মি ১১ লাইট সিরিজ দেশে ও বিদেশে বেশ জনপ্রিয়তা পায়। মি ১১ লাইট সিরিজের সাফল্যের হাত ধরে এবার শাওমি ১২ লাইট নিয়ে এলো শাওমি। চলুন জেনে নেওয়া যাক ১২০হার্জ অ্যামোলেড স্ক্রিন, ১০৮মেগাপিক্সেল ক্যামেরা, ইত্যাদি হেডলাইনিং নিয়ে বাজারে আসা শাওমি ১২ লাইট ফোনটি সম্পর্কে।
ডিজাইন ও ডিসপ্লে
শাওমি ১২ লাইট ফোনটির ক্ষেত্রে হালের ট্রেন্ড বক্সি টাইপের ডিজাইনের পথে হেটেছে শাওমি। মি ১১ লাইট সিরিজের মত এই ফোনটিও দেখতে বেশ আকর্ষণীয়। প্লাস্টিক ব্যাকের ফোন হলেও ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে। মি ১১ লাইট এর মত এই ফোনটিও ওজনে বেশ হালকা, মাত্র ১৭৩গ্রাম।
শাওমি ১২ লাইট এর ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৫৫ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা এইচডিআর ১০+ ও ডলবি ভিশন সাপোর্ট করে। পাঞ্চ-হোল এই ডিসপ্লেতে ১২০হার্জ রিফ্রেশ রেট এর পাশাপাশি রয়েছে আন্ডার-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। ডিজাইন ও ডিসপ্লে সেকশনে এ প্লাস পাবে শাওমি ১২ লাইট।
ক্যামেরা
১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেন্সর থাকছে শাওমি ১২ লাইট ফোনটির ব্যাকে। ১০৮মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি একটি ৮মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকছে শাওমি ১২ লাইটে।
ফোনের ফ্রন্টে রয়েছে ৩২মেগাপিক্সেল স্যামসাং জিডি২ সেন্সর যাতে সেলফি পোরট্রেইট ও সেলফি গ্লো এর মত বিভিন্ন ধরনের ক্যামেরা ফিচার রয়েছে।
পারফরম্যান্স
কথা বলা যাক শাওমি ১২ লাইট ফোনটির পারফরম্যান্স সম্পর্কে। মি ১১ লাইট ৫জি এনই ফোনটির ন্যায় শাওমি ১২ লাইট ফোনটিতেও প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। সর্বোচ্চ ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে শাওমি ১২ লাইট। উল্লেখ্য যে ফোনটিতে এসডি কার্ড এর মাধ্যমে স্টোরেজ বাড়ানোর কোনো সুযোগ থাকছেনা।
ডুয়াল সিমে ৫জি স্ট্যান্ডবাই সুবিধা থাকছে শাওমি ১২ লাইটে। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিইউআই ১৩ এর দেখা মিলবে ফোনটিতে।
ব্যাটারি
৪,৩০০মিলিএম্প এর ব্যাটারি থাকছে শাওমি ১২ লাইট ফোনটিতে। ফোনের বক্সেই দেওয়া থাকবে ৬৭ওয়াট এর ফাস্ট চার্জার।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
দাম
ব্ল্যাক, পিংক ও গ্রিন, এই তিনটি কালারে পাওয়া যাবে শাওমি ১২ লাইট। ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর শাওমি ১২ লাইট এর দাম পড়বে ৪০০ডলার, অন্যদিকে ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর ভ্যারিয়েন্টের দাম ৪৫০ডলার। ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ এর শাওমি ১২ লাইট এর ভ্যারিয়েন্ট এর দাম পড়বে ৫০০ডলার।
একনজরে শাওমি ১২ লাইট এর ফিচারসমূহ
- ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
- র্যামঃ ৬জিবি / ৮জিবি
- স্টোরেজঃ ১২৮ / ২৫৬জিবি
- প্রাইমারি ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৪৩০০মিলিএম্প
- চার্জিংঃ ৬৭ওয়াট
আপনার কাছে কেমন লেগেছে শাওমি ১২ লাইট ফোনটি? ফোনটি সম্পর্কে আপনার মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে।
👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Awesome phone
I like it