শাওমির রেডমি টার্বো সিরিজ বরাবরই বাজেটের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার জন্য জনপ্রিয়। যারা মিড-রেঞ্জ দামে হাই পারফরম্যান্স বা গেমিং ফোন খোঁজেন, তাদের অনেকেই এই সিরিজের দিকে তাকিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার বাজারে আসতে যাচ্ছে রেডমি টার্বো ৫। যদিও অফিসিয়ালি ফোনটি এখনো ঘোষিত হয়নি, তবে একাধিক ইনসাইডার সূত্র থেকে এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে ধারণা পাওয়া গেছে।
নতুন শক্তিশালী প্রসেসর – ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা
রেডমি টার্বো ৫ ফোনটিতে থাকবে মিডিয়াটেকের একেবারে নতুন ডাইমেনসিটি ৮৫০০ আল্ট্রা চিপসেট। এই চিপ এখনো আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি আগের ডাইমেনসিটি ৮৪০০-এর আপগ্রেডেড সংস্করণ হবে।
এই চিপটি সম্ভবত একটি “অল-বিগ কোর” সিপিইউ ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি হবে, যার অর্থ, এতে সব কোরই হাই-পারফরম্যান্স ক্লাস্টারে থাকবে। এর ফলে মাল্টিটাস্কিং, গেমিং, ভিডিও এডিটিং সহ ভারী কাজগুলোতে ফোনটি দারুণ পারফরম্যান্স দিতে পারবে।
৬.৬ ইঞ্চির ১.৫কে ডিসপ্লে এবং প্রিমিয়াম ডিজাইন
ফোনটির ডিসপ্লে সাইজ হবে আনুমানিক ৬.৬ ইঞ্চি, এবং এটি হবে একটি ফ্ল্যাট প্যানেল যার রেজোলিউশন থাকবে ১.৫কে। এই রেজোলিউশন বর্তমানে মিডরেঞ্জ সেগমেন্টে খুব বেশি দেখা যায় না, তাই এটিও হতে পারে ফোনটির একটি আকর্ষণীয় দিক।
ডিজাইনের দিক থেকেও থাকছে বেশ কিছু আকর্ষণ। ফোনটি হবে পাতলা ও হালকা, এবং এর ফ্রেম হবে ধাতব (মেটাল)। কর্নারগুলো থাকবে রাইট অ্যাঙ্গেল শেপে, যেটা ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেবে। শাওমির টার্বো বা পোকো সিরিজের ফোনে এই ধরনের ডিজাইন আগে দেখা গেছে, তাই এটি খুব অবাক করার মতো নয়।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
বিশাল ব্যাটারি – ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার
এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর ব্যাটারি। জানা গেছে, রেডমি টার্বো ৫-এ থাকতে পারে প্রায় ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।
এত বড় ব্যাটারি সাধারণত ট্যাবলেট বা গেমিং ফোনে দেখা যায়, কিন্তু শাওমি এটি একটি “থিন অ্যান্ড লাইট” ফোনে দিতে চাইছে — যা নিঃসন্দেহে একটি সাহসী সিদ্ধান্ত।
যদিও এখনো চার্জিং স্পিড সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তবে শাওমি সাধারণত তাদের মিডরেঞ্জ ফোনে ৬৭ ওয়াট বা তার কাছাকাছি টার্বো চার্জিং দেয়। তাই অনুমান করা যায়, রেডমি টার্বো ৫-এও দ্রুত চার্জিং সাপোর্ট থাকবে।
👉 শাওমি হাইপার ওএস কি? ফিচার, সাপোর্টেড ডিভাইস ও আরো তথ্য জানুন
পোকো এক্স৮ প্রো নামে রিব্র্যান্ড হতে পারে
শাওমি প্রায়ই চীনের বাজারে রেডমি ব্র্যান্ডে যে ফোন লঞ্চ করে, তা আন্তর্জাতিক বাজারে পোকো ব্র্যান্ডে প্রকাশ করে। ঠিক একই কৌশল অনুসরণ করে, রেডমি টার্বো ৫ ফোনটি আন্তর্জাতিক বাজারে পোকো এক্স৮ প্রো নামে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও টার্বো সিরিজের ফোনগুলো এইভাবে রিব্র্যান্ড হয়ে এসেছে, যেমন রেডমি টার্বো ২ ছিল পোকো এফ৫। তাই এক্ষেত্রেও এটি সম্ভব।
রেডমি টার্বো ৫ সম্পর্কে এখনো সবকিছু অফিসিয়ালি জানানো হয়নি, তবে যেসব তথ্য ফাঁস হয়েছে তা যথেষ্ট আশাব্যঞ্জক। শক্তিশালী নতুন চিপসেট, হাই-রেজোলিউশন ডিসপ্লে, বিশাল ব্যাটারি এবং আকর্ষণীয় ডিজাইন — সব মিলিয়ে এটি হতে পারে ২০২৫ সালের অন্যতম আলোচিত মিডরেঞ্জ স্মার্টফোন।
ফোনটি যদি সত্যি সত্যিই পোকো এক্স৮ প্রো নামে গ্লোবাল বাজারে আসে, তাহলে বাংলাদেশসহ অন্যান্য দেশে দ্রুতই এটি পাওয়া যেতে পারে। এখন শুধু অপেক্ষা অফিসিয়াল ঘোষণার।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।