।
কেউ যখন আপনার পোস্টে দেওয়া লিংক ব্যবহার করে উক্ত প্রোডাক্ট কিনবে, তখন আপনি পাবেন অ্যাফিলিয়েট কমিশন। এর উপর আপনার যদি ফলোয়ারসহ ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ অনেকটা সহজ হয়ে গেলো।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন দেশী-বিদেশী অসংখ্য ওয়েবসাইট থেকে। দেশী ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ১০ মিনিট স্কুল, দারাজ, ইত্যাদি। অন্যদিকে বিদেশী ওয়েবসাইট এর তালিকায় রয়েছে অ্যামাজন, এনভাটো এর মত অগণিত ওয়েবসাইট। বিস্তারিত জানতে পারবেন নিচে লিংক করা পোস্টসমূহ থেকে।
👉 এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানুন
👉 ইনকাম করুন বাংলাদেশি অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট থেকে
ইউটিউব থেকে আয়
পোস্টের টাইটেলে “সহজ উপায়” লেখা থাকলেও ইউটিউব থেকে আয়কে টাকা ইনকাম এর সহজ উপায় ভেবে ভুল করবেন না। ইউটিউব থেকে আয় করতে হলে অবশ্যই অনেক সময় ধরে ধৈর্য ধরে ভালো কনটেন্ট আপলোড করতে হবে। তবে ইউটিউব এর ক্ষেত্রে ভালো বিষয় হলো আপনি যদি এখান থেকে ভালো একটি ব্র্যান্ড ইমেজ তৈরী করতে পারেন, তবে তার ফলে একাধিক আয়ের পথ আপনার সামনে খুলে যাবে। ইউটিউব এর মাধ্যমে আয়ের একাধিক উপায় রয়েছে যা নিয়ে আমরা একাধিক পোস্টে বিস্তারিত আলোচনা করেছি। ইউটিউব থেকে আয়ে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তবে নিচে লিংক করা পোস্টগুলো ঘুরে আসুন।
👉 ইউটিউব শর্টস থেকে আয় করার উপায়
👉 ইউটিউবে আয় করতে যে ভুলগুলো এড়িয়ে চলা উচিৎ
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
ফেসবুক থেকে আয়
ফেসবুক থেকে টাকা ইনকাম করার সহজ উপায় রয়েছে বেশ কয়েকটি। প্রথমত ফেসবুকে ভিডিও আপলোড করে সেখান থেকে মনেটাইজেশন এর মাধ্যমে আয় করা বর্তমানে বেশ সহজ হয়ে গিয়েছে। অনেকেই বিভিন্ন মজার মজার ভিডিও আপলোড করে টাকা আয় করে নিচ্ছে। আবার আপনার যদি ব্লগ সাইট থাকে, তাহলে ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেল থেকে আয় করতে পারেন। এছাড়া ফেসবুক পেজে বিভিন্ন প্রোডাক্ট সেল করে আয়ের সুযোগ তো রয়েছেই। এসবের পাশাপাশি ফেসবুকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিশাল সুযোগ রয়েছে।
👉 ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় জানুন
👉 ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি? এটা থেকে কিভাবে আয় করা যায়?
👉 ফেসবুক ভিডিও থেকে আয় করার উপায়
ডিজিটাল মার্কেটিং করে আয়
আমরা ডিজিটাল যুগে বাস করছি, স্বভাবতই এই যুগে ডিজিটাল মার্কেটিং এমন একটি দক্ষতা যার ভীষণ চাহিদা রয়েছে। তাই আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে বাংলাদেশে এটি টাকা ইনকাম করার সহজ উপায় হতে পারে। ফেসবুক, ইন্সটাগ্রাম এর ব্যবহার বাংলাদেশে বেড়েই চলেছে, যার ফলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এর প্রয়োজন দিনদিন বেড়েই চলেছে। এছাড়া ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতেও ডিজিটাল মার্কেটিং করে মোটা অংকের অর্থ আয় করা সম্ভব।
👉 ডিজিটাল মার্কেটিং কি? এটা থেকে কিভাবে আয় করে?
অন্যদের শিখিয়ে আয়
আমরা সকলেই কোনো না কোনো বিষয়ে অন্যদের চেয়ে অধিক পারদর্শী। আপনি সবচেয়ে ভালো পারেন, এমন কোনো দক্ষতা খুঁজে বের করুন। এরপর উক্ত দক্ষতা অন্যদের শেখাতে পারেন অর্থের বিনিময়ে। এই কাজ করা যেতে পেইড কোর্স বিক্রি করে, কিংবা ফেসবুক বা ইউটিউবে আপলোড করার মাধ্যমেও। অর্থাৎ এখানে সাধারণ দক্ষতার পাশাপাশি কনটেন্ট তৈরী করে তা সুন্দরভাবে অন্যদের বুঝানোর ক্ষমতাও থাকা প্রয়োজন।
👉 ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন জেনে নিন
ফ্রিল্যান্সিং করে আয়
ফ্রিল্যান্সিং হলো টাকা ইনকাম করার সহজ উপায়গুলোর মধ্যে একটি। ফ্রিল্যান্সিং বলতে মূলত যেকোনো কাজ অর্থের বিনিময়ে করে দেওয়াকে বুঝায়- এক্ষেত্রে স্থায়ীভাবে কারো অধীনে চাকরি করার দরকার হয়না। ফাইভার বা আপওয়ার্ক এর মত ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রায় যেকোনো বিষয়ে ফ্রিল্যান্সিং এর কাজ পেয়ে যাবেন। চিঠি লেখা থেকে শুরু করে ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং হতে পারে যেকোনো ধরনের কাজ।
👉 ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে আয় করবেন জেনে নিন
👉 বাংলাদেশের জন্য সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট
বাংলাদেশে টাকা ইনকাম করার আরো কোনো সহজ উপায় আপনার জানা আছে কি? আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে।
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Nice app