গ্রামীণফোন রিচার্জে নতুন শর্ত – যা আপনার জানা দরকার

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এ বছর একের পর এক খবরের শিরোনামে চলে আসছে। প্রথমত, তারা এবার ২৫ বছর পূর্ণ করেছে। এটা গ্রামীণফোনের জন্য বিশাল একটা মাইলফলক। এরপর তারা পরিবেশ বান্ধব ই-সিম চালু করে আবারও নতুন একটি রেকর্ড গড়েছে। কেননা বাংলাদেশে মোবাইল অপারেটরদের মধ্যে গ্রামীণফোনই প্রথম ই-সিম চালু করেছে। সেটাও ছিল দুর্দান্ত এক অর্জন।

এরপর যদিও আমরা অপেক্ষায় ছিলাম ৫জি নিয়ে গ্রামীণফোনের নতুন খবরের। কিন্তু আমরা পেলাম অন্য একটি খবর। গ্রামীণফোনের জন্য সেটা একটা হতাশার খবরই বটে। সেবার মান উন্নয়ন করতে না পারায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রামীণফোনের নতুন সিম বিক্রির ওপর নিষধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জিপি নতুন কোনো সংযোগ বিক্রি করতে পারবেনা। এটা নিঃসন্দেহে গ্রামীণফোন বিষয়ক বড় একটা খবর। যদিও তাদের প্রতিষ্ঠানের জন্য এটা মোটেই সুখকর নয়।

এরই মধ্যে আবারো আলোচনায় এসছে জিপি। এবার তাদের আলোচনার বিষয়বস্তু হলো রিচার্জের পরিমাণ। আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা সবাই ফ্লেক্সিলোড, স্ক্র্যাচ কার্ড, অথবা মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ থেকে নিজেদের মোবাইলে রিচার্জ করে থাকি। অর্থাৎ, একাউন্টে ব্যালেন্স যোগ করি। অনেক বছর ধরেই গ্রামীণফোন মোবাইলে সর্বনিম্ন ১০ টাকা ফ্লেক্সিলোড করা যেতো। কিন্তু এখন জিপি নতুন নিয়ম চালু করছে।

গ্রামীণফোনের নতুন পলিসি অনুযায়ী, এখন থেকে আপনি আর ১০ টাকা ফ্লেক্সিলোড করতে পারবেন না। সর্বনিম্ন ২০ টাকা ফ্লেক্সিলোড করতে হবে। আপনি মোবাইল সার্ভিস বা রিচার্জের দোকান থেকে ফ্লেক্সিলোডের মাধ্যমে যদি মোবাইলে টাকা লোড করতে চান তাহলে ২০ টাকার কম রিচার্জ করা যাবেনা।

২০ টাকা রিচার্জ করলে আপনি ১ মাসের (৩০ দিন) মেয়াদ পাবেন। ১০ টাকায়ও ৩০ দিন মেয়াদ ছিল। অনেকেই আছেন যারা শুধুমাত্র একাউন্টের মেয়াদ বৃদ্ধি করার জন্য ফ্লেক্সিলোড করতেন। তারা এখন নতুন নিয়মের আওতায় ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন না।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

তবে গ্রামীণফোনের বিভিন্ন মিনিট প্যাক রয়েছে যেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি রিচার্জ করলে মিনিট প্যাক চালু হয়ে যায়। সেসব ক্ষেত্রে আপনি ২০ টাকার কম রিচার্জ করতে পারবেন। উদাহরণস্বরূপ, ১৪ টাকার মিনিট প্যাক আগের মতই ১৪ টাকা রিচার্জ করলে চালু হয়ে যাবে। আবার ১৬ টাকার আরেকটি মিনিট প্যাক রয়েছে যেটা আগের মতই ১৬ টাকা ফ্লেক্সিলোড করে চালু করা যাবে।

এছাড়া গ্রামীণফোনের কম মূল্যের কিছু স্ক্র্যাচ কার্ড রয়েছে। যেমন, ৯ টাকা, ১০ টাকা এবং ১৯ টাকা। এগুলোও আগের মতই ব্যবহার করা যাবে।

অর্থাৎ, পরিবর্তন হয়েছে শুধু ফ্লেক্সিলোডের ক্ষেত্রে। আবার জিপি থেকে জিপি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করার ক্ষেত্রেও ১০ টাকাই সর্বনিম্ন পরিমাণ হিসেবে চালু থাকছে।

আপনি কি গ্রামীণফোন সিম ব্যবহার করেন? নতুন এই রিচার্জ পলিসি নিয়ে আপনার মতামত কী? আপনি কি খুশি হয়েছেন? নাকি অখুশি? কমেন্টে জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

4 comments

  1. Md. abdul Gaffar Reply

    I was not happy at all. I will stop running this Grameenphone SIM.

  2. MD Munna Reply

    I am an old customer of Grameenphone. I think Grameenphone will maintain its dignity. For some officials and employees, Grameenphone’s achievements so far cannot be reduced to dust. Currently a Grameenphone official And all the activities that the employees are doing are really a misfortune for the people of Bangladesh. So I hope that Grameenphone’s senior executives will improve the quality of your service.

  3. Taki Reply

    not happy at all. I will stop running this Grameenphone SIM.
    Go back gp Sim. Stop stop stop
    Don’t use gp Sim.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *