যুক্তরাজ্যের একটি আদালতের রায়ে ব্রিটিশ স্কাই ব্রোডকাস্টিং গ্রুপ (বিস্কাইবি) এর কাছে ট্রেডমার্ক সঙ্ক্রান্ত মামলায় হেরে যাওয়ায় সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সেবা “স্কাইড্রাইভ” এর ব্র্যান্ড নাম পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। স্কাই গ্রুপের সাথে মাইক্রোসফটের একটি যৌথ বিবৃতিতে উভয় কোম্পানি এ ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছে।
জুন মাসে ইউকের হাইকোর্টের দেয়া রুল অনুযায়ী স্কাইড্রাইভ সেবাটির মালিক (স্কাই গ্রুপ নাকি মাইক্রোসফট) সম্পর্কে জনগণের মধ্যে দ্বিধা সৃষ্টি করে। এমনকি কোন কোন স্কাইড্রাইভ ব্যবহারকারী ক্লাউড সঙ্ক্রান্ত সমস্যায় টিভি চ্যানেল কোম্পানিটির হেল্পলাইনেও ফোন করেছে বলে জানা যায়!
কোর্টের রায় পাওয়ার পরে প্রথম প্রথম মাইক্রোসফট এর বিরুদ্ধে আপিল করার কথা বললেও শেষ পর্যন্ত দুই কোম্পানির মধ্যে সমঝোতা হয়। এতে অপ্রকাশিত কিছু অর্থ লেনদেনের ব্যাপারও ঘটে থাকতে পারে। তবে এখন উইন্ডোজ নির্মাতা বলছে তারা বিশ্বব্যাপী স্কাইড্রাইভের নাম পরিবর্তন করে ফেলবে। অবশ্য এজন্য কিছুটা সময়ও নেবে মাইক্রোসফট।
বিশ্বের সর্ববৃহত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের দিক থেকে কোন পণ্য/সেবার ব্র্যান্ডনাম পরিবর্তন করার ঘটনা এবারই প্রথম নয়। নিশ্চয়ই মনে আছে, উইন্ডোজ ৮ এর টাইলস ভিত্তিক ইউজার ইন্টারফেসের নামও প্রথম দিকে “মেট্রো” রাখার পর জার্মানির “মেট্রো এজি”র ট্রেডমার্ক লঙ্ঘনের আশঙ্কায় শেষ পর্যন্ত মেট্রো নামটি উইন্ডোজ থেকেই বাদ পড়ে।
আর আজ পর্যন্ত মেট্রো’র স্থলে অন্য কোন নাম না রেখে শুধু “উইন্ডোজ ৮ স্টাইল” বলেই চালিয়ে নেয়া হচ্ছে। এখন স্কাইড্রাইভের নতুন নাম কী হয় সেটাই হচ্ছে দেখার বিষয়।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।